নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“
*** অভিবাসন প্রত্যাশী সিরিয়ার আয়লান কুর্দির বালুচরে মুখ থুবরে পড়া মৃতদেহ নিয়ে একসময় বেশ সরগরম হয়েছিল মিডিয়া। ফেসবুক, টুইটারে কিবোর্ডে তোলা ঝড় কিছুদিন যেতেই ক্রমশ স্তিমিত হয়ে যায়। আবারও মায়ানমার সীমান্তে 'জাতিগত নিধনের' শিকার রোহিঙ্গাদের প্রতীক হয়ে উঠছেন 10 মাস বয়সী তোহাইত। অভিমানী বালকের ন্যায় কাদা মাটিতে মুখ থুবরে পড়া নিহত শিশুটিকে বলা হচ্ছে 'আয়লান রোহিঙ্গা'।
*** আমরা ম্যাঙ্গো পিপল (আম জনতা) এই দুই চারটা ফেসবুক স্ট্যাটাস, ব্লগ পোষ্ট আর শেয়ারের মাধ্যমেই হয়তো কিছুটা দায় এড়াতে চাইছি। কিন্তু মায়ানমারের সাম্প্রদায়িক সরকারের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার ক্ষমতা যাদের আছে তারা কি দায় এড়াতে পারবেন?
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৮
পুকু বলেছেন: Basically we are still now in colonial hang over, we give importance to western media, jaha BBC bolibe tahai sotto, baki mittha!!!