নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর কত অপেক্ষা
হবে কি অবসান এই অমানিশা?
হত্যা ও গুমের রাজনীতি।
তীব্র ঘৃনা, নিন্দার ভাষা।
আমিই ঝড়াব কলমের আঘাতে
ফুসে ওঠা জনতার মানসে।
দিন কে দিন, দীর্ঘ তালিকা।
বলা নেই, কওয়া নেই, চুপচাপ একা
হঠাৎ করে নাই হয়ে যাওয়া।
ওহে দুরাচার, ভেবনা তুমি পাবে পার।
মতার খুটি হলে হতেও পার, বলি
এর পরের বার।
হত্যা ও গুমের রাজনীতি
বারবার ঘুরে ফিরে আসে
সর্বোচ্চ বিদ্যাপীঠে, ভার্সিটি ক্যাম্পাসে
অসুস্থ্য রাজনীতির চর্চা কেন?
কেন লেজুড়বৃত্তি, দলবাজি কর।
ীন স্বার্থের দ্বন্দ্বে, ভাই ভাইকে মার।
অস্ত্রের জোর সেতো স্থায়ী নয়।
ইতিহাস ঘেটেও দেখেছি আমি
কলমের তোপে অস্ত্রও ভেসে যায়।
ধিক্কার জানাই কলমের ভাষায়
মারনাস্ত্রের চেয়ে সে কম কিছু নয়।
এ সঠিক জেনো কলম আর অস্ত্র পরস্পরায়।
***কবিতাটির রচনাকালঃ ০২ মে ২০১৪ ইং। স্থানঃ হাটিকুমরুল, সলঙ্গা, সিরাজগঞ্জ।
২| ১৪ ই মে, ২০১৪ রাত ১০:৫০
অন্ধবিন্দু বলেছেন:
অমানিশা দূর হোক। ধন্যবাদ, ইউসুফ।
১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
আহেমদ ইউসুফ বলেছেন: ধন্যবাদ আপনাকেও আমার লেখা পড়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০১৪ রাত ১২:০৫
আহেমদ ইউসুফ বলেছেন: সম্প্রতি নারায়নগঞ্জের ছয় গুম ও হত্যার তীব্র নিন্দা স্বরুপ হত্যা ও গুমের রাজনীতি কবিতাটি রচিত। সুযোগের অভাবে কবিতাটি পোষ্ট করতে বিলম্ব হল। নিহতদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি রইল সমবেদনা।