নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফাগুনের আগুন হৃদয়ে আমার
উষ্ণতায় ভরা তারুন্য।
তবু তীব্র শীতের কনকনে হাওয়া
এনেছে ধরায় লাবন্য।
দখিনা হাওয়ার অনুরনে
ফাগুনের আগমনী গানে,
বসেছি আমি এক অধুনা কবি উন্মুখ হয়ে
ফুল ও পাখির কলতানে।
কৃষ্ণচূড়া রং মেখেছে ফাগুনের লালে
স্নিগ্ধ প্রকৃতির রুপে কিশোর-তন্বীরা সাজে
ফাগুনের সেই আগুন ঝরা দিনে
কোলাহল মুখরিত সোহরাওয়ার্দী কিংবা চন্দ্রিমা উদ্যানে।
এমনই এক ফাগুনের দিনে
টিএসসির মোড়ে কিংবা চারুকলার গেটে
একাকী দলছুট এক পথচারী
হেটেছি খানিকটা পথ আমি তোমায় ভেবে।
ফাগুনের আগুন লেগেছে গায়ে
সব তরুনের অন্তরে।
তুমিও একলা ফাগুন হলে
আগুন ঝরা রোদ্দুরে।
ফাগুন দিনের আগুন হয়ে
তোমার স্মৃতি মন্থনে
একলা কবি হাটছি পথে
শীতল হাওয়া অন্তরে।
প্রকৃতির অপার বিস্ময়ে
মোহাবিষ্ট আমি হৃদয় দুয়ার খুলে
প্রিয়জন, ভাললাগা আসুক না আবার ফিরে
আজ এই আগুন ঝরা ফাগুনের দিনে।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১২
আহেমদ ইউসুফ বলেছেন: ধন্যবাদ আমার লেখা পড়ার জন্য।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬
আহেমদ ইউসুফ বলেছেন: ফেসবুকে অামার গল্পকবিতার পেজ ”চারনকবি” তে সবাইকে আমন্ত্রন।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
সকাল রয় বলেছেন:
ফাগুন মনে হয় কবিদের কবিতা লেখার একটা প্রিয় মাস। কবিদের দেখি ফাগুন নিয়ে অনেক কবিতা লিখতে। ফাগুন নিয়ে আপনার কাব্য বৃত্তান্ত ভালো লাগলো।
০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৯:১৮
আহেমদ ইউসুফ বলেছেন: ধন্যবাদ সকাল রয় আমার কবিতা পড়ার জন্য।
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৩
উদাস কিশোর বলেছেন: দারুন ।
ভাল লাগলো