নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুক্ষ শীতের পাতা ঝরা দিনে
কোন এক গোধূলী লগনে, সূর্য যখন পাটে।
একাকী বসে, আমি এক ভবঘুরে
শান্ত সরোবরের টলমলে জলে।
তোমায় দেখি, তোমার চোখ
ভেসে আসে কাক-চক্ষু জলে
আমি বসি কংক্রিট আসনে উদাস, আনমনা হয়ে
তোমার স্মৃতি রোমন্থনে।
তোমায় ভাবি, অন্তর্চক্ষে দেখি
জলকেলিতে মত্ত, উচ্ছ্বল প্রানবন্ত একঝাক
শুভ্র রাজহংসীর দলে।
কখনো বা তোমায় দেখি
দিগন্ত ছাড়িয়ে ভেসে চলা বলাকার ভিরে।
তোমায় দেখি, তোমার আয়ত শরীর
ভেসে আসে মানসপটে, এক স্বপ্নীল আবহে।
আমি মন্ত্রমুগ্ধ তোমায় দেখে
তোমার স্মৃতি রোমন্থনে।
এক অদ্ভুত ভালোলাগা আমায় ঘিরে থাকে
শান্ত সরোবরের কাক-চক্ষু জলে
উন্মনা আমি তোমায় দেখে।
প্রায়ই বসে থাকি তোমারি পথ চেয়ে
অশরীরি এক হিমেল পরশে।
যদি ফিরে আস কভু এই পথ ধরে
কোন এক শীতের সন্ধ্যায়, গোধুলী লগনে
ফের ভালোবেসে।
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৫
আহেমদ ইউসুফ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২১
কল্লোল পথিক বলেছেন: ভাল লেগেছে