নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওরে খোদাতে যার নাইরে ঈমান
কি করে তুই বাইবি উজান?
ঘূর্নি হাওয়া ছিড়বে পাল
উল্টা পথে ধরবি হাল।
বাইবি তরী উজান তটে
শূণ্য হাতে ফিরবি ঘাটে।
খোদাতে যার নাইরে ঈমান
অপোয় তোর মহাশ্মশান
আল্লাহ জানে মনের ভেদ
কার সাথে কাহার বিভেদ
কে করে কোন মানসে?
জান মালের কোরবানী।
কে আছে লোক দেখানো
কার আছে স্বার্থবাজি
কেউ আছে কপট লোভী
আছে কারও কালো টাকার ঝলকানি।
সময় থাকতে সহি নিয়তে
আল্লাহকে খুশী কর
ভন্ডামী সব ছেড়েছুড়ে
তাকওয়ার পথ ধর।
আহমাদ ইউসুফ
পাবনা সদর, পাবনা। ০৫-১০-২০১৪ খ্রিঃ।
০৯ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৬
আহেমদ ইউসুফ বলেছেন: ধন্যবাদ আমার লেখা পড়ার জন্য। আপনার জন্য শুভ কামনা রইল।
২| ০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২৬
কলমের কালি শেষ বলেছেন: ঈদের শুভেচ্ছা ।
০৯ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৭
আহেমদ ইউসুফ বলেছেন: ধন্যবাদ আপনার জন্যও শুভ কামনা করছি।
©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৭
অপূর্ণ রায়হান বলেছেন: ঈদ মুবারক ভ্রাতা