নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
★★★ ইতিহাস ঘাটলেই দেখি ফ্রান্স, ইতালী নাকি ছিল সভ্যতার সূতিকাগার! ফরাসী সভ্যতা নাকি ছিল জগদ্বিখ্যাত! কিন্তু সভ্য ও সেকুলার ফ্রান্সের তিনটি শহরে বুরকিনি নিষিদ্ধ করার সিদ্ধান্ত আদৌ কোন সভ্য জাতির কাজ নয় বলে মনে করি।
★★★ বুরকিনি এক ধরনের নারীদের সাতারের পোষাক যাতে মুখমন্ডল ও হাতের কব্জি বাদে নারীর আপাদমস্তক ঢাকা থাকে। মুখ ঢেকে বা পুরো শরীর ঢেকে সৈকতে যাওয়ায় সামাজিক সম্পর্কের আদর্শ নাকি রক্ষা করে না বলেছেন ফ্রান্সের নিস শহরের ডেপুটি মেয়র। কারন বুরকিরি নয় বিকিনিকে ওনাদের পছন্দ কি না? প্রধানমন্ত্রী ভালস বলেছেন, ফ্রান্স ও প্রজাতন্ত্রের মূল্যবোধের সঙ্গে মানায় না বুরকিনিকে।
★★★ এই সব উজবুকদের কে বোঝাবে, পছন্দসই পোষাক পড়ার অধিকারও ব্যক্তিস্বাধীনতার অংশ। কোন নারী যদি বুরকিনি পড়তে চায় তুমি (উজবুক) মেয়র বাধা দেওয়ার কে? এটা কোন ধরনের সভ্যতা? ফরাসী সভ্যতার এই দেওলিয়াত্ব দেখাই বাকি ছিল বোধহয়।
বিঃদ্রঃ বুরকিনি সঠিক ইসলামী পোষাক কিনা এ নিয়ে মতবিরোধ থাকতে পারে। তবে সেটা নারীদের অন্যান্য সাতারের পোষাকের চাইতে যে উত্তম সেটা বলাই বাহুল্য।
©somewhere in net ltd.