নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়ামন বড় নিঃসঙ্গ কাটে অনাথ রাত্রীযাপন

কবিতা তুমি বুকে মাংশ গোলাপ নিয়ে শুয়ে থাকো,আমি হাত ভরে পান করি জ্যোৎস্না

সোমহেপি

আমি কিছুই না।বুদবুদ।

সোমহেপি › বিস্তারিত পোস্টঃ

এ জীবন কেনো দুঃস্বপ্ন ভাবো

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

এ জীবন কেনো দুঃস্বপ্ন ভাবো

শিউলি ভোরে জাগো

সব শেফালীরা জাগো।



হোক জীবন চাপানো বোঝা

যতই হোক জীবন ভুল স্বপ্ন

তোমাদের যেতে হবে দূর

তোমরা পাড় হবে সমুদ্দুর

হাতে হাত ধরো..



দাঁতাল সময়ের হাসি

হাসতে দাও

বেহালাটা নাও টেনে

বিরহী মনের

গানটা গাও।

আসবে সময় যে শিউলী ভোরে...



কাটবো সময় তোর করবো শেষ

শেষ হাসি আমরা হাসবই বেশ।



শেফালীরা সব

কান্না থামা

আসবে সুদিন তাই

কাঁদতে মানা।

হাসবেই ভোর দেখিস আসবে সময়..



এ জীবন কেনো দুঃস্বপ্ন ভাবো

শিউলি ভোরে জাগো

সব শেফালীরা জাগো।



(শিউলিদের হাত দিয়ে ছোঁয়া যায় না।ঝরে পড়ে।চোখ রাখলে গলে যায়।শিউলির অসুখ করেছিলো।বলেছিলো -স্যার,আমার নামটা কাটবেন না।শরীর ভালো হলেই চলে আসব।

শিউলি আর স্বুলে আসেনি।এক ভোরে ঝরে গেছে।স্কুলের খাতায় নামটি আছে।শিউলি নেই।)

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

সুফিয়া বলেছেন: কবিতাটি সুন্দর। পড়তে ভালো লাগল। কিন্তু শেষে এসে একটা ধাক্কা খেলাম। মনটা কেমন করে উঠল।

আমার ব্লগে আমন্ত্রণ।

Click This Link

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

রাইসুল সাগর বলেছেন: কষ্ট কবিতা। :(


শুভকামনা রইল। ভালো থাকুন সব সময়।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

স্বপনবাজ বলেছেন: এ জীবন কেনো দুঃস্বপ্ন ভাবো
শিউলি ভোরে জাগো ++

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

রাতুল_শাহ বলেছেন: বেশ সুন্দর।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

সায়েম মুন বলেছেন: কষ্টকর বিষয়। শিউলীরা শুধুই ঝড়ে যায়।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

রোমেন রুমি বলেছেন:

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

সোমহেপি বলেছেন: ফুল তো নয় যেন কাফনের কাপড়!

অনেক সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.