নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিয়তির নিগরে বন্দী আমি
ব্যর্থই সব বাহাদুরি।
তোমাকে ভুলতে চেয়েও ফের
এড়াতে পারলাম না তোমার নজরদারি।
সে কি মোহময় তুমি!
নাকি নিয়তির ফেরি?
আবারও যাত্রা তোমাতে
তোমার ঘাটে তরী।
শূন্য হাতে এক কপর্দক আমি
উজানে ফের ভাসিয়েছি তরী।
তোমারি আঙিনায়, এক সীমাহীন মুগ্ধতায়
কর্তব্যকর্মে নয় বরং নিয়তির মহিমায়?
তোমার জন্য গুচ্ছ কদম
শিউলি-জবা রক্তকমল।
নিঃস্ব পথিক তোমার ঘাটে
বাইছি তরী উজান তটে।
অলীক কল্পনাও হার
তোমার সাথে দেনদরবার।
এভাবেই হবে দেখা তোমার শহরে
মুখোমুখি কোনদিন, নিয়তির ফেরে।
কবিতাটির রচনাকালঃ ১০ এপ্রিল ২০১৪ ইং, উত্তরা, ঢাকা, ।
১০ ই মে, ২০১৪ বিকাল ৩:০১
আহেমদ ইউসুফ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কবিতা পড়ার জন্য। ফেসবুকে আমার গল্পকবিতার পেজ চারনকবি তে আপনাকে স্বাগতম। আশা করি ভালো লাগবে।
https://www.facebook.com/Charonkobi007
২| ০৯ ই মে, ২০১৪ রাত ১১:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
এভাবেই হবে দেখা তোমার শহরে
মুখোমুখি কোনদিন, নিয়তির ফেরে।
১০ ই মে, ২০১৪ বিকাল ৩:০১
আহেমদ ইউসুফ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কবিতা পড়ার জন্য। ফেসবুকে আমার গল্পকবিতার পেজ চারনকবি তে আপনাকে স্বাগতম। আশা করি ভালো লাগবে।
https://www.facebook.com/Charonkobi007
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০১৪ রাত ১১:৪৪
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনী ++++++++++++