নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুপারনোভা

আহেমদ ইউসুফ

I am a introverts person would like to hide myself.

আহেমদ ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

ই*সরাইল-ফি*লিস্তিন সংঘাত কেন?

০১ লা অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৭

গত অক্টোবর 2023 থেকে ইস*রাইল-ফি*লিস্তিন (হামাস) যুদ্ধের আপডেট খবরাখবর ছেলেদের সাথেও কমবেশি শেয়ার করছি। কে অত্যাচারী আর কে মজলুম এই বোধটা মনে গেথে দেওয়ার দায়িত্ব পিতা হিসেবে এড়িয়ে যেতে পারি না।

✍️ আচ্ছা আব্বু ই*সরাইল-ফি*লিস্তিনের মধ্যে এত যুদ্ধ কেন? ছেলের এই প্রশ্নের জবাবে সংক্ষেপে একটা গল্প বললাম। গল্পটা এখানে শেয়ার করছি।

আমিঃ তোমার একটা আঙ্কেল তার ফ্যামিলিসহ আমাদের বাসায় এসে বলল যে, তারা খুব বিপদগ্রস্থ, তাদের থাকার কোন জায়গা নাই। তখন আমাদের কি করা উচিত?

তাহমিদঃ আমাদের তো তাদের থাকতে দেওয়া উচিত।

আমিঃ এক্সাটলি! মানবিক দিক বিবেচনায় আমাদের উচিত আমাদের বাসার একটা রুম তাদের জন্য ছেড়ে দেওয়া।

তাহমিদঃ তো এই গল্পের সাথে ই*সরাইল-ফি*লিস্তিনের যুদ্ধের কি সম্পর্ক?

আমিঃ সম্পর্ক তো অবশ্যই আছে। গল্পটা আগে শোনো। এখন আমাদের বাসায় আগত বিপদগ্রস্থ ফ্যামিলি একটা রুম দখল করে থাকা শুরু করল। কিছুদিন যেতেই আমরা লক্ষ্য করলাম, সে যেরকম বিপদগ্রস্থতার বিবরণ দিয়েছিলো তার পুরোটাই মিথ্যে। কিছুদিন পরে সে আরও এক ফ্যামিলিকে ডেকে নিয়ে এসে আমাদের বাসার আর একটি রুম দখল করলো। তখন আমাদের কি করা উচিত?

তাহমিদঃ আমাদের বাসার অর্ধেকই তো তারা দখল করে ফেলবে। তাদেরকে বাসা থেকে তাড়িয়ে দেয়া উচিত।

আমিঃ ঠিক বলেছ। তারা তখন আমাদের বাসার অর্ধেক দখল করে নিবে।

আমাদের থাকার রুম কিন্তু ভিতরে। তারা দখল করেছে গেস্ট রুম এবং ড্রয়িং রুম। এখন আমাদের বাইরে বেরুতে গেলেও তাদের রুম অতিক্রম করে বেড়োতে হবে। এটা একটা মুশকিল হয়ে দাড়াবে। কি বলো?

তাহমিদঃ আসলেই, ঠিক বলেছ আব্বু।

আমিঃ এর কিছুদিন পরে তারা জোট করে আরো একটা ফ্যামিলিকে ডাইনিং রুমে থাকতে দিলো, এমনকি আমাদের অনুমতি ছাড়া। আমরা প্রতিবাদ করতে গেলে তারা তিনজন জোটবদ্ধ হয়ে আমাদেরকেই বাসা থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিলো। নিজের বাসায় আমরা নিজেরাই উদ্বাস্তু হয়ে গেলাম। বিষয়টা কেমন হলো?

তাহমিদঃ উপকারীকে বাঘে খেলো আব্বু।

আমিঃ ফি*লিস্তিনের আরবরা এই মানবিকতা দেখাতে গিয়েই নিজ ভুমিতে ভুমিহীন হয়ে পড়েছে। নিজেদের সর্বনাশ ডেকে নিয়ে আসছে।

তাহমিদঃ কি বলছো আব্বু? এটা কিভাবে হলো?

আমিঃ আচ্ছা, বলছি। প্রথম বিশ্বযুদ্ধের পরে 1917 সালে ফি*লিস্তিন এলাকা ব্রিটিশ শাসনের অধীনে আসে। তখন সারা পৃথিবী থেকে ইয়া*হুদীরা দলে দলে ফি*লিস্তিনে আশ্রয়ের উদ্দেশ্যে আসতে থাকে। তারা বিপদগ্রস্থ ও অসহায় বলে ফি*লিস্তিনি আরবরা তাদেরকে আশ্রয় দেয় এবং তারা বসতি স্থাপন করা শুরু করে। তবে তাদের উদ্দেশ্য ছিলো আরবদের ফি*লিস্তিন থেকে উৎখাত করে পুরো ফি*লিস্তিন দখল করা। সে লক্ষ্যে তারা স্থানীয় আরবদের নিকট থেকে উচ্চ মূল্যে জমি কিনে বাড়ি তৈরি করা শুরু করে এবং সারা পৃথিবীর সকল ই*হুদীকে তারা ফি*লিস্তিনে আসার জন্য আহবান জানায়।

তাহমিদঃ গল্পের সাথে মিল আছে। তারপর কি হলো?

আমিঃ এভাবে ই*হুদীরা ফি*লিস্তিনে আসতে আসতে 1947 সালে তারা প্রায় 30% নাগরিক হয়ে যায় এবং ফিলিস্তিনের প্রায় 70% এলাকা দখল করে বসবাস করা শুরু করে। আরবরা বিষয়টা কিছুতেই মানতে পারে না।

তাহমিদঃ না মানারই কথা। যাদেরকে আশ্রয় দিয়েছে তারাই এখন মালিককে বের করে দিতে চায়?

আমিঃ ফি*লিস্তিনের ঘটনাও তাই। ই*হুদীরা 1948 সালে ই*সরাইল নামে স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো ইস*রাইলকে মেনে নিতে নিতে অস্বীকার করে। তারা একযোগে ইস*রাইলকে আক্রমন করে কিন্তু আরব রাষ্ট্রগুলো ইস*রাইলের সাথে যুদ্ধে পরাজিত হয়। এই যুদ্ধে জয়ের পর ই*সরাইল আরো শক্তিশালী হয় এবং ফি*লিস্তিন ভূখন্ডে তাদের দখলদারিত্ব আরো পাকাপোক্ত করে।

তাহমিদঃ ই*সরাইল কিভাবে এতো শক্তিশালী হলো?

আমিঃ ই*হুদিরা জাতিগতভাবে অসম্ভব মেধাবী ও পরিশ্রমী। তারা বিজ্ঞান, সাহিত্য ও ব্যবসা-বাণিজ্যে অত্যন্ত পারদর্শী। পশ্চিমা বিভিন্ন দেশে তারা বিশ্ব মিডিয়া ও আন্তর্জাতিক ব্যবসা নিয়ন্ত্রণ করে। যার ফলে পশ্চিমা অনেক রাষ্ট্রই ই*হুদিদেরকে সমীহ করে চলে এবং ই*সরাইলের সব অন্যায়কে নীরবে সমর্থন দিয়ে যায়।।

✍️ এবার কি বুঝতে পেরেছ চলমান ই*সরাইল -ফি*লিস্তিন দ্বন্দ্বের কারন কি?

তাহমিদঃ জ্বি আব্বু, বুঝতে পেরেছি‌।

বিঃদ্রঃ সত্য কাহিনী অবলম্বনে এই রূপক গল্পটি আমার ক্লাস টু তে পড়ুয়া ছেলেকে বলেছিলাম। জানিনা কতটা বোঝাতে পেরেছি। ইতিহাস আশ্রিত ঘটনা ও সংখ্যাগত তথ্য ইন্টারনেট থেকে সংগৃহীত। তবে লেখার আইডিয়া ও লেখার ভাষা আমার নিজস্ব ও মৌলিক।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০২৪ ভোর ৬:০৫

প্রহররাজা বলেছেন: বাচ্চাদের মিথ্যা গল্প শিখিয়েন না। ১৪ বার আরবদের ইসরাইল আক্রমন আর প্রতিবারেই যুদ্ধে হেরে শাস্তিসরুপ আরবদের জমি হারানোর বললেন না কেনো?

২| ০২ রা অক্টোবর, ২০২৪ ভোর ৬:৪৩

সোনাগাজী বলেছেন:



১৯১৭ সালের পর, ইহুদীরা যখন ফিলিস্তিনে আসে, তাদেরকে কে আশ্রয় দিয়েছিলো? ফিলিস্তিনীরা, নাকি ইংরেজরা?

বইপত্র পড়লে কিছু বুঝেন, নাকি না'বুঝে পড়েন?

৩| ০২ রা অক্টোবর, ২০২৪ ভোর ৬:৪৪

সোনাগাজী বলেছেন:



আপনি যা বুঝেন না, ছেলেকে কিসের ঘোড়ার ডিম বুঝায়েছেন?

৪| ০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ১০:০৭

জ্যাক স্মিথ বলেছেন: ইজরাইলিদের আদি ভূমি জেরুজালেম থেকে একসময় মুসলিমরা তাদের উচ্ছেদ করেছিলো, পরবর্তীতে ইংরেজদের সহয়তায় তারা তাদের পিতৃভূমিতে ফিরে আসে। মুসা নাবীর অনুসারীদের উৎপত্তি হয়েছিলো মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ থেকে নয়, তাই মুসা নাবীর অনুসারী ইহুদিরের মধ্যপ্রাচ্চ্যে থেকে কারা উচ্ছেদ করে ইউরোপে পাঠিয়েছিলো সে বিষয় ছেলেকে একটু শিক্ষা দেন, বাচ্চা বয়সে ছেলের মাথায় বিষ ঢুকাবেন না।

৫| ০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ১০:০৮

জ্যাক স্মিথ বলেছেন: মুসলিমরা যে এক সময় মধ্যপ্রাচ্যে যে ইহুদি নিধন চালিয়ে, তাদের ভিটেমাটি, বসতবাড়ি থেকে উচ্ছেদ করেছিলো যে বিষয়ে ছেলেকে একটু শিক্ষা দেন।

৬| ০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ১০:৩৩

মেঘনা বলেছেন: এই যেমন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বা পাহাড়িদের তাদের জন্মভূমি থেকে বাংলাদেশী মুসলমানেরা ভয় দেখাইয়ে বিতাড়িত করছে -সে রকম মুসলমান অববরাও একসময় ইহুদিদের তাদের পিতৃভূমি থেকে বিতাড়িত করেছিল। ---গল্পের শুরু টা এভাবে করলে সত্য বলা হতো।

৭| ০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ১০:৪৩

জ্যাক স্মিথ বলেছেন: @সোনাগাজী- - মুসলিমরা ইহুদিদের ইতিহাস জানে শুধু ১৯১৭ সাল থেকে এর আগের ইতিহাস তারা জানে না, অথচ মুসা নাবীর অনুসারী ইহুদিদের ইতিহাস ২ হাজার বছরেরও বেশি পুরোনো।

উইকির উদৃতি: হযরত মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের নাম ছিল বনী ইসরাঈল। বলা হয় তার মোজেজাসমূহ বিগত অন্যান্য নবী-রসূলগণের তুলনায় সংখ্যায় বেশি, প্রকাশের বলিষ্ঠতার দিক দিয়েও ছিল অধিক।

আমি শুধু আল্লাহর কাছে একটাই দুয়া করি- হায় আল্লাহ অজ্ঞতা থেকে তুমি মুসলিম জনগোষ্ঠীকে রাক্ষা করে।

৮| ০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ১০:৪৪

জ্যাক স্মিথ বলেছেন: *রক্ষা করো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.