নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
★★★ রসায়নে পড়েছিলাম সকল ক্ষারই ক্ষারক নয় কিন্তু সকল ক্ষারকই ক্ষার (কথাটা উল্টোও হতে পারে, ক্লিয়ার মনে পড়ছে না) তেমনি ব্লগারদের ক্ষেত্রেও বলা যায়, সকল
ব্লগারই নাস্তিক নয়, কিন্তু সকল নাস্তিকই
ব্লগার। যারা অনলাইন মাধ্যম তথা ব্লগে
লেখালেখি করেন তারাই ব্লগার। ব্লগার
বা লেখক আস্তিক, আলেম, ধর্মপরায়ন,
ধর্মানুরাগী, ধর্ম বিদ্ধেষী হতে পারে।
আমিও যেহেতু ব্লগে লিখি সেহেতু
আমিও ব্লগার। আমার ফেসবুক আইডির বয়স প্রায় নয় বছর, প্রায় সাড়ে তিন বছর ধরে সামহোয়ারইনব্লগ, প্রজন্ম ব্লগ, আপনভুবন, বদলে যাও বদলে দাও (২০১৩ সালে বাদ দিয়েছি) ও গল্পকবিতা.কমে লিখতাম। আমাকে কোন ক্যাটাগরীর ব্লগারের তালিকায় রাখা হবে সেটা নির্ভর করবে আমার লেখার ধরন, আমার দৃষ্টিভঙ্গী ও ব্যক্তিজীবনের উপর।
★★ নাস্তিকতাবাদ বলে আলাদা কোন
বিশ্বাস থাকতে পারে বলে আমি মনে
করি না। যারা নিজেকে নাস্তিক বলে
দাবী করেন তারা আসলে মিথ্যাচার
করেন। অল্পতে খ্যাতি লাভ, বৈদেশিক
আনুকুল্য আর নিজের ও সমাজের প্রতি
তীব্র হতাশার কারনেই আস্তিকদের
নাস্তিকতার বুলি আওড়ানো।
নাস্তিকতাবাদ ছড়ানোর মধ্যেই সীমাবদ্ধ
থাকলেও সমস্যা ছিল না। কিন্তু সমস্যা
হলো অন্য ধর্ম সম্পর্কে অহেতুক কুৎসা রটনা
ও হিংসার বিষবাষ্প ছড়ানো। মানুষের
ধর্মীয় বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলা ও
ধর্মীয় বিশ্বাসকে খাটো করে অশালীন
ভাষায় কুরুচিপূর্ন বক্তব্য প্রচার করা সভ্য
সমাজে এক মারাত্মক বিশৃঙ্খল পরিবেশ
সৃষ্টি করতে পারে। যদিও চরমপন্থা সবসময়ই
ভালো পথ নয়। মহান আল্লাহ আমাদের
হেদায়েত নসীবন করুন। আমিন.....।
আহমাদ ইউসুফ
১৩ আগস্ট ২০১৫, পিরোজপুর সদর থেকে।
১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৮
আহেমদ ইউসুফ বলেছেন: ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেয়ার
জন্য।
২| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৮
প্রামানিক বলেছেন: সুন্দর কথা বলেছেন। ধন্যবাদ
১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫০
আহেমদ ইউসুফ বলেছেন: আমার লেখা পড়ার জন্য ধন্যবাদ।
৩| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৪
আহেমদ ইউসুফ বলেছেন: ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেয়ার জন্য।
৪| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৫
আহেমদ ইউসুফ বলেছেন: আমার লেখা পড়ার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১৩
হানিফঢাকা বলেছেন: সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারকই ক্ষার নয়