নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*** বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল, মুসলিম রেনেসার কবি ফররুখ আহমদের 42তম মৃত্যুবার্ষিকী ছিল গত 19 অক্টোবর। বাংলা সাহিত্যের ইতিহাসে তার অবদান অবিস্মরনীয়। জাতির ক্রান্তিলগ্নে, হতাশা ও ব্যর্থতার গ্লানি মুছে ঘুরে দাড়ানোর বার্তা ছিল তার কবিতায়। তিনি ছিলেন মূলত নিপীড়িত মানুষের কবি। সাম্য ও মানবতার জয়গান ছিল তার রচনায়। তার অমর সৃষ্টি সাত সাগরের মাঝি’ কাব্যগন্থের অন্তর্গত পাঞ্জেরী কবিতাটি হয়তো অনেকেই পড়ে থাকবেন.....
--পাঞ্জেরী--
ফররুখ আহমদ
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
এখনো তোমার আসমান ভরা মেঘে?
সেতারা, হেলাল এখনো ওঠেনি জেগে?
তুমি মাস্তলে, আমি দাঁড় টানি ভুলে;
অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি।
রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
............................................
...........................................
*** কবির অন্যান্য রচনাগুলো হলঃ
১। সাত সাগরের মাঝি, ২। সিরাজাম মুনীরা, ৩। নৌফেল ও হাতেম, ৪। মুহূর্তের কবিতা, ৫। ধোলাই কাব্য, ৬। হাতেম তায়ী, ৭। নতুন লেখা, ৮। কাফেলা, ৯। হাবিদা মরুর কাহিনী, ১০। সিন্দাবাদ, ১১। দিলরুবা
*** কবি ফররুখ আহমদ এর সংক্ষিপ্ত জীবনীঃ
(১৯১৮ – ১৯৭৪): কবি। জম্নস্থানঃ মাগুরা জেলা। ১৯৩৯ সালে কলকাতার রিপন কলেজ থেকে আই.এ. পাশ করেন। স্কটিশ কলেজে বি.এ.’তে ভর্তি হইলেও পড়াশোনা শেষ করতে পারেন নি। পেশাগত জীবনের শুরুতে কয়েকটা সরকারি এবং বেসরকারি চাকরি করলেও ১৯৪৮ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত ঢাকা বেতারেই কাজ করেছেন। কাব্য প্রতিভার স্বীকৃতিস্বরুপ ১৯৬০ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৭৭ সালে একুশে পদক ও ১৯৮০ সালে স্বাধীনতা পদক লাভ করেন।
২| ২১ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর পোষ্ট
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫০
চাঁদগাজী বলেছেন:
"*** বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল, মুসলিম রেনেসার কবি ফররুখ আহমদের 42তম মৃত্যুবার্ষিকী ছিল গত 19 অক্টোবর। "
-রেনেসাঁ চলছে, শেষ হচ্ছে, কোথায় আমরা?