নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুপারনোভা

আহেমদ ইউসুফ

I am a introverts person would like to hide myself.

আহেমদ ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

”নৈঃশব্দ বাস”

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৯:৫৯



ধ্যানমগ্ন ছিলাম আমি

এক অচ্ছ্যুত বালক

কপর্দকহীন, খ্যাতখেতে বেশবাশ

এভাবেই চলছিল আমার নৈঃশব্দ বাস।



যুগের পর যুগ পার হল

সন্দরী সব ললনার বিয়ে হয়ে গেল।

দুএকজন, ডাকসাইটে নয় এমন

নিষ্ফল চেষ্টায় অবশেষে হাল ছেড়ে দিল।



তবুও ভাঙল না ধ্যান, সব চেষ্টা বিফল

পাড়ার সব ছেলেরাও গেল

বিদেশ বিভূয়ে হয়ে দশ বছর পরে

ফিরে এল গায়ে, টাকার পাহাড় গড়ে।



আমি তো আজ¤œ খ্যাত

গো ধরে বসে আছি আজও ধ্যানমগ্ন

কে আসিবে মায়াভরা চোখে

গায়েতে জড়াবে কে দুহাত ধরে?



অপেক্ষা আজও উন্মূখ হয়ে

হৃদয় ঐশ্বর্য্য যার গোলাপ তটে।

যখন আসিবে প্রিয়তমা এক অনন্যা

তাইতো নিঃশব্দ আমার বড় চাওয়া।



এযে অলীক স্বপ্ন আমার

কেউ বলেনি কখনো, চাটুকার সব।

ধন্য রবে সবে উঠেছে মেতে

সহ¯্র ভুলের প্রায়শ্চিত্ত করে।



আমি তো মুক, বধির একজনা

অপেক্ষা, যদি ফিরে আসে সুরঞ্জনা।

এভাবেই কেটে যায় দিন-মাস-বছর

সেতো আসেনি, নেয়নি কোন খবর।



আজও ধ্যানমগ্ন আমি অচ্ছ্যুত বালক

প্রত্যাশা নতুন ভোরের

ঝরা, কান্তি সব মুছে একাকার

যদি কখনো ফিরে আসে প্রিয়তমা আমার।





মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:১৫

এম এ কাশেম বলেছেন: সবরে মেওয়া ফলে রে ভাই।

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:১৮

আহেমদ ইউসুফ বলেছেন: ধন্যবাদ ভাই আমার লেখা পড়ার জন্য।

২| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:৩১

পাঠক১৯৭১ বলেছেন: কবিতার চেয়ে ছবিটা ভালো লেগেছে।

ঐ লোকের পায়খানা চাপলে সে কি করে?

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৭

আহেমদ ইউসুফ বলেছেন: পানির মধ্যেই মনে হয় কাম সারে। যাহ! আর কোন প্রশ্ন পাইলেন না।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:৪০

সুমন কর বলেছেন: সুন্দর !

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৯

আহেমদ ইউসুফ বলেছেন: ধন্যবাদ আপনার জ্ন্য শুভকামনা রইল।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:৫৫

বৃষ্টিধারা বলেছেন: পাঠক ভাইয়ের প্রশ্ন টা আমি ও করতে চাই ।

জবাব দিবেন জানা থাকলে । :P :P

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৯

আহেমদ ইউসুফ বলেছেন: সরি আপনার প্রশ্নের জবাব আমার জানা নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.