নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুই না।বুদবুদ।
মা রিজুয়ানা আমাকে দিয়েছিলো টান
সেই রাতে
বনের উটকো গন্ধের রাবারের বাগান
মাথা থেকে ঢেলেছিলো থালা থালা চাঁদ
আকাশে মেঘ ও হাওয়া বাতাসে ঘোরপাক
বহুমুখী স্রোতে সব ওমলেট পাকিয়ে
ভেঙ্গে পড়েছিলো সেই দলদলী খানখান
মেটো পথ বাষন্তীয় নিঃস্বাস ফেলেছে
বনের ফাকা মাঠেতে জড়ো হয় তারা
যেনো সব প্রেমিকার মিলন বাগান
আমাকে ঘিরে
রূপ দেখে ভালোবেসে করেছি প্রণাম
সবশেষে দায়ি আমি আমাকেই দিতে
হলো দাম
মা রিজুয়ানা ডেকোনা না সখি ডেকোনা
তোমাকে প্রণাম।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১
সোমহেপি বলেছেন: তুমি কি কউ?তুমি আমার মা?
বেক্কল!
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৯
সায়েম মুন বলেছেন: পড়তে ভাল লাগলো প্রতিদিনহ্যাপী।
তবে কোবতেতে প্যাচকি খাইলাম।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২১
সোমহেপি বলেছেন:
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩০
শায়মা বলেছেন: হা হা কবিতার নাম আর রেজুমনির কমেন্ট দেখে হাসছি!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
শায়মা
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
লিন্কিন পার্ক বলেছেন:
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
জুন বলেছেন: মারিজুয়ানা র হাত থেকে মুক্তি পেলো মনে হয়
অভিনন্দন ... মারিজুয়ানা আমাকে খবরদার আর ডাকবেনা
+
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯
সোমহেপি বলেছেন: আমি বন্দীছিলাম না কখনোই
তবে ওদিন একটা মজার ঘটনা ঘটেছিলো
ধন্যবাদ
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪
ফ্রাস্ট্রেটেড বলেছেন: মারিজুয়ানা
বাফরে। যাউকগা, একটা কেমুন কেমুন জানি লেখা পর্লাম।
ভাল থাকুন, মা এর কাছ থিকা দূরে থাকুন।
শুভ বসন্ত।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯
সোমহেপি বলেছেন: হাহা
শুভকামনা।
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
হাসান মাহবুব বলেছেন: মা রিজুয়ানা, মারিজুয়ানা...নাহ তুমি ম্যালা চালাক আছো তো!
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯
রেজোওয়ানা বলেছেন: আমাকে লিখলা নাকি?