নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুপারনোভা

আহেমদ ইউসুফ

I am a introverts person would like to hide myself.

আহেমদ ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

পেট্রোডলারের খোজে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪





বিদেশ বিভূয়ে যারা বন্ধু-স্বজন

আমাদের ভাই, পরিচিত জন।

দিনের পর দিন ক্রমশ বছর

পেট্রোডলারের খোজে ঝরায় কষ্টের নহর।



স্ত্রী-পুত্র পরিজন ছেড়ে

এতটুকু স্বচ্ছলতা, সোনালী স্পর্শের খোজে।

দালাল চক্রের খপ্পরে পড়ে

কালেভদ্রে দু চারজন শেষ গন্তব্যে পৌছে।



স্পর্শের বাইরে দুরতম আলিঙ্গনে

প্রেমাস্পদ, অনুভবে প্রেমের জাবর কাটে।

অপেক্ষা, অধীর আগ্রহ নিয়ে

যদি বা হঠাৎ এস প্রিয়তম বলে ডাকে।



এভাবেই কাটে সময় দুরদেশে

একাকী সঙ্গোপনে।

স্বপ্নের পথে ভবিষ্যত নির্মানে

রিয়েল, ডলারের খোজে, ঘর্মাক্ত কলেবরে।



কেউ বা স্বপ্ন বেচে, পাড়ি জমায় বিদেশে

বুকভরা কষ্ট নিয়ে নিরব অভিমানে।

কেউ বা স্বপ্ন গড়ে ডলারের ভাজে

লাল টুকটুকে এক তিলোত্তমার হাসিতে।



বিদেশ বিভূয়ে যারা দেশ-দেশান্তরে

ঘাম আর রক্তের বিনিময়ে।

জিডিপি বাড়াও যারা দেশের কল্যাণে

হাজার স্যালুট তোমায়, তোমার বদান্যে।



ফিরে এস, হে বঙ্গ সন্তানেরা বিজয়ের বেশে

প্রকৃতির কোলে, মায়া আর আত্মার সনে

প্রিয় জন, বন্ধু স্বজন

অপেক্ষায় যারা তোমারি আলিঙ্গনে।



মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

পাঠক১৯৭১ বলেছেন: কেউ স্বেচ্ছায় যায়নি বিদেশে; আমাদের জাতির ভুলের জন্য আজ আমাদের মানুষ বিদেশে মরছে, কস্ট পাচ্ছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯

আহেমদ ইউসুফ বলেছেন: ধন্যবাদ আমার লেখা পড়ার জন্য। আপনার জন্য শুভ কামনা রইল।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫০

আহেমদ ইউসুফ বলেছেন: আমাদের একান্ত কাছের বন্ধু এবং স্বজন যারা বিদেশ বিভূয়ে তাদের প্রতি উৎসর্গীত।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫২

একজন ঘূণপোকা বলেছেন: ফিরে এস, হে বঙ্গ সন্তানেরা বিজয়ের বেশে
প্রকৃতির কোলে, মায়া আর আত্মার সনে
প্রিয় জন, বন্ধু স্বজন
অপেক্ষায় যারা তোমারি আলিঙ্গনে।


--আমাদের সবার আকুতি এটা, তার চেয়েও বেশি তাদের যারা প্রবাসি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৫

আহেমদ ইউসুফ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ঘূনেপোকা অামার লেখা পড়ার জন্য। আপনার জন্য শুভকামনা করছি।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২

মুহামমদল হািবব বলেছেন: সহমত 'একজন ঘূণপোকা' র সাথে। কিন্তু বাস্তবটা অন্যরকম।
ধন্যবাদ লেখককে নাকি কবি বলবো, :P :P :P :P

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

আহেমদ ইউসুফ বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার লেখা পড়ার জন্য। আমি মুলত ছোটগল্প এবং কবিতা দুটোই লিখি। ফেসবুকে আমার চারন কবি নামে একটি পেজ আছে। আমার গল্পকবিতার রাজ্যে আপনাকে স্বাগতম।

https://www.facebook.com/Charonkobi007

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.