নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসার মৌসুম
ভালোবাসার মৌসুম চলছে এখন।
আজ এই তো, কালকে সে নাই
পরশু তো নতুন জুটি!
অবাক হওয়ার কিচ্ছু নাই।
এভাবেই চলছে ভালোবাসার লেনাদেনা।
চলছে ইমোশন বিকিনি।
দিনকে দিন ব্যাপক হারে, রাস্তা-ঘাটে পার্কের ঝোপে
লজ্জায় মুখ আড়ালে ঢাকে, যুগলবন্দী ছেলে আর মেয়ে।
রিক্সায় হুড তুলে দুজন নির্জনে
কেউ জানে না কি কথা তাহার সনে,
এভাবে চলছে, হাতে হাত রেখে ছেলে আর মেয়ে
দৃপ্ত পদে এগিয়ে চলে এক নুতন পৃথিবীর খোজে।
রাস্তাঘাটে যখন চলতি পথে
এখন নিজেকে খ্যাত-সেকেলে লাগে।
চেহারাটা ঘষেমেঝে ব্র্যান্ডের প্রসাধন, হেয়ার স্টাইলে
নিজেকে সাজাই আজ এই দুর্দিনে।
তবুও চেষ্টা বিফল নিরন্তর চাওয়া
যদি বা হতাম ওদের মতো দুরন্ত হাওয়া।
চলছে লেনাদেনা, ওপেন মার্কেটে
সিক্রেট, হোম মেড, উচু নিচু সার্কেলে
চলছে ঘষামাজা কুৎসিত চেহারা
মনে ক্ষীন আশা হোক না নজরকারা।
এভাবেই চলছে ভালবাসা বিনিময়
আজ অর্থের কাছে প্রেম বড় অসহায়।
আহমাদ ইউসুফ
ঢাকা, ১৯ জানুয়ারী ২০১৪ ইং।
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪২
আহেমদ ইউসুফ বলেছেন: বর্তমান আধুনিক যুগে ক্রমশ শিক্ষা ও সভ্যতার চোখ ধাধানো উৎকর্ষের সাথে সাথে নৈতিকতার যে চরম অধঃপতন ঘটছে সেকথা বলাই বাহুল্য। এখন সামাজিকতা ও নিছক বন্ধুত্বের আড়ালে চলছে যৌনতার ছড়াছড়ি। প্রেম! সেতো কলুষিত এক নষ্টামীর নাম।