নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশের খুব ভাল বন্ধু আবির। ছোটবেলা থেকেই দুজনের গলায় গলায় ভাব। কালের আবর্তে এতটুকু ম্লান হয়নি সে বন্ধুত্ব। তবুও ইদানীং মন ভাল নেই আবিরের, কারন আকাশ।
আকাশের কেমন যেন বিরক্তি ধরে গেছে। আবিরটা যে কিনা ? সারান মুখ গোমড়া করে রাখবে। কিছু জিজ্ঞেস করলে জবাব দিতে চায়না । সমস্যাটি কি ভেবে পায় না আকাশ।
জলির সাথো প্রায়ই দেখা হয় আকাশের । এড়ানোর চেষ্টা করে ও। তবুও সামনা সামনি পড়ে যায় মাঝেমধ্যে । দায়সারা জবাব দিয়ে কেটে পড়ে আকাশ । পাছে আবির কিছু ভেবে বসে।
অকাশ আবির দুজনকেই ভাললাগে জলির। তবে আকাশের প্রতি ভাললাগার মাত্রাটা সামান্য বেশি। বলি বলি করেও শেষ পর্যন্ত কথাটা বলা হয়নি আকাশকে। পাছে আবির কষ্ট পায়। নষ্ট হয় বন্ধুত্ব।
আবির চায়না আকাশ আর জলির মাঝে বাধা হয়ে দাড়াতে। তাইতো সরে দাড়ানোর যোগাড় হয় আবির। ডিপার্চার লাউঞ্জে আকাশের হাতে জলিকে তুলে দেয় আবির। চমকে ওঠে আকাশ। আফসোস আবির জানতেও পারল না আকাশের মনের খবর।
২| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৫
অপ্রচলিত বলেছেন: সত্যি বলতে কি, ঠিক অনুগল্প হয় নি
তবে উৎসাহ হারাবেন না, চালিয়ে যান লিখতে লিখতেই হয়ে যাবে।
২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬
আহেমদ ইউসুফ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পরামর্শটা মাথায় রাখছি। ভালো কিছু লেখার চেষ্টা অব্যাহত থাকছে।
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২২
আহেমদ ইউসুফ বলেছেন: আমি আসলে চাইছিলাম একটি অনুগল্প লিখতে। জানিনা কতটা সফল হয়েছি তা পাঠকই বলতে পারবেন।