নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুপারনোভা

আহেমদ ইউসুফ

I am a introverts person would like to hide myself.

আহেমদ ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

“সড়ক দুর্ঘটনা রোধে আমার কিছু প্রস্তাবনা"

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৬



“একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না”। শুধু কান্না বললে কম বলা হবে। একটি পরিবারকে পথে বসানোর জন্য ছোটখাট একটি দুর্ঘটনাই যথেষ্ট। সড়ক দুর্ঘটনা একটি চলমান ইস্যু। সড়ক দুর্ঘটনার কারন ও প্রতিকার বিষয়ে বিস্তর লেখালেখি ও আলোচনা-সমালোচনা কম হয়নি। কিন্তু সড়ক দুর্ঘটনা আদৌ কমেছে বলে কেউ বলতে পারবেন না। বরং দিন দিন বেপরোয়া ভাবে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। আমার মতে সড়ক দুর্ঘটনা রোধে নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহন করা যেতে পারেঃ

১। চালক ও পথচারী সবারই সচেতনতা প্রয়োজন। চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। আর পথচারীদের ও যত্র তত্র রাস্তা অতিক্রম করার অভ্যাস ত্যাগ করতে হবে।

২। সমগ্র ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। ডিজিটাল সিগন্যাল বাতি, কোজ সার্কিট ক্যামেরা ও দুর্ঘটনা পরবর্তী স্পেশাল টার্স্ক ফোর্সের মাধ্যমে ট্রাফিক ব্যাবস্থার উন্নয়ন করা যেতে পারে। যার ফলে দোষী চালকদের পাকড়াও করা সহজ হবে এবং যান চলাচলের উপর নজরদারী বাড়ানো যাবে।

৩। ফুটপাত দখলমুক্ত করতে হবে। ফুটপাতের অবৈধ স্থাপনা ও অবৈধ পার্কিং উচ্ছেদ করে যান চলাচলের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।

৪। হাইওয়েতে জরুরী ভিত্তিতে রোড ডিভাইডার দিতে হবে। প্রয়োজনে প্রধান প্রধান হাইওয়ে গুলোকে আরো প্রশস্ত করতে হবে।

৫। এক্সিডেন্ট এর জন্য দায়ী চালকদের লাইসেন্স বাতিল/স্থগিত করতে হবে। নতুন লাইসেন্স দেয়ার ক্ষেত্রে নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান হতে হবে। এছাড়াও লাইসেন্স পাওয়ার জন্য প্রচলিত বিধিমালা কঠোরভাবে অনুসরন করতে হবে।

৬। প্রচলিত আইনের আওতায় দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কোন অবস্থাতেই দোষী ব্যক্তি যেন আইনের ফাক গলিয়ে বেরিয়ে আসতে না পারে সেদিকে আইন প্রয়োগকারী সংস্থাকে নজর দিতে হবে।

৭। কাউন্সেলিং এর মাধ্যমে চালকদের সহমত ও সহিষ্ণতার চর্চা করাতে হবে। ওভারটেকিং প্রবনতা ও অতিরিক্ত গতি তোলার প্রবনতাকে পরিহার করতে হবে।

৮। ট্রাফিক পুলিশের উপর নির্ভরতা কমাতে হবে। এক্ষেত্রে কোন বেসরকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাকে নিয়ন্ত্রন করা যেতে পারে।

সড়ক দুর্ঘটনা আমাদের সমাজের জন্য একটি অভিশাপ স্বরুপ। দিন দিন সড়ক দুর্ঘটনা আমাদের আষ্টেপৃষ্ঠে বেধে ফেলেছে। আমরা এর বলয় থেকে বেরিয়ে আসতে পারছি না। কারন আমাদের দুরদর্শিতা ও সচেতনতার অভাব রয়েছে। ভঙ্গুর প্রশাসনিক কাঠামো ও অব্যবস্থাপনা আমাদের কে সমস্যার গভীরে হাবুডুবু খাওয়াচ্ছে। এ অবস্থার উত্তরন জরুরী। তাই আসুন আমরা সড়ক দুর্ঘটনা রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহন করি।





বিঃদ্রঃ যখন এই লেখাটা লিখছি ততক্ষনে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন সহ বার জনের মর্মান্তিক মৃত্যুর খবর ছাপা হয়েছে পত্রিকার পাতায়। সড়ক দুর্ঘটনায় নিহত সকলের মাগফেরাত কামনা করছি।



আহমেদ ইউসুফ

ঢাকা ৩১ মে ২০১২ ইং

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯

মামুন রশিদ বলেছেন: দরকারি পোস্ট !

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৭

আহেমদ ইউসুফ বলেছেন: ধন্যবাদ ভাইয়া আমার লেখা পড়ার জন্য। আসলে আমাদের গোড়াতেই সমস্যা। আমাদের মন-মানসিকতা বদলাতে হবে। আর এ ব্যাপারে সরকার আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে। সরকার কঠোর হলে জনগন আইন মানতে বাধ্য। ধন্যবাদ।

২| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

সুমন কর বলেছেন: কাগজে-কলমে হতেও পারে কিন্তু বাস্তবে হবে কিনা প্রশ্নযুক্ত!! X(( X((

গুড পোস্ট।

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৯

আহেমদ ইউসুফ বলেছেন: হুম। কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে বিষয়টা এমন মনে হয় না। ‍কারন পরিবর্তন অবশ্যম্ভাবী। মানুষও সচেতন হতে কতক্ষন? ধন্যবাদ আমার লেখা পড়ার জন্য।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪

HHH বলেছেন: গরু-ছাগল চিনলেই তাদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া থেকে বিরত থাকতে হবে

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২১

আহেমদ ইউসুফ বলেছেন: গরু ছাগল চিনলেই ড্রাইভিং লাইসেন্স দেওয়া যেতে পারে- ”জনৈক মন্ত্রী”।
বাহ! ভালো তো! ভালো না।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৫

চাঁদের বুড়ি০০৭ বলেছেন: টেলিভিশনে চালক /পথচারীদের জন্য সচেতনতা মূলক নিদের্শনা আরও বেশী বেশী প্রচার করতে হবে।

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২

আহেমদ ইউসুফ বলেছেন: আপনি ঠিক বলেছেন টেলিভিশনে সচেতনতামূলক নির্দেশনা বেশি করে প্রচার করতে হবে। ধন্যবাদ।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪

শরৎ চৌধুরী বলেছেন: ইন্টারেস্টিং প্রস্তাবনা।

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৪

আহেমদ ইউসুফ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকবেন। ফেসবুকে আমার গল্পকবিতার পেজ চারন কবি তে আপনাকে স্বাগতম। আশা করি আপনার পদচারনা একান্ত কাম্য।
লিংকটা শেয়ার করছি।

https://www.facebook.com/Charonkobi007

৬| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮

সায়েম মুন বলেছেন: আপনার প্রস্তাবনাগুলো যুক্তিসঙ্গত। আমাদের সবার সচেতনতার পাশাপাশি সরকারকেও উদ্যোগী হতে হবে।

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫

আহেমদ ইউসুফ বলেছেন: হুম আপনার সাথে একমত পোষন করছি। “আমাদের সবার সচেতনতার পাশাপাশি সরকারকেও উদ্যোগী হতে হবে”। ধন্যবাদ।

৭| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


যৌক্তিক পরামর্শ, বাস্তবায়িত করা গেলে হয়ত ভালো কিছু হতো।

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৭

আহেমদ ইউসুফ বলেছেন:
ধন্যবাদ আমার লেখা পড়ার জন্য। তবে বাস্তবায়ন করা আদৈা সম্ভব হবে সে কিনা সে ব্যাপারে আমিও সন্দিহান।

ফেসবুকে আমার গল্পকবিতার পেজ চারন কবি তে আপনাকে স্বাগতম। আশা করি আপনার পদচারনা একান্ত কাম্য।
লিংকটা শেয়ার করছি।

https://www.facebook.com/Charonkobi007

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.