নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুপারনোভা

আহেমদ ইউসুফ

I am a introverts person would like to hide myself.

আহেমদ ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

## শৈশবের ঈদস্মৃতি ##

২১ শে জুন, ২০১৮ রাত ১২:৪৯



★★★ সময় কিভাবে বদলে দেয় আমাদের! ছোটবেলার সেই জমকালো ঈদ বড়বেলায় এসে কেমন পানসে হয়ে যায়। দায়িত্ব ও কর্তব্যের ঘেরাটোপ আর বয়সের ব্যবধান ছোটবেলার কোন কিছুকেই আর আগের মতো রাখে না, কি আজব ব্যাপার!

★★★ ছোটবেলায় ঈদের দিনে বন্ধুরা একসাথে নামায শেষে পাড়ার সব বাড়ি বাড়ি গিয়ে ফিরনি সেমাই খেতাম। ছোটবেলায় দাওয়াতের কোন বাছ বিচার ছিলো না। বাল্যবন্ধু আরিফ আর ইব্রাহিমদের বাড়িতে শবে বরাত আর ঈদের দিনে প্রায়শই বেড়ানো হতো। একসাথে জম্পেস আড্ডা ও ঘোরাঘুরি হতো। সেই দিনগুলো অনেক মিস করি।

★★★ মামাবাড়ি নিয়ে আমার বরাবরই একটা ক্ষোভ ছিলো, ধ্যাৎ মামাবাড়ি টা এত্ত কাছে ক্যান? আমার খালাতো ভাইরা মামাবাড়ি এসে দিনের পর দিন বেড়ালেও আমরা কোনমতে একরাত পার করলেই বাঁচতাম। বাড়ির এত কাছে বেড়ানো যায়? নিজের বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দুরে ক্যান যে আব্বা বিয়ে করতে গেলো?

★★★ আমাদের বাড়িতে ঈদের সালামী প্রচলনের অগ্রদূত আমাদের আকবর মিয়াভাই (আকবর দ্যা গ্রেট)। আমার ছেলেবেলার সব ঈদেই মিয়া ভাইয়ের কাছ থেকে সালামী হিসেবে কচকচে নতুন টাকার নোট পেতাম। বাড়ির কাছে মামাবাড়ি থাকার সুবাদে মামাদের কাছ থেকেও যথেষ্ট সালামী পেতাম। এছাড়াও আপা ও দুলাভাইদের কাছ থেকেও ঈদের সালামী পেতাম।

হায়রে শৈশবের ঈদ!!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৮ রাত ১২:৫৮

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: হারিয়ে যাওয়া সে শৈশব আজ ছোটদের মাঝে খুজে পাই।
ব্লগটি ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

২৩ শে জুন, ২০১৮ রাত ১২:৪৫

আহেমদ ইউসুফ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২| ২১ শে জুন, ২০১৮ সকাল ৯:০৫

লাবণ্য ২ বলেছেন: সুন্দর স্মৃতিচারণ!

২৩ শে জুন, ২০১৮ রাত ১২:৪৫

আহেমদ ইউসুফ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৩| ২১ শে জুন, ২০১৮ সকাল ১০:২৩

রাজীব নুর বলেছেন: শৈশব ইচ্ছা করলে ধরে রাখা যায়।
আপনিই আকবর মিয়া ভাই হয়ে যান।

২৩ শে জুন, ২০১৮ রাত ১২:৪৫

আহেমদ ইউসুফ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। এখনকার ঈদের দিনে আমার ব্যাগেও দুই একটা নতুন টাকার বান্ডিল থাকে। তবে এখনকার পিচ্চিরা আমাদের মতো আনন্দ পায় কি না কে জানে?

৪| ২১ শে জুন, ২০১৮ সকাল ১০:৩৭

সুমন কর বলেছেন: হুম, আবার যদি সেই সময়গুলো ফিরে পাওয়া যেত.....

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৪

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: হারিয়ে যাওয়া স্মৃতিগুলোর কথা মনে পরে গেলো।

৭| ২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৯

ফেনা বলেছেন: পুরাতন ডায়েরীর ছিড়াঁ পাতা।
শুধু নিরবে থা বলে স্মৃতিরা।
এইত ভাললাগার জীবন
এইত ভালবাসার সংসার।
-- ফেনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.