নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*** ডায়রী লেখা আমার পুরনো অভ্যাস। অভ্যাস বললে আসলে ভুল বলা হবে। মূলত ডায়রী লেখাটা অভ্যাসে পরিনত করতে পারিনি কখনো। এ পর্যন্ত কয়েকবার ডায়রী লেখা শুরু করেছিলাম। কিছুদিন যেতেই হঠাৎ করে ছন্দপতন ঘটত, তীব্র আলসেমীতে পেয়ে বসত আমায়। অনেকেরই অনেক রকমের অভ্যাস থাকে। অনেকেই বলেন, মানুষ অভ্যাসের দাস!! আমার তো মনে হয় আমিই বোধহয় কোন অভ্যাসের দাস হতে পারলাম না।
** জীবনে অনেক কিছুই শুরু করেছিলাম, শেষ পর্যন্ত আর কন্টিনিউ করা হয়ে ওঠেনি। গল্প কবিতা লেখা থেকে শুরু করে মার্শাল আর্ট, ইয়োগা প্রাকটিস, গনিত ও বিজ্ঞান চর্চা, ইংরেজি, ফ্রেঞ্চ , হিন্দী (লিখতে ও পড়তে পারি) ও আরবী ভাষায় কথা বলার প্রাকটিসসহ অনেক কিছুই বিপুল উৎসাহ নিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারিনি।
* অনেকের মতো আমিও বিশ্বাস করি কোন কিছুতে লেগে থাকলেই নিশ্চিত সাফল্যের দ্বারে পৌছানো সম্ভব। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধা লোকের যে বড় অভাব!!!!
বিঃদ্রঃ ইসলামী ব্যাংক এর পক্ষ থেকে ডায়রী গিফট পেয়ে আবারও ডায়রী লেখা শুরু করলাম।
©somewhere in net ltd.