নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*** ঈদ আসলে আমরা হরহামেশাই একে অপরকে বলি ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা ইত্যাদি কিছু পোষাকী শব্দ। কিন্তু আমরা কি কখনো খেয়াল করেছি এর এইসব বহুল প্রচলিত শব্দের তাৎপর্য!
আচ্ছা, ঈদের শুভেচ্ছা কি? প্রশ্নটা ছিল সমমনা এক বড় ভাইয়ের।
আমি: একটা জটিল প্রশ্ন। বায়বীয় কিছু একটা ব্যাপার হবে হয়তো। তবে আমার মতে, ঈদ ভালভাবে কাটুক এমন শুভকামনা অন্তরে পোষন করা এবং বন্ধু বা অাত্মীয়দের জানানো।
বড় ভাইঃ ব্যাপারটাকে অতীত সম্পর্কের সাথে যুক্ত তাই না?
আমিঃ হুম। পূর্ব সম্পর্ক তো থাকতেই হয়। নয়তো শুভেচ্ছা বার্তার কোন অর্থই থাকেনা। প্রদানকারী বা গ্রহণকারী কারো নিকটেই এর গ্রহণযোগ্যতা থাকে না।
বড় ভাইঃ পাশাপাশি অন্তরের একটা চাওয়া কি জড়িত নয়?
আমিঃ অন্তরের চাওয়া থাকলেও আমরা আসলে এতটা গভীরভাবে কাউকে শুভেচ্ছা জানাই না। গভীরে যাই না। এই যেমন ধরুন সালাম দেওয়ার ক্ষেত্রে । হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান বা অন্য ধর্মাবলম্বীদেরও আমরা গণহারে সালাম দেই।
বড় ভাইঃ আমার সমস্যা এখানেই। হাতে গোনা কয়েকটি greetings বাদে বাকি গুলো মেকি মনে হয়।
আমিঃ কিংবা মুসলমানদেরও আমরা সালাম দেই। হঠাৎ সামনে পড়ে গেলে, বিপদে পড়ে কিংবা চক্ষুলজ্জার খাতিরে। কিন্তু সালামের প্রকৃত অর্থ আমাদের মনে উদয় হয় না বা যাকে সালাম দিচ্ছি তার উপর শান্তি বর্ষণের কোন ইচ্ছা তৎক্ষনাৎ আমাদের থাকে কি থাকে না, সেটা স্পষ্ট নয়।
বড় ভাইঃ ঠিক এটাই বলতে চাচ্ছি।
আমিঃ বর্তমানে জগতের সবকিছুই আসলে মেকি/ফেক কিংবা আবছায়া ধরনের। সবকিছুই কেমন মোড়কজাত পন্যের মত। বাইরে চাকচিক্য আর ভিতরে কেবলই ফক্কিকার।
বিঃদ্রঃ কথোপকথনের উদ্ধৃতাংশ (ঈষৎ সংশোধিত ও পরিমার্জিত)।
©somewhere in net ltd.