নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুপারনোভা

আহেমদ ইউসুফ

I am a introverts person would like to hide myself.

আহেমদ ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

--- সৌদি আরবের সাথে একই দিনে রোজা রাখা ও ঈদ পালনের যুক্তির অসারতা ---

২৮ শে মে, ২০১৮ রাত ৯:১৮


***বেশ কিছুদিন যাবত নতুন কিছু লিখছি না। কিছুটা ব্যস্ততা আর বাকিটা আলসেমিও, লেখার নতুন আইডিয়া এলেও মন বলছে আজ না হয় থাক, কালই লিখব। উপরন্তু মাহে রমজান এসে গেল। রহমাত, মাগফেরাত ও নাযাতের মাস মাহে রমজান। সাথে সাথে শুরু হয়ে গেল বিতর্ক। কিছু জ্ঞানপাপীদের কমন ডায়লগ এই যে, একবিংশ শতাব্দীর ডিজিটাল যুগেও কেন আমরা মুসলিম উম্মাহ রোজা রাখা ও ঈদ পালনে ঐক্যমতে পৌছতে পারলাম না।

*** অর্থাৎ সমগ্র বিশ্বে একই দিনে রোজা শুরু ও ঈদ কেন হচ্ছে না? সারা পৃথিবীতে সময়ের ভিন্নতার জন্য আমরা ভিন্ন ভিন্ন সময়ে আমাদের দৈনন্দিন কাজগুলো করে থাকি। বাংলাদেশের কেউ কি সৌদি আরবের সাথে একই সময়ে ফজরের নামায আদায় করতে চান? কিংবা পাশ্চাত্য দেশ যুক্তরাজ্য অথবা দূর প্রাচ্য অস্ট্রেলিয়ার সাথে? এটা সম্ভব নয়, কারন ইসলামের রুকনগুলো আবহাওয়ার (সূর্য ও চাঁদ) সাথে সামঞ্জস্য রেখেই তৈরি করা।

*** ইসলাম ধর্মে চন্দ্রমাস হিসাব করে দিন গণনা করা হয় ও সুর্য কে ধরে সময় গণনা করা হয়। তাই রমজান মাস সূর্য্যের অবস্থানের ভিন্নতার কারনে বছরের হিসাবে পরিবর্তীত হয়ে কখনো শীতকালে কখনো গরম কিংবা বর্ষাকালে হয়। যেহেতু আরবি মাস চাঁদ দেখে গণনা করা হয় তাই রমজান মাস যেখানে যখন চাঁদ দেখা যায় তখন থেকেই শুরু করতে হয়। তেমনি নামাজ সুর্যকে অনুসরণ করে পালন করতে হয়। যখন যেখানে সুর্য যে অবস্থানে থাকবে সেই অবস্থানকে অনুসরণ করে নামাজ আদায় করতে হয়! যেখানে ভৌগোলিক অবস্থানের ভিন্নতার কারনে আমাদের দৈহিক আকার আকৃতি থেকে শুরু করে সামাজিকতা এবং চিন্তা-দর্শনেও ভিন্নতা রয়েছে। সেখানে সুতরাং শুধুমাত্র রোজা শুরু আর ঈদের ঐক্যমতের দাবী করা নিতান্তই মূর্খতা ও ঘাউরামী ছাড়া আর কিছু নয়।

---#একান্তই নিজস্ব মতামত।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


যা লিখেছেন, তা বেশ পুরানো কথা।

২৮ শে মে, ২০১৮ রাত ১০:৫১

আহেমদ ইউসুফ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। পুরাতন বোতলে নতুন মদ অার কি!

২| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:৩৮

কাইকর বলেছেন: ভাল লিখেছেন

২৮ শে মে, ২০১৮ রাত ১০:৫১

আহেমদ ইউসুফ বলেছেন: ধন্যবাদ অাপনাকে।

৩| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:৪০

শামচুল হক বলেছেন: আপনার কথায় বাস্তবতা আছে

২৮ শে মে, ২০১৮ রাত ১০:৫৮

আহেমদ ইউসুফ বলেছেন: শুধু বাস্তবতা অাছে? যুক্তি নেই? এখন না হয় উন্নত টেলি যোগাযোগ ব্যবস্থার কারনে মানুষ জানতে পারছে পৃথিবীর কোথায় কী হচ্ছে? কিন্তু ৫০-৬০ বছর আগে কি সেটা সম্ভব ছিলো? ইসলাম ধর্ম কোন বিশেষ সময় ও বিশেষ জাতির জন্য সংরক্ষিত নয়। বরং ইসলাম এসেছে সর্ব যুগের সকল মানুষের জন্য।

ধন্যবাদ অাপনাকে।

৪| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:৪৫

শিখণ্ডী বলেছেন: আপনি যত যুক্তিই দেখান ওরা সৌদির সাথে তাল মিলিয়েই ঈদ, রোজা করবে। তারাও করুক তাদের মত, আমরা আমাদের মত।

২৮ শে মে, ২০১৮ রাত ১০:৫০

আহেমদ ইউসুফ বলেছেন: হুম, সেটাই। যারা যুক্তিহীন বিষয় নিয়ে বাড়াবাড়ি করতে চায় তাদের সঙ্গ পরিত্যাজ্য। অাপনাকে ধন্যবাদ।

৫| ২৯ শে মে, ২০১৮ রাত ১২:৪৯

লোনার বলেছেন: সত্যাসত্য জানতে চাইলে ইনশা'আল্লাহ্ দেখুন:

view this link

view this link

view this link

view this link

৬| ২৯ শে মে, ২০১৮ সকাল ১০:০১

রাজীব নুর বলেছেন: আমরা সৌদিয়ান না। আমরা বাঙ্গালী। ঈদের থেকে আমাদের মর্যাদা অনেক বেশি।

৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৩০

আহেমদ ইউসুফ বলেছেন: অাপনার কথার মাথামুন্ডু কিছুই বুঝলাম না। কি কইতে গিয়া যে কি কইয়া ফালাইছেন!

"আমরা সৌদিয়ান না। আমরা বাঙ্গালী। ঈদের থেকে আমাদের মর্যাদা অনেক বেশি"। এই কথার তাৎপর্য ব্যাখ্যা করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.