নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রভূর তরে
আহমাদ ইউসুফ
আমি গাই শুধু তাহারি গান
প্রভূ যিনি মহা দয়াবান
আমার এ প্রান যিনি করেছেন দান
আমি গাই শুধু তাহারি গান
কর্ম ও জ্ঞানে স্মরি তারে
মেনে নেই তার ফরমান
আমার এ প্রান রাখি
প্রভূর তরে , যিনি মহা দয়াবান।
আমার এ ধন রাখি তার পথে
যিনি করেছেন ফরমান
বাতিলের তরে সংগ্রাম কর
বিনিময়ে মাল ও জান।
আমি গাই শুধু তাহারি গান
প্রভূর তরে যিনি মহা দয়াবান।
আহমাদ ইউসুফ
স্থানঃ বয়রা বাজার, খুলনা।
রচনাকালঃ ০৯ এপ্রিল ২০০৫ খ্রিঃ।
©somewhere in net ltd.
১| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৬
আহেমদ ইউসুফ বলেছেন: প্রায় দশ বছর আগের লেখা কবিতা, এতদিন ফাইলচাপা পড়ে ছিল। অবশেষে আজ আলোর মুখ দেখল। কাঁচা হাতের অপরিপক্ক লেখা। কেমন হল জানালে কৃতজ্ঞ থাকব।