নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

এসব কিসের ইঙ্গিত?

২২ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:২৯


ক্ষমতাচ্যুত হাসিনার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার দাবিতে হঠাৎ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগ নেতাদের বিক্ষোভ মিছিল! সোমবার (২১ অক্টোবর) সকালে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ১০-১৫ জনের ওই মিছিল দেখা যায় ছাত্রলীগের সাবেক নেতাদের। তার হুমকিও দিয়েছে হাসিনার সব মামলা অন্তর্বর্তী সরকার নিজে থেকে প্রত্যাহার না করলে বাধ্য করা হবে। কি ভয়ঙ্কর কথা! ওখানে তাদের প্রতিহত করার কি কেউ ছিলনা?

আবারো তাদের মুখে সেই পুরনো কথা পাকিস্তান সমর্থিত সাম্প্রদায়িক শক্তি জামায়াত-শিবির-বিএনপি, রাজাকার, আলবদর, আলসামস সারা দেশে হত্যা, অগ্নিসংযোগ, লুটতরাজ, মন্দির-গির্জা ভাঙচুর, সংখ্যালঘুদেরকে হত্যা, পুলিশ-আনসার হত্যা, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করছে। তারা মিথ্যার বেসাতি নিয়ে করে গর্ত থেকে মাথা বের যা চিন্তার বিষয়।


এদিকে আবার রাস্ট্রপতিও হঠাৎ করে ১৮০ ডিগ্রী কোণে ঘুরে বিপরীত অবস্থান জানান দিলেন। তিনি গত ৫ আগস্ট ভাষনে যা বলেছিলেন অকপটে তা চেপে গিয়ে অবস্থান পরিবর্তন করলেন! এসব কিসের ইঙ্গিত বহন করে?

ছাত্র-জনতা আন্দোলনে প্রায় ১৫৮১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ৩১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন সেগুলো বিচার এখনো শুরুই হয়নি এমতাবস্থায় যদি এদেরকে ইস্পাত কঠিন শক্তভাবে প্রতিহত না করা যায় তাহলে সাবেক ছাত্রলীগ ক্যাডার রাস্ট্রপতি যেকোন সময় ক্যু করে বসতে পারেন। আর যদি তাই হয় তাহলে আম্লিগ ছাড়া করো পিঠের চামড়া থাকবেনা। সুতরা সাধু সাবধান।



মন্তব্য ৪৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৩৮

নতুন বলেছেন: খারাপ লাগে যখন দেখি এইসব মানুষের কোন অনুসুচনা নাই। :|

এতো গুলি মানুষের প্রান গেলো সেটা তাদের কাছে ষড়যন্ত্র!!!

শেখ হাসিনা ক্ষমতা চাইতে পারে, নতুন করে আয়ামীলীগ গুছিয়ে জনগনের কাছে আসার প্রতিঙ্গা করে আয়ামীলীগকে বাচাতে পারে। নতুবা জনগন আয়ামীলীগকে কখনোই আগের মতন কাছে নিতে পারবেনা।

২২ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এদের কোন অনুশোচনা নেই, তারা এখনো মনে করছে তারা যা করেছে তাহাই সঠিক ছিল।

২| ২২ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪৫

নতুন বলেছেন: *ক্ষমা

২২ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:২৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওকে

৩| ২২ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:০০

জুল ভার্ন বলেছেন: গণধোলাই খাওয়ার খায়েশ হয়েছে

২২ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি ভাবছি ওরা মিছিল করার সাহস পেলো কোথা থেকে? অন্ততপক্ষে আগামী কয়েক বছর ওদের বের হতে দেওয়া ঠিক হবেনা।

৪| ২২ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:১৮

এভো বলেছেন: নতুন বলেছেন: খারাপ লাগে যখন দেখি এইসব মানুষের কোন অনুসুচনা নাই

কোটা আন্দোলনটাই ছিল অনৈতিক , অযৌক্তিক এবং প্রতারনা । আইনত দেশে যেখানে কোন কোটাই নেই , সেটা বাতিলের আন্দোলন একটা অনৈতিক , অযৌক্তিক , ধোকাবাজি প্রতারনা মূলক আন্দোলন । এমন আন্দোলনকে কেন বিবেচক মানুষ সমর্থন করবে ?
২০১৮ সালে সরকার কোটা বাতিল করে , ২০২৪ এর জুনে হাইকোর্ট সরকারি রুল বাতিল করে, তখন সরার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল করে , এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় স্থগিত করে দেয়। সুতরাং আইনত কোন কোটা নেই দেশে, তাই এই আন্দোলন অনৈতিক, অযৌক্তিক, ধাপ্পাবাজি প্রতারনা জাতীর সাথে ।
একটা কথা - কোন অনৈতিক কাজ যেমন খুন , ধর্ষন, ডাকাতি করতে গিয়ে যদি কেহ মারা যায় , তাহোলে সেই মৃর্তুকে সমবেদনা জানানো যায় । ঠিক তেমনি অনৈতিক , অযৌক্তিক, ধাপ্পাবাজি প্রতারনা মুলক কোটা আন্দোলন করতে গিয়ে কেহ মারা গেল , সেটা কি সমবেদনা পাওয়ার যোগ্য ?
কোন খুনি অনৈতিক কাজ করতে গিয়ে মারা গেলে কি আপনার অনুশোচনা হয় বা সমবেদনা দেন ? তাহোলে অনৈতিক অযৌক্তিক প্রতারনা মূলক কোটাআন্দোলন কারিদের প্রতি আপনার মত মানুষদের এত দরদ কেন ?
যদি অনৈতক প্রতারনা আন্দোলনের প্রতি এত অনুরাগ আপনার , তাহোলে অনৈ্তিক আওয়ামী লীগ সরকারের প্রতি সমান অনুরাগ নেই কেন ?

২২ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি আম্লিগের উচ্ছিষ্ঠভোগী এটা অবলীলায় বলা যায়; তা আপনি কী কী সুবিধাভোগ করেছেন আম্লিগের আমলে? কত টাকা পাচার করেছেন বিদেশে?

৫| ২২ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:২০

আলমগীর সরকার লিটন বলেছেন: ঢাকাতেও নাকি গোলাপি
গোয়া লাল হবে পাপী;
সময় নাই একটুও বাকি!

২২ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রশাসন আগে গোপালী মুক্ত করতে হবে।

৬| ২২ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪২

নতুন বলেছেন: এভো বলেছেন: নতুন বলেছেন: খারাপ লাগে যখন দেখি এইসব মানুষের কোন অনুসুচনা নাই

কোটা আন্দোলনটাই ছিল অনৈতিক , অযৌক্তিক এবং প্রতারনা ।


আপনাদের মতন আয়ামীলীগের কথাই তো বলতেছিলোম। যাদের কাছে মানুষের জীবনের কোন মূল্য নাই। ;)

একটা কথা মনে রাখবেন, মানুষের মৃত্যুতে যার কোন কস্ট না লাগে সে মানুষ না। আয়ামীলীগ।

২২ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ও তো মানুষ না ও আম্লিগ; ওর মুখ দিয়ে শুধু দূর্গন্ধই বের হবে।

৭| ২২ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৬

নতুন বলেছেন: @এভো ভাই। প্লিজ আপনার মতন আয়ামীলীগের সাথে তর্ক করার রুচি নাই।

ঢাবির ছাত্রদের যেই ভাবে পিটিয়েছিলো ছাত্রলীগ সেটা আপনি সমর্থন করেন!
পুলিশ যেই ভাবে মানুষকে পাখির মতন গুলি করেছে সেটা আপনি সমর্থন করেন!
আয়ামী ক্যাডারেরা যেই ভাবে মানুষকে গুলি করেছে সেটা আপনি সমর্থন করেন!

আপনি সাচ্চা আয়ামীলীগার, প্লিজ আমাকে কোন কমেন্ট করবেন না।

মানবিকতা আপনি যেতেহু বুঝতে পারেন নাই। বুঝতে পারবেন ও না।

২২ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার কথা গুলো উলুবনে মুক্ত ছড়ানোর মত; ওর কাছে এসব মূল্যবান কথার কোন মূল্য নেই।

৮| ২২ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৯

অরণি বলেছেন: বিএনপি কি করছিল যে, এদের বের হতে দিল?

২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তারা হয়তো অন্য ধন্ধায় আছে।

৯| ২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০১

অরণি বলেছেন: ওরা যদি গর্ত থেকে বের হয় বিএনপির পিঠের চামড়া থাকবেনা সেটা কী বিএনপি বোঝে?

২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিএনপি কিছু পাতি চাঁদাবাজির যায়গা দখলের ধান্ধায় আছে কিন্তু একবারও ভাবছেনা আম্লিগ বের হলে যায়গা দূরে থাক জান বাঁচবেনা। বিএনপি উচিত হবে এই সব চাঁদাবাজদের ঝেটিয়ে বিদায় করা নচেৎ জনগণ ব্নিপিকে বিদায় করবে।

১০| ২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১১

এভো বলেছেন: নতুন বলেছে - ঢাবির ছাত্রদের যেই ভাবে পিটিয়েছিলো ছাত্রলীগ সেটা আপনি সমর্থন করেন!
পুলিশ যেই ভাবে মানুষকে পাখির মতন গুলি করেছে সেটা আপনি সমর্থন করেন!
আয়ামী ক্যাডারেরা যেই ভাবে মানুষকে গুলি করেছে সেটা আপনি সমর্থন করেন!


আমার মতে ছাত্রলীগ অনৈতিক , পুলিশ অনৈতিক, সরকার অনৈতিক -- একই ভাবে কোটা আন্দোলনকারিরা অনৈতিক । এক দু:বৃত্তকারি আরেক দু:বৃত্ত কারিকে মারছে , এতে কি কারনে সমবেদনা দেখাবো ।
এক ডাকাত দল যদি আরেক ডাকাত দলকে মারধোর করে তখন কি সমবেদনা দেখাবেন ? কোটা আণ্দোলনকারিরা যেমন অনৈতিক প্রতারনা করেছে জাতীর সাথে , সেই সাথে সরকার অনৈতিকভাবে ক্ষমতায় ছিল । এটা দুই ইতরের ভিতরে মারামারি । আমার কাছে উভয় পক্ষই ইতর শ্রেণীর প্রাণী ।

২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগার নতুন উত্তর দিন।

১১| ২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৪

শাহ আজিজ বলেছেন: মাইরের উপ্রে ওষুধ নাই ।

২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ্যাঁ মাইরের উপ্রে ওষুধ নাই।

১২| ২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৪

নতুন বলেছেন: লেখক বলেছেন: ব্লগার নতুন উত্তর দিন।


দলান্ধ মানুষকে বোঝানো যায় না।

পুলিশ পয়েন্ট ব্লাকে গুলি করেছে ভিডিও আছে, একজন আহত মানুষকে টেনে নিয়ে যাচ্ছে তাকে গুলি করছে, অসংখ্য এমন ভিডিও প্রমান করে আয়ামীলীগের মনভাব কি ছিলো।

মানুষকে বোঝানোর চেস্টা করা যায়। কিন্তু আয়ামীলীগকে বোঝানোর কোন দরকার নাই।

২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক কথা আম্লিগকে বোঝানো যাবেনা মানুষ হলে বোঝানো যেত।

১৩| ২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বর্তমান সরকারকে এবিষয়ে সচেতন থাকতে হবে। ধীরে ধীরে এরা বের হতে শুরু করেছে, এখনই প্রতিহত করতে না পারলে ওদের আটকানো যাবেনা।

২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বর্তমান সরকারের কাজের গতিপ্রকৃতি সম্পর্কে কিছুই বোঝা যাচ্ছেনা; তারা কেন যে এদের পাকড়াও করছেনা চিন্তার বিষয়।

১৪| ২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১২

ধুলো মেঘ বলেছেন: ইস! ভাগ্য ভালো আমার সামনে পড়েনাই। পড়লে আমি মামলা ওদের পেছনে ঢুকিয়ে দিতাম। সাহসের তারিফ করতে হয়। আগে বের হত হেলমেট পড়ে, আর এখনবের হয় মাস্ক পড়ে। এই হল ওদের বিচির জোর!

২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি অবাক হচ্ছি ওরা বের হলো কী করে? কেউ দেখনা, কেউ বাধা দিলনা?

১৫| ২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সোনাগাজী হয়তো এই দৃশ্য দেখে খুশি হয়েছে?

২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি আম্লিগের বিরুদ্ধে লিখি এইজন্য সোনাগাজী আমার পোস্টে আসেনা উনি চান না আমি আম্লিগের বিরুদ্ধে লিখি উনি বড্ড বিরক্ত আমার ওপর।

১৬| ২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪৭

মেঠোপথ২৩ বলেছেন: এদের রিমান্ডে নেয়া দরকার। অনেক তথ্য এদের কাছে আছে যা বিচারের সময় কাজে লাগবে।

২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এদের কাছ থেকে ষড়যন্ত্রের তথ্য পাওয়া যাবে।

১৭| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার ধারণা আওয়ামীলীগ এবং শেখ হাসিনার কপালে আরও দুঃখ আছে। ওরা এখন যা করছে তাতে আরও বিপদে পড়বে। সেনাবাহিনী আওয়ামীলীগের পক্ষে কাজ করতে পারবে না। কারণ অধিকাংশ জুনিয়র অফিসার ছাত্রদের পক্ষে। অ্যামেরিকা চাইলেও সেনাবাহিনী করবে না। অ্যামেরিকাও হাসিনাকে আর ক্ষমতায় ফিরাতে চাইবে না। হাসিনার জায়গায় অন্য কাউকে চাইতে পারে।

২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওরা প্রতিবিপ্লবের দিবা স্বপ্ন দেখছে; কেউ কেউ হুমকিও দিচ্ছে প্রতিবিপ্লবের।

১৮| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৩

ইফতেখার ভূইয়া বলেছেন: এদের সাহস আছে বটে, গণধোলাই-এ মৃত্যুর ভয় নাই। ওদের নেত্রী অবশ্য এতটা সাহস দেখাতে পারে নাই। আফসোস!

২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওরা প্রতিবিপ্লবের দিবা স্বপ্ন দেখছে। যদি এরকম না করে তাহলে পরে সুবিধা করতে পারবেনা এই ছবি ওদের কাজে দেবে।

১৯| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:১৫

উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: পাগলা কুত্তাকে সামলাতে হলে শুধু লাঠিই যথেষ্ট নয়, কুকুরের জন্য মুগুর লাগবে।

২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:১৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখন মনে হয় মুগুর ব্যবহারের সময় হয়েছে।

২০| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫২

কামাল১৮ বলেছেন: না বলে উপায় ছিলো না।কেই কি একটা ছবি রেখেছে।দেখেছে এমন সাক্ষী কি আছে।পদত্যাগ পত্র কোন গুরুত্ব বহন করে না।ক্ষমতায় নেই ,এটাই যথেষ্ট।আবার ক্ষমতায় আসলে সব ঠিক হয়ে যাবে।আমেরিকা যা করবে তাই ঠিক।উল্টাপাল্টা বলছে আমেরিকা।ইলেকশনের পর একটা সিধান্ত নিবে।

২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়।

২১| ২৩ শে অক্টোবর, ২০২৪ রাত ১:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এখন মুগুর চাই। যেখানে পাওয়া যাবে সেখানেই পিটায়ে চামড়া তুলে দিতে হবে।

২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন:


ছাত্রলীগের মত হাতুরী পেটা করা যাবেনা। আইনের মাধ্যমে ওদের দৌড়ের ওপর রাখতে হবে।

২২| ২৩ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:১৯

এভো বলেছেন: ব্লগার নতুনের কি মাথায় সমস্যা আছে ?

পুলিশ পয়েন্ট ব্লাকে গুলি করেছে ভিডিও আছে, একজন আহত মানুষকে টেনে নিয়ে যাচ্ছে তাকে গুলি করছে, অসংখ্য এমন ভিডিও প্রমান করে আয়ামীলীগের মনভাব কি ছিলো।

পুলিশ একটা শয়তান চক্র , তারা গুলি করছে -- আরেক শয়তান হারামি কোটা আন্দোলনকারিদের কে। এখানে পক্ষই হারামি । এখানে একজন তৃতীয় ব্যক্তিতো এটাকে দুই কুত্তার কামড়া কামড়ি বলবে ।
কোটা আন্দোলন যদি নৈতিক যুক্তি সংগত হোত -- তাহোলে অবশ্যই তাদের পক্ষে থাকতাম । কোটা আইনত নেই , যা নেই তার জন্য আন্দোলনকে যারা নৈতিক আন্দোলন মনে করে , তাদের মানুসিক চিকিৎসা করা উচিৎ ।

২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার সংগে আপনার ভাবনার যথেষ্ট মিল আছে।

২৩| ২৩ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:৪৬

অস্বাধীন মানুষ বলেছেন: @এভো আপনার কাছে একটা প্রশ্ন আগে পুলিশ বাড়াবাড়ি করছে না ছাত্র ?
এরপর গত ষোল বছর পুলিশ কি জনগনের সাথে শালা দুলাভাই এর সম্পর্কে ছিল বিশেষ করে বিরোধী দলের নেতাকর্মীদের সঙ্গে
যে ধরনের আচারন করেছে।
যেখানে আওয়ামীলীগ নিজেরাই বলেছেন ক্ষমতা থেকে সরে গেলে আওয়ামীলীগ এর পিঠের চামড়া থাকবে না।

২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উনি ওনার মতো করেই চিন্তা করছে।

২৪| ২৩ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:১৮

অপু তানভীর বলেছেন: এতো চিন্তার কিছু নেই।
আওয়ামী সরকার টিকে ছিল একমাত্র পুলিশ আর্মির জোরে । আর্মি যখন তার পেছন থেকে সরে গেল তখন এক মুহুর্তেই ধসে পড়েছে । দেখেছেন তো কিভাবে আওয়ামীলীগ পালিয়েছে । আর পুলিশের যদি লজ্জা থাকে তাহলে এর পরে তারা আর কখনও কোন রাজনৈতিক দলের পুতুলে পরিনত হবে না !
যদি আর্মির ভেতরে ক্যু না হয়, তাহলে আওয়ামীলীগের কোন কিছু করার ক্ষমতা নেই। কেবল এদের প্রতিপক্ষের একটা লিস্ট দেখেন - পুলিশ আর্মি বাদ দিলেও আওয়ামীলীগকে বিএনপি, জামাত, হেফাজত, মোল্লা এবং ছাত্র এদের সবার সাথে একা মোকাবেলা করতে হবে ! সেই শক্তি এদের আছে?

২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পুলিশ আর্মি ছাড়া ওরা ১ ঘন্টাও টিকতে পারবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.