নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুপারনোভা

আহেমদ ইউসুফ

I am a introverts person would like to hide myself.

আহেমদ ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

"তোমার জন্য বাবা”

২১ শে জুন, ২০১৫ রাত ১০:২৪

"তোমার জন্য বাবা”
আহমাদ ইউসুফ

তোমার জন্য এ প্রার্থনা বাবা
শ্রদ্ধার্ঘ নিবেদন।
শুধু তোমার স্মরনে বাবা
আমার শ্রদ্ধায়েষূ বাবা।
আজি বহুদুর হতে তোমায় মনে পড়ে
অম্লান তুমি! তোমার কীর্তি
আজও চিরভাস্বর আমার মানসপটে।
কায়মোনাবাক্যে মাগফেরাত কামনায়
বাবা আজও তোমায় মনে করি।
অধীর আগ্রহে, কি গভীর কৌতুহলে
বার বার জিজ্ঞাসি
কেমন আছ বাবা? শরীর ভালো কিনা?
তুমি বল। ভালই আছি। কেমন আছিস তোরা?
আজ বড় মনে পড়ে, বাবা
সেইসব দিন, স্মৃতি বিজড়িত সময়।
তোমার হাত ধরে স্কুলে-মসজিদে
নিয়ে যেতে আমায়।
কি গভীর কৌতুহল আমার
প্রশ্নবানে জর্জরিত তুমি
তবুও অম্লান বদনে, প্রানপনে
ব্যতিব্যস্ত আমার প্রশ্নের জবাব দানে।
মনে কি পড়ে বাবা?
চৈত্রের কাঠফাটা রোদে কিংবা
শীতের কনকনে হিমেল পরশে
তোমার ছায়াসঙ্গী হয়ে।
কত দুর ঘুরেছি গঞ্জ থেকে শহরে।
বাবা তোমায় মনে পড়ে আজও
মাঝরাতে ঘুম ভেঙ্গে গেলে
হাপিত্যেস করি, তুমি ভালো আছ কিনা এই ভেবে।
বাবা তোমায় খুব মনে পড়ে।
গোধূলী লগনে যখন ঘোর সন্ধ্যা নামে
এখনই হয়তো ফিরবে তুমি ঘর্মকান্ত শরীরে
নতুন এক গল্পের ডালি সাজিয়ে।
বাবা! ও বাবা ! তোমায় খুব মনে পড়ে।
সুবহে সাদিকের কালে
মুয়াজ্জিনের সুরেলা কন্ঠ যখন বাতাসে ভাসে।
খোকা ওঠ বলে মসজিদে ডেকে নিতে
আজ আর কেউ ডাকে না বাবা
কেউ আর পরম আদরে মাথায় হাত রাখে না।
বাবা তোমার মত কেউ আর হয় না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৫ রাত ১০:৪৩

আহেমদ ইউসুফ বলেছেন: জন্মদাতা, জনক, পিতা কিংবা বাবা যে নামেই ডাকা হোক না কেন, সন্তানের জন্য পিতা এক গুরুত্বপূর্ণ চরিত্র। সন্তানের মাথার উপর বটবৃক্ষের মত ছায়া হয়ে থাকেন বাবা। বাবাকে সন্মান করা, বাবার দেখাশোনা করা প্রত্যেক সন্তানের অবশ্য কর্তব্য। বাবাকে ভালবাসা ও বাবার প্রতি শ্রদ্ধা প্রদর্শন কোন দিবস কেন্দ্রিক হোক এ প্রত্যাশা করি না। বাবা আমাদের কাছে দূর আকাশের কোন ধ্রুবতারা নয়, যে বাবাকে স্মরণ কিংবা বাবাকে শ্রদ্ধা নিবেদনের জন্য নির্দিষ্ট দিবসের অপেক্ষা করতে হবে। বাবা আমাদের জীবনেরই এক অবিচ্ছেদ্য অংশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.