নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুই না।বুদবুদ।
১
নদী দিলে চর দেব
ঢেউ দি্লে ঘর ।
দেব বাতাসের সুর,দেব
নদীসখা পায়ের নূপুর
দৃশ্যের রঙ দেব
ধূসর ধূসর।
বাঁধ দিলে নাদ দেব
শৃঙ্গার স্বাদ।
দেব আকাশের নীল,দেব
কালোবুক শরীর পেশিল
স্পর্শের উম দেব
বিশ্বাস অগাধ।
পাশে থাক পাশে থাক
পাশে পাশে থাক।
২
তরল সাজা
দাহ্য তরল
জনম দুঃখী
ভেঙ্গে অঝর
আর পারিনা
আগুন কোথা?
জ্বালা সখি।
আঁধার এত!
এত আঁধার?
আলোক জ্বালা
আগুন দেখি।
৩
নদীখেকো আমি হতে পারিনা । কেননা নদীর উপস্থিতিটাই আমার কাছে অনেক উপাদেয় ।নদী না থাকলে আমি মরু শূণ্যতায় ভুগি । নদী না থাকলে আমি জলের নাচন দেখিনা।আমি দেখিনা নদীর কাছে আকাশ সিজদায় পড়ে কাঁদে....
আর ঝাপসা ধূসর রঙ ও দেখিনা।আমি দেখিনা স্নানরত সুঢৌল স্তনের নারীকে তাড়া করে একটি রাজহাঁস । লজ্জার নগরে সে রাজহংসরে ছিটায় আদুরে জল ।নদীছাড়া নারীর উরু খুলতে দেখিনা । নদী থাকলে দু,পা ছড়িয়ে চলা তার সন্ধী দেখি- তার নাগর আমি।
আমি নদীভূক হতে চাইনা
নদীরা থাকুক রতিমতি
রজঃস্বীলা-
আমি নদীর দেবর
আমার বীর্যে তার উদরে বেড়ে উঠুক
আদুরে জলপরী ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২২
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
কবি
শুভকামনা
২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫
সায়েম মুন বলেছেন: বাহ! সুন্দর প্রকাশ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
সামু
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: নদী দিলে চর দেব
ঢেউ দি্লে ঘর।
দেব বাতাসের সুর,দেব
নদীসখা পায়ের নূপুর
দৃশ্যের রঙ দেব
ধূসর ধূসর।
বাঁধ দিলে নাদ দেব
শৃঙ্গার স্বাদ।
দেব আকাশের নীল,দেব
কালোবুক শরীর পেশিল
স্পর্শের উম দেব
বিশ্বাস অগাধ।
পাশে থাক পাশে থাক
পাশে পাশে থাক।
অস্থির !
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫
সোমহেপি বলেছেন:
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১
হাসান মাহবুব বলেছেন: দুইটা সুরেলা কবিতা, একটা সুন্দর মুক্তগদ্য। পাঠে তৃপ্তি পেলাম।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০
সোমহেপি বলেছেন:
অনেকদিন আগের লেখা।আজ হঠাৎ মনে পড়লো।তাই দিলাম।
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
দূর্যোধন বলেছেন: ভালো লাগা রইলো ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
দূর্যোধন
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
নেক্সাস বলেছেন: নদী খেকো হতে চাইনা...
সুন্দর কবিতায় ভাল লাগা
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
সোমহেপি বলেছেন: ধন্যবাদ নেক্সাস
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
পরিবেশ বন্ধু বলেছেন: নিরন্তর বয়ে যাক
আর তার সজিবতায় আরও স্বপ্ন ডানা মেলুক দিগন্তে
হে নদী নিরবধি
ভাল লাগা +
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
পরিবেশ বন্ধু
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫
রোমেন রুমি বলেছেন: শালা আসলেই
ভীষণ
খুব
অত্যন্ত
জটিল
একটা
লেখা লিখেছিস ।
আর শেষের শব্দটা বোধহয় ভাসর নয় ভাসুর হবে ।
সুন্দর ;
ভীষণ সুন্দর ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
dolla
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
নদী বিষয়ক কবিতা।
ভালো লাগলো সোম।
নদীরা থাকুক সরলা। শুভকামনা জেনো।ভালো থেকো।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১
সোমহেপি বলেছেন: শুভকামনা
welcome
১০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০
নির্জন শিশির বলেছেন: সুন্দর লিখেছেন, শুভকামনা সতত
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯
সোমহেপি বলেছেন: thanks
নির্জন শিশির
১১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
মিঠেল রোদ বলেছেন: দারুন+++++
তবে ভাসুরের সাথে কি রোমান্স জমে?
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
সোমহেপি বলেছেন: thanks
মিঠেল রোদ
১২| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
নক্ষত্রচারী বলেছেন: বাহ!
সুরের ঝংকারে কম্পিত অনুভূতি । তারপর মুক্তগদ্য ।
ভালো লাগা ।
১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫
সোমহেপি বলেছেন: ধন্যবাদ
নক্ষত্রচারী
১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৬
নোমান নমি বলেছেন: বাহ!
১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
সোমহেপি বলেছেন: THANKS
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নদীখেকো আমি হতে পারিনা।কেননা নদীর উপস্থিতিটাই আমার কাছে অনেক উপাদেয়।নদী না থাকলে আমি মরু শূণ্যতায় ভুগি।নদী না থাকলে আমি জলের নাচন দেখিনা।আমি দেখিনা নদীর কাছে আকাশ সিজদায় পড়ে কাঁদে.... -চমৎকার।