নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে ঘিরে জাগে কত স্বপ্ন
কত শত প্রশ্ন আমার মনে
হাজারো তরুন প্রান অন্তরে
তোমার বাস।
তুমি মোহনীয়া
তোমায় ভাবে রিক্সা চালক
সব সুখ দেবে, জীবন দিয়ে
সুখী করবে তোমায় ভবঘুরে।
কারন তুমি নারী।
কিছু পুরুষ তোমার জন্য
ঠায় দাড়িয়ে থাকে
রাস্তার মোড়ে বাস স্ট্যান্ডে।
তোমার একটু স্পর্শ পেতে।
একটু আতœপ্রসাধ লভে
যদি বা ক্ষনকাল মুচকি হেসে
দুদন্ড কথা কও ওদের সনে।
তুমি নারী তোমাকে ঘিরে
হাজারো কবিতা হয়েছে লেখা।
সিনেমা নাটক হয়েছে গাথা।
তোমাকে ঘিরে হাজারো স্বপ্ন
তোমাতেই প্রশ্ন, অন্তহীন রহস্য।
তোমার অবচেতন মনের ক্যানভাস
কখন কার স্পর্শে
রঙে রঙীন হয়
বোঝা বড়ই দায়!
তুমি নারী জটিল কুটিল যাচেছ তাই
তোমাকে না পেলে
শূন্যই হত পাওয়া এই জীবনে।
তোমার বিরহে পাথর গলে
হৃদয়ও ভাঙ্গে অবিরত।
তোমাকে না পেয়ে অবশেষে
আত্মাহুতি দিয়েছে কত শত।
তুমি নারী তোমার জন্য
গড়া এই সভ্যতা, এই নগর-প্রাসাধ
তোমার জন্যই দেখ সব আয়োজন।
চেয়ে দেখ কত শত অগনন।
তোমাকে ঘিরে কত স্বপ্ন
হাজারো প্রশ্ন অন্তহীন রহস্য।
জোয়ার সাহারা বাজার, বাড্ডা, ঢাকা ১৯ ডিসেম্বর ২০০৬।
২| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৯
শাহরিয়ার মামুন১ বলেছেন: অসাধারন লেখা
৩০ শে মার্চ, ২০১৪ রাত ১০:২৬
আহেমদ ইউসুফ বলেছেন: ধন্যবাদ আমার কবিতা পড়ার জন্য। আপনার জন্য শুভকামনা মামুন।
৩| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১:৪২
আমি অপদার্থ বলেছেন: প্লাস+++
৩০ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৫
আহেমদ ইউসুফ বলেছেন: নামে অপদার্থ হলেও যে আপনি লোকটা একেবারে অপদার্থ নয় তার প্রমান হল আমার কবিতা পড়া। ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১১:০১
আহেমদ ইউসুফ বলেছেন: সৃষ্টির আদিকাল থেকেই নারী রহস্যময়ী। তার এই রহস্যময়তার স্বরুপ উপলব্ধি করা নিতান্তই সহজ কাজ নয়। এক অনন্য সুন্দরের প্রতিচ্ছবি, কোমলতা এবং মোহনীয় জৌলুসের জন্য নারীর রহস্যময়তা ক্রমে ঘনীভূত হচ্ছে। নারীর রহস্যময়তার স্বরুপ উম্নোচনে চারন কবির এক দুরন্ত প্রয়াস “শূন্য হত পাওয়া” কবিতাটি। আশা করি সবার ভাল লাগবে। Click This Link