নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুপারনোভা

আহেমদ ইউসুফ

I am a introverts person would like to hide myself.

আহেমদ ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

"ঘৃনাঞ্জলি লও হে মান্যবর"

১৭ ই মে, ২০১৪ দুপুর ২:৫৩





আলফ্রেড নোবেল তোমাকে ধিক্কার

সভ্যতা ধ্বংসের মহাসমারোহ

তুমিই করেছ।

তোমার হাত রক্তে রঞ্জিত,

ঠোটেও লেগে আছে তাজা খুন।



তোমার উত্তরসূরী যারা মতার তাবেদার

তীব্র ঘৃনার বাষ্প তাদের বরাবর।

তুমিই উসকে দিয়েছ হানাহানি, অস্ত্রের ঝংকার

গোত্রে গোত্রে রাজার আভিজাত্যে

তুমিই ঢুকিয়েছ বিষবাষ্প।



মিখাইল কালাশনিকভ তোমাকেও ধিক্কার

তুমিও সুবিধের লোক নও হে

হত্যার মিছিলে তুমিও সমান ভাগীদার।

তোমার সৃষ্টি আর স্বৈরাচারী দৃষ্টি

হয়েছে আজ একাকার।

নিরীহ আম জনতা যার নির্দয় শিকার।



এ ঘৃনাঞ্জলি লও হে মান্যবর।

তুমিই নাটের গুরু, খুনের উৎসবে

তোমারই সিংহভাগ কারবার।



স্যামুয়েল কল্ট শোন, তোমাকেও বলছি

তুমিও দায় এড়াতে পারবে না

হত্যা আর লাশের রাজনীতি।

প্রতিনিয়ত গুম, ছিনতাই-রাহাজানি

এ সবই তোমার দায় সে কথা মানি।



তুমি তো সৃষ্টি সুখের উল্লাসে মাতো।

প্রান সংহারী যে তোমার হাত

সে কথা কি একবারও ভাব?



তুমিও দায় এড়াতে পার না উইলিয়াম মিলস

তোমার হাতও রক্তে রঞ্জিত হল অবশেষে।

ঝড়ল তাজা খুন আগষ্টের একুশে

এক নোংরা রাজনীতির করাল গ্রাসে।

তাইতো তোমাকেও ধিক্কার।

ঘৃনাঞ্জলি লও হে, বাঙ্গালী জনতার।



যুদ্ধ আর ধ্বংসের স্রোত

নিমিষে নিশ্চিহ্ন সভ্যতার পরত

সে তো তোমার দায় ওপেন হেইমার

তুমিই ছিলে প্রধান চাটুকার।

ম্যানহাটন প্রজেক্ট নিয়ে করেছ কারবার



যতই দায় এড়াতে চাও আইনস্টাইন

তোমাকেও বলি বারবার

জনতার কাঠগড়ায় দাড়াতে হবে একবার

ইতিহাস বিখ্যাত ফরমুলা তোমার

শক্তির সমান ভর আর গতির সমাহার।



তুমিও করেছ পৃথিবী ধ্বংসের আয়োজন।

তাইতো তোমাকেই ধিক্কার।

শোন হে মান্যবর।



ফ্রিট্জ হেবার চুপ করে থেক না

সাদরে লও এ ধিক্কার।

বিশ্ববাসী, উদ্ধিগ্ন জনতার।

সমগ্র পৃথিবী ও জীব জগতের ভার

প্রতিনিয়ত সংকটে, তোমার হাতে

কোরিন ফরমুলার ভয়াবহতা দেখে।



তোমাদের প্রতি তীব্র ঘৃনা

যারা ছিলে যুগে যুগে স্বৈরাচার

মানুষ হত্যার যাতাকল

তোমরা করেছ আবিষ্কার।

তোমাদের প্রতি আমার আজম্ন ধিক্কার।



সূত্রঃ গুগল সার্চ। ব্যাপক বিধ্বংসী ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল।

পূর্ন স্বয়ংক্রিয় একে-৪৭ এর জনক মিখাইল কালাশনিকভ।

পিস্তলের জনক স্যামুয়েল কল্ট।

হ্যান্ড গ্রেনেডের জনক উইলিয়াম মিল্স।

পারমানবিক বোমা তৈরির জন্য ম্যানহাটন প্রজেক্ট গঠন করা হয়েছিল যার প্রধান ছিল ওপেন হেইমার এবং পারমানবিক বোমার মূল ফরমুলা ছিল আইনস্টাইনের বিখ্যাত E=mc2 সূত্রের প্রায়োগিক ফল।

রাসায়নিক অস্ত্রের মূল কোরিন ফরমুলা যার জনক ফ্রিট্জ হেবার।



কবিতাটির রচনাকালঃ ০৩ মে ২০১৪ ইং।

স্থানঃ হাটিকুমড়ুল, সলঙ্গা, সিরাজগঞ্জ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৪ দুপুর ১:৩৫

আমারে তুমি অশেষ করেছ বলেছেন: তুমি তো সৃষ্টি সুখের উল্লাসে মাতো।
প্রান সংহারী যে তোমার হাত
সে কথা কি একবারও ভাব?

ঘৃনাঞ্জলি লও হে, বাঙ্গালী জনতার...

কবিতায় এমন ক্ষোভের প্রকাশ... অনন্য।

২| ১৮ ই মে, ২০১৪ রাত ১০:২০

আহেমদ ইউসুফ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কবিতা পড়ার জন্য। আপনার জন্য শুভ কামনা রইল। আপনি চাইলে ফেসবুকে আমার গল্প কবিতার পেজ ভিজিট করতে পারেন। লিংকটা শেয়ার করছি। https://www.facebook.com/Charonkobi007

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.