নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারীদের আজ চলছে জয়
আপন গুনে বিশ্বময়।
সমানতালে দৃপ্ত পদে শিক্ষা ও চিন্তায়
ক্রমে আসীন উচ্চাসনে, প্রগতি ও সভ্যতায়।
পিছিয়ে নেই যোগ্যতায়
অফিসের বস কিংবা ব্যবসায়।
তুমিও হতে পার সফল একজন
যদি থাকে বিশ্বাস সমতায়।
কোথাও পিছিয়ে নেই বিদ্যা ও জ্ঞানে
হাটি হাটি পা কলা ও শিল্পে।
কোথাও আটকে নেই তুমি
ফটোগ্রাফি কিংবা কনসালটেন্সি।
কে বলবে আজ আর অবহেলিত তুমি
নিঃগৃহিত তোমার জীবন।
বরং তোমাকেই দেখে বিশ্ববাসী
অবাক চোখে, রুপ আর জৌলুসে।
বিস্ময় আমার চোখে তাবৎ দুনিয়া ঘেটে
তোমার এমন ঐশ্ব্যর্য দেখে।
ক্রমে বিকশিত হচ্ছ তুমি পৃথিবীর বুকে
সফলতার এক মূর্ত প্রতীক হয়ে।
তোমার রুপ আর জৌলুসে
চমকিত হয় দুনিয়াময়
সুনিপূনা তুমি দক্ষ সৈনিকের ভূমিকায়
রেল কিংবা বিমান চালনায়।
এভাবেই ক্রমে এগিয়ে যাচ্ছ তুমি
সীমাবদ্ধতার দেয়াল টপকে।
মুক্তির মোহনায়।
চিন্তা ও জ্ঞানের গরিমায়।
স্বাগত জানাই তোমায়
হে নারী। চলে এস সভ্যতার অগ্রযাত্রায়
নিজেকে বিকশিত কর আপন মহিমায়।
মেধার স্বাক্ষর রাখ কর্পোরেট সভ্যতায়।
*** ”কর্পোরেট নারী” কবিতাটি ০৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে রচিত।
কবিতাটির রচনাকালঃ ঢাকা, ২২০০ ঘঃ ০৭ মার্চ ২০১৪ ইং।
০৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৬
আহেমদ ইউসুফ বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভকামনা রইল।
২| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৫
স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর লিখেছেন।
নারী অগ্রযাত্রা এগিয়ে চলুক।
০৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৫
আহেমদ ইউসুফ বলেছেন: নারীর অগ্রযাত্রা এগিয়ে চলুক। আমরা আছি তাদের সাথে।
৩| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
নারী দিবস নিয়ে দারুণ একটি কবিতা হয়েছে।
০৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৬
আহেমদ ইউসুফ বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ফেসবুকে আমার গল্পকবিতার পেজ এ আপনাকে স্বাগতম। লিংকটা শেয়ার করছি।
https://www.facebook.com/Charonkobi007
৪| ০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৮
রাতুলবিডি৪ বলেছেন: কর্পোরেট অর্থ , সম্পদ ও পুজি তৈরীর অগ্রদূত । ব্যাক্তি যেখানে ব্যার্থ কর্পোরেট সেখানে সফল ।
তবে এই অর্থ , সম্পদ ও পুজি বস্তুবাদের পুজনীয় উপাস্য হলেও, বিশ্বাস ও ভাব বাদে এগুলোর ( অর্থ ও সম্পদ) গুরুত্ব ততটা নয় । এতটা নয় যে অর্থ ও সম্পদের জন্য অন্য সব বিশ্বাস ও দর্শণকে বাদ দিতে হবে বা মডিফাই করতে হবে ।
তাই কর্পোরেট সেখানে এগিয়েছে, বিশ্বাস ও ভাববাদের মাপকাঠিতে মুল্যবোধ সেখানে অনেকটাই পিছিয়েছে । তাই বাস্তববাদী অনেকেই জীবনের অনেক ক্ষেত্রে বস্তুবাদ ও পুজিবাদকে মেনে নিলেও সব জায়গায় পুরোপুরি মুল্যবোধকে মডিফাই করে পুরোপুরি বস্তুবাদী হতে পারেনি।
আমাদের চারপাশের বেশীর ভাগ লোক গুলোই অনেকটা এরকম । অনেকটা বস্তুবাদী, বেশ খানিকটা জাতীয়তাবাদী, কিছটা ধার্মিক, আবার অনেকটাই ধর্মীয় আবেগ প্রবণ । কিছু সেকেলে ধারণাকে মনের মাঝে ভালভাবেই ধরে রাখে, আবার প্রগতিশীল - আধুনিক হতে যথেষ্ট সচেষ্ট ।
এই বৃহৎ জন গোষ্টীর কাছে নারীর কর্পোরেটাইজেশন এবসলিউট পজিটিভ কিছু না, বরং কিছুটা না অনেকটা হা মিলানো, একই সাথে খুশী আবার চিন্তিতও বটে !
৫| ০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৪
রাতুলবিডি৪ বলেছেন: নারী দিবস, কর্পোরেট নারী আর আমাদের সমাজ জীবনের বাস্তবতা
Click This Link
০৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
আহেমদ ইউসুফ বলেছেন: চমৎকার কিছু বিষয়ের অবতারনা করেছেন আপনি। যা খুবই যুক্তিসংগত এবং বাস্তব। সামাজিক প্রতিকূলতা এবং নিজের সীমাবদ্ধতা জয় করে নারী যে ক্রমে সামনে এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু মোটেও অবাস্তব নয়। নারীর অগ্রযাত্রা, কর্পোরেটাইজেশন ক্রমে বেগবান হচ্ছে হোক সেটা পজিটিভ কিংবা নেগেটিভ। এক্ষেত্রে সবার কনসেপ্ট কিন্তু একই রকম না। একই সাথে সবাই কিন্তু বিষয়টাকে নেগেটিভলি নেয় না। অনেকেই নারীর অগ্রযাত্রায় সহযাত্রী হয় এবং তারা বিষয়টিকে পজেটিভলি নেয় বলেই নারীদের অগ্রযাত্রা এখনও অব্যাহত রয়েছে। ধন্যবাদ রাতুল।
০৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯
আহেমদ ইউসুফ বলেছেন: আমার ফেসবুকের গল্পকবিতার পেজ চারনকবি” তে আপনাকে স্বাগতম। লিংকটা শেয়ার করছি।
https://www.facebook.com/Charonkobi007
৬| ০৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: স্বাগত জানাই তোমায়
হে নারী। চলে এস সভ্যতার অগ্রযাত্রায়
নিজেকে বিকশিত কর আপন মহিমায়।
মেধার স্বাক্ষর রাখ কর্পোরেট সভ্যতায়।
০৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯
আহেমদ ইউসুফ বলেছেন: ধন্যবাদ অামার লেখা পড়ার জন্য। আপনার জন্য শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৩
সুমন কর বলেছেন: ভাল লাগল।