নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশির স্নাত ভোরের মুগ্ধতা চোখে
পত্র পল্লবের হাতছানি দেখি
অনুভবে অমলিন, ভাস্বর হৃদয়ে আজ
মেঠো পথের ধুলোময় চক্রবাক।
মুগ্ধ আমি আপ্লুত এক উদাসী কবি
হাতে কবিতার খাতা সময়ে অসমেয় দু ছত্র পদ্য লেখি।
প্রকৃতির রুক্ষতা আর সবুজের শুদ্ধতা
আকন্ঠ নিমগ্ন আমি এক অচ্ছ্যুৎ হীন কবি।
ঠায় দাড়িয়ে সৌন্দর্য চেতনে মুগ্ধ আমি
দেখি আটপৌড়ে রমনী
আগাগোড়া মুড়ে ফিনফিনে শাড়ি
কি অদ্ভুত! কি মায়াবীনি!
নগ্নপায়ে ত্রস্তপদে হেটে যাওয়া
বাঙ্গালী এক রমনী।
আমি দেখি স্বপ্ন দেখি সবুজ ঘাস
দেখি উচ্ছল প্রানবন্ত কুলবধূ
সখিবেষ্টিত জলকেলিতে মগ্ন সলাজ হাসি।
গায়ে জড়িয়ে আটপৌরে শাড়ি।
সীমাহীন মমতায় ঘেরা আর কিঞ্চিৎ মাদকতা
অম্লান আজও আমার দেখা সেই রমনী।
জড়িপাড় শাড়িতে নববধূর সাজে
আধহাত ঘোমটায় মোড়ানো কি এক নিষ্পাপ কোমলতা।
নতুন সংসার আর প্রিয়জন
সবমিলিয়ে দুরন্ত সব আয়োজন।
অনুসংগ জড়িপাড় শাড়ী।
সাঝের বেলা যখন শিশির সিক্ত ভোরে, কলসি কাখে
নদীর ঘাটে রমনীদের কোলাহলে
আমি খুজি শুদ্ধতা আমি খুজি প্রেম।
এ তো চিরায়ত ঐতিহ্য, চিরায়ত ইতিহাস।
কালের বিবর্তন, সভ্যতার আগ্রাসন
কোট প্যান্ট আর স্কার্ট এর দুরন্ত প্রতিযোগ
তবু সব ছাড়িয়ে উৎসবে আর পুজা-পার্বনে দেখি
বাঙ্গালী সাজার দুরন্ত প্রয়াস।
০৮ আগষ্ট ২০১২ ইং।
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৫
আহেমদ ইউসুফ বলেছেন: ধন্যবাদ আমার লেখা পড়ার জন্য। আপনার জন্য শুভ কামনা রইল। ফেসবুকে আমার কবিতার পেজ চারনকবি তে আপনাকে স্বাগতম। নিচে লিংকটা দিলাম।
https://www.facebook.com/Charonkobi007
২| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
বোকামন বলেছেন:
সাঝের বেলা যখন শিশির সিক্ত ভোরে, কলসি কাখে
নদীর ঘাটে রমনীদের কোলাহলে
আমি খুজি শুদ্ধতা আমি খুজি প্রেম।
সুন্দর কবিতা !
+
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১২
আহেমদ ইউসুফ বলেছেন: আমার কবিতা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভ কামনা রইল।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৪
স্নিগ্ধ শোভন বলেছেন: ১ম ভাললাগা +++++++