নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুপারনোভা

আহেমদ ইউসুফ

I am a introverts person would like to hide myself.

আহেমদ ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

হে যমুনা পাড়ের মেয়ে

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৯





হে যমুনা পাড়ের মেয়ে

জানিনা কোথায় তোমার বাস,

কোন নগর কোন জনপদ?

কোন রাজ্যের রাজকন্যা তুমি, কোন কাননের ফুল

কিছুই জানিনা আমি।

শুধু জানি কোন এক লগ্নে হঠাৎ,

সন্তপর্নে চুপেচুপে তোমাতেই মুগ্ধ

তোমাতেই লীন।



হে যমুনা পাড়ের মেয়ে

কোন গাঁয়ের কোন মোড়লের মেয়ে তুমি

কিছুই জানা হয়নি আমার।

তবুও তোমার হৃদস্পন্দন শুনি আমি

একই মতাদর্শী আমরা, নীতি-বিশ্বাসেও এক

কি অদ্ভুত বোঝাপড়া, অদ্ভুত রসায়ন

যেন আত্মার মহামিলন

তোমার সনে।



হে যমুনা পাড়ের মেয়ে

যখন সন্ধ্যা নামে, ঘোর জমাট অন্ধকারে

তোমার অনুভবে শিহরিত আমি

অন্তচক্ষে দেখি তোমায়

মিটিমিটি তারার রাজ্যে, সুদূর দিগন্তে।

ঝড়ো বর্ষার দিনে, বাধভাঙ্গা উচ্ছ্বাসে ভাসি

ছন্দোময় আবেগে, তোমার স্মৃতি রোমন্থনে।

যেন বা বর্ষাতি চেপে পাশাপাশি দুজন

গভীর আলিঙ্গনে।



হে যমুনা পাড়ের মেয়ে

কখনো কি ফিরবে আমারি ক্যানভাসে?

রং-তুলির আচরে।

অনন্ত যৌবনা ভেনাসের জৌলুসে

প্রেমের প্রদীপ হাতে

গ্রীক দেবী অ্যাফ্রোদিতির রুপে।



হে যমুনা পাড়ের মেয়ে

ফিরে আর আসবে কি তুমি?

ফিরবে কি বটের ছায়ায়?

শিরিষের ডালে, পাখিদের কোলাহলে!

লেকের কালো জলে ফোটা নিষ্পাপ পদ্মের সৌরভে।

আবারো কি মুখোমুখি বসব দুজন

অপলক চোখে

কি গভীর কৌতুহলে, এক মধুর সম্মোহনে

স্বপ্নময় এক অন্তহীন স্বপ্নীল আবহে।



হে যমুনা পাড়ের মেয়ে

ফিরবে কি আর ঝড়ো বর্ষার তানে?

ত্রিচক্র যানে করে বর্ষায় ভিজে আটসাট ভঙ্গিতে।

দুরন্ত প্রেমিক জুটির খেতাব নিতেই হবে

এমন এক প্রত্যয়ে।

ফিরে আর আসবে কি এমন বাদলা দিনে?



হে যমুনা পাড়ের মেয়ে।

বিশ্বাস কর এ নিয়তির খেলা

এ যে অমোঘ বিধান।

তাইতো বার বার ফিরে ফিরে আসে

তোমার স্পর্শ, তোমার অনুভব

আমার চিন্তা-দর্শনেও তোমার প্রভাব।

কিছুতেই আড়াল হওনা তুমি

বিছায়েছ কি এক অদ্ভুত মায়াজাল।



হে যমুনা পাড়ের মেয়ে

ফিরে এসো কোন এক সোনাঝরা রোদ্দুরে।

আমার স্বপ্নে, কল্পে নয়তো গল্পে।

ফিরে এসো, মধুবর্ষী ছত্রের আচরে

আমার কাব্যে, প্রেমের সঞ্জীবনে, যুগ যুগ ধরে।

হে যমুনা পাড়ের মেয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.