নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বকাপ কচড়া
"বিশ্বকাপে বিশ্ব কাঁপে। ফিফার সবচেয়ে বড় এ আয়োজনে মানুষের আগ্রহ ও কৌতুহল বেশী থাকবে তাতে কোন সন্দেহ নাই। সমগ্র বিশ্বব্যাপী মানুষের প্রবল উতসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বকাপ ফুটবল তার স্বমহিমায় সমুজ্জল হয়ে আছে কোটি কোটি ফুটবল প্রেমী ভক্তের হৃদয়ে। বাংলাদেশ ও তার ১৬ কোটি জনগনও তার ব্যতিক্রম নয়। তবে বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশীদের লোক দেখানো ভন্ডামী দেখলে গা জ্বলে। বিশ্বকাপের মৌসুমেই এক একজন হয়ে ওঠেন ফুটবলপ্রেমী ফুটবলের খাস সমঝদার। বাড়ির ছাদে, টিনের চালে, গাছের মগডালে কে কত বড় পতাকা টানাতে পারে এ প্রতিযোগীতা চলতে থাকে সারা দেশব্যাপী। সারা বছর ফুটবল নিয়ে কারো কোন মাথাব্যাথা নাই (দর্শকের অভাবে খালি মাঠে কত আর দৌড়াবে এমিলি ও মিঠুনরা)। কিন্তু অতীব দুঃখের বিষয়, বিশ্বকাপ শুরু হলেই এক শ্রেণীর লোকের শুরু হয় চুলকানি। এ চুলকানি নিজের মধ্যে সীমাবদ্ধ না থেকে পরিবার থেকে শুরু করে পাড়ায় মহল্লায়ও ছড়িয়ে পড়ে। পছন্দের দলের সাপোর্ট করা নিয়ে পরিচিত, বন্ধু ও আত্মীয়দের মধ্যেও শুরু হয় কথা কাটাকাটি, ঝগড়া এমনকি মারামারিও। এসব ঠুনকো বিষয় নিয়ে বাচ্চাদের বাক বিতন্ডা ও ঝগড়া করার নিয়ম থাকলেও অধিকাংশ ক্ষেত্রে স্যুট টাই পড়া ভদ্রলোক এমনকি শুশ্রুমন্ডিত ব্যক্তিরাও বাদ যান না। আর একটা বিষয় লক্ষ্যনীয় ফুটবল বিশ্বকাপ শুরু হলেই দেশের জনগন সরাসরি দুই ভাগে ভাগ হয়ে যান। আর্জেন্টিনা আর ব্রাজিল। এটা যতটা ভাললাগা ততটাই ঐতিহ্যগত ও লোক দেখানো। বিশ্বকাপে খেলে তো ৩২ টা দল। সবাই তো যোগ্যতা অর্জন করেই খেলতে আসছে নাকি? মানলাম মেসি, নেইমার ও রোনালদো ভালো খেলে। তাই বলে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, জার্মানি কিংবা ইতালির কেউ কি ভালো খেলে না? তাদের তো কাউকে সাপোর্ট করতে শুনি না! যারা ফুটবলের 'ফ'-ও (আমিও তাদের দলে) বোঝেনা এবং নেইমার আর মেসি বাদে অন্য কোন প্লেয়ারের নাম ও বলতে পারেনা তারাই বিশ্বকাপ শুরু হলে এক একজন হয়ে যায় ফুটবলপ্রেমী বুদ্ধিজীবী। কেউ কেউ আছে বিরোধীতা করার জন্যই শুধুৃ বিরোধীতা করে। প্রতিপক্ষকে আঘাত দিয়ে কথা বলেন। এটা ঠিক নয়। প্রিয় দল হারলে কষ্ট লাগবে এটা স্বাভাবিক। তাই আসুন পবিত্র রমযান মাসে সংযম ও তাকওয়ার মাধ্যমে মহান আ্ল্লাহর সন্তুষ্টি অর্জন করি "।
আহমাদ ইউসুফ
পাবনা সদর
০২ জুলা্ই ২০১৪ ইং।
বিঃদ্রঃ লেখাটা বিশ্বকাপ শুরু হওয়ার আগেই শুরু করেছিলাম। কিন্তু পেশাগত ব্যস্ততার কারনে যথাসময়ে পোষ্ট করা হয়নি।
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৯:৩৮
আহেমদ ইউসুফ বলেছেন: ধন্যবাদ আমার লেখা পড়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল। ফেসবুকে আমার গল্পকবিতার রাজ্যে আপনাকে স্বাগতম। আমার ফেসবুক পেজ চারনকবি'তে আপনার পদচারনা একান্ত কাম্য। লিংকটা শেয়ার করছি। http://www.facebook.com/Charonkobi007
২| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:০৪
আহসানের ব্লগ বলেছেন: Banglish e comment korar jonno sorry bole nicchi agei. :-)
thik bolechen onekta .
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৯:৩৮
আহেমদ ইউসুফ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লেখা পড়ার জন্য।
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১০:১৩
মহানন্দ মোহন বলেছেন: ধন্যবাদ আপনাকে মনের কথাগুলো প্রকাশ করার জন্য। আমিও আপনার সাথে একমত....