নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
***ফেসবুকের স্ট্যাটাস গুলো ক্রমেই তাৎপর্য হারাচ্ছে, হারাচ্ছে গাম্ভীর্য। সবকিছু কেমন ছ্যাবলামো আর আবালের প্রলাপ হয়ে ঠেকছে ক্রমশ। তাই বেশি কিছু লেখার ভরসা পাচ্ছি না। ফেসবুক যদিও দার্শনিকের বৈঠকখানা নয় কিংবা সাহিত্যের আড্ডাখানা। তাই বলে সবকিছুতে এমন হাসির যোগান দেওয়া কিংবা মুর্খতার পরিচয় দেওয়া বোকামী বইকি!! ইস্যু একটা পাইলেই হইল। আর যায় কোথায় স্ট্যাটাস প্রসবকারীদের হাজারো বাহারী স্ট্যাটাসে ফেসবুক সয়লাভ হয়ে যায়। মূর্খের দল ভুমিকম্প নিয়েও রসিকতা করছে! কি আজব দেশ রে বাবা!
** আর আছে সেলফি পোষ্ট করার বাতিক। আমি নিজে কখনো সেলফি পোষ্ট করিনি (পেশাদার ফটোগ্রাফারের ক্লিকেই যা লুক, তাতে আবার সেলফি!)। তাই সে পথে ভুলেও হাটছি না। সেলফিতে চেহারার রিয়েল লুকটা যে আসে না এবং তা যে অনেকের কাছে বিদঘুটে ও বিরক্তির কারন হয়ে দাড়াতে পারে এ অকাল কুষ্মান্ডদের তা কে বোঝাবে? আবার কেউ কেউ আছেন ছবি একটা পোষ্ট করে দিলেন কিন্তু ক্যাপশন দিলেন না। বন্ধুরা তাহলে বুজবে কি করে আপনি কি মুন্ডুপাত করেছেন!! আমার তো মনে হয়, বছর খানেক পরে আপনি নিজেই ভুলে যাবেন কে কার খালু!!
* যাই হোক আর বিশেষ কিছু বলতে চাই না। শুধু এটুকুই বলি, শুভ বুদ্ধির উদয় হোক অন্তর ও বাহিরে, সমাজ ও সংসারে ।
১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৯
আহেমদ ইউসুফ বলেছেন: শুভ বুদ্ধির উদয় হোক।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭
কল্লোল পথিক বলেছেন: জনাব ফেসবুকে শিল্প সাহিত্য খুজলে তা হবে বোকামীর নমান্তর।
শুভ বুদ্ধর উদয় হোক সকলের।
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪০
আহেমদ ইউসুফ বলেছেন: ফেসবুকে শিল্প সাহিত্য পাওয়া যাবে যদিও সত্য। তবু ফেসবুক যে একেবারেই হেলাফেলার বিষয় নয়, সেটা সকলের বোঝা উচিত। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫
রাইসুল ইসলাম রাণা বলেছেন: ফেসবুকে দিন দিন আবালে পরিপূর্ণ হচ্ছে। শুভ বুদ্ধি উদয় হোক।