নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“গনতন্ত্রের মডেল”
আহমাদ ইউসুফ
গোল টেবিল বৈঠক চলছে
কর্মশালাও ইদানীং হচ্ছে
চলছে লাগাতার, অফুরন্ত হাওয়া পালে তার
চলছে আন্দোলন গনতন্ত্র রক্ষার।
সভা-সেমিনার ও হচ্ছে আজকাল
টিভিতেও টক শো জমছে খুব।
ব্লগ আর ফেসবুকে চলছে আলোচনা
তরুন যুবা সবে গাইছে প্রগতির বন্দনা।
বাম দল রাম দল সবে মিলে একদল
ঠুনকো অজুহাতে করছে নিশানা
ভিন্নমত ভিন্নপথ চলছে নিপীড়ন।
আহা! বেশ চলছে গনতন্ত্রের আন্দোলন।
এভাবেই চলছে আজ একুশ শতকের বাংলা
ভিশন-২১ অর্জনের কাগুজে কথামালা।
প্রশাসন, সমরায়ন কৌশলে চলছে
গনতন্ত্র রক্ষার নামে পাবলিক মরছে।
পথে বাধা, ব্যারিকেডে রেল যায় উল্টে
নদী পথে নিরাপদে চায় সবে পৌছতে।
অবরোধে বাসে আগুন, মানুষ পুড়ে মরছে
প্রশাসনের নাগের ডগায় নাশকতা চলছে।
কেউ দেখে তো কেউ দেখে না দায় পড়েছে কার
জাতিসংঘ দূত পাঠাল তারানকো নাম তার।
দফায় দফায় আলোচনা, লক্ষ্য শুধু সমঝোতা
ইসি বলেন ভোটের কথা, এটাই নাকি বাধ্যকতা।
দলের ভেতর আরেক দলে করছে দলাদলি
দল ছেড়ে কেউ বাইরে গিয়ে করছে তাবেদারি।
কে যাবে আর কে যাবেনা এটাই যখন কথা
ভোটাররা সব ঘরে বসে খুলছে পানের বাটা।
নির্বাচন হতেই হবে এটাই যখন এইম
কেউ জানে না, কে খেলিবে কোন ধরনের গেইম।
ধন্য ধন্য রব উঠেছে দেশ ও বিদেশে
গনতন্ত্রের মডেল হল সোনার বাংলাদেশে।
যখন তখন মত পাল্টানো এটাই যাদের হবি
এমন নাটক দেখে শেষে নিরব হল কবি।
©somewhere in net ltd.