নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বকাপে বিশ্ব কাঁপে
টি-টোয়েন্টির ঝাঁঝে।
বাংলা কাপে দৃপ্ত পদে
দামাল ছেলের তোপে
জয়ের ধারা বইবে এবার
শেরে বাংলার মাঠে।
বিশ্ববাসী অবাক চোখে
দেখবে বিজয় রথে।
ব্যাট হাতে সব ঝলসে উঠবে
রয়েল বেঙ্গল হয়ে।
উড়বে এবার জয়ের নিশান
বাংলা মায়ের হাতে।
রাজের ঘূূর্নিতে কেপে থরথর
থেমে যাবে গেইলের ঝড়।
আফ্রিদী পাবে না হাল
অলরাউন্ডার উড়াবে পাল।
বিরাট কোহলী হয়ে যাবে একা
এক্সপ্রেস ঝড়ে পাবে না দোকা।
হারিয়ে কুল নতজানু হবে
মালিঙ্গা তো পথ ভুলে যাবে।
আমলাও শুশ্রুমন্ডিত রুপে
হঠাৎ চোখে ঝোনাক দেখে।
সোজা প্যাভিলিয়নে উইকেট ছেড়ে
একই পথে র্ক্লাককে দেখে।
ওয়াটসনের কারসাজি
হয়ে যাবে বুমেরাং।
হান্টিং পেসারে
মুছে যাবে ব্রডের সব রঙ।
এভাবেই একের পর এক
ধরাশায়ী হবে সব।
বাংলার দামাল ছেলেরা
উড়াবে বিজয় রথ।
** টি-20 বিশ্বকাপ উপলক্ষে রচিত বিশ্বকাপের বিশেষ কবিতা। কবিতাটির রচনাকালঃ ঢাকা, 20 র্মাচ 2014 ইং।
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩১
আহেমদ ইউসুফ বলেছেন: **খুব আশা নিয়ে বিশ্বকাপের কবিতা লিখতে বসেছিলাম। টাইগারদের বীরত্বগাথার বন্দনা ও সেই সাথে ভবিষ্যত ম্যাচগুলোর একটা স্কেচও মনে মনে আকার চেষ্টা করেছিলাম। কিন্তু বিধিবাম কবিতা পোষ্ট করতে না করতেই আমার সে আশায় গুড়ো বালি ছিটিয়ে দিল টাইগাররা। হংকংয়ের মতো একটা পুচকে দেশের সাথে বাংলাদেশ যেভাবে হারল তাতে হতাশার পাল্লাই ভারী হল। স্বান্তনা সুপার টেনের টিকেট প্রাপ্তি। তবুও আশাবাদী বাকী ম্যাচগুলোতে টাইগাররা তাদের সামর্থের প্রমান দেবে। সে আশা ও আকাঙ্খার কবিতা ”বিজয় রথ” পড়ার আমন্ত্রন রইল। লিংকটা শেয়ার করছি। Click This Link