নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারীর সম্মানহানীর জন্য নারী নিজেরাই দায়ী!!!!
নারীকে পন্য হিসাবে উপস্থাপনের জন্য নারীরা নিজেরাই অনেকাংশে দায়ী। নারী নিজেকে আকর্ষনীয় হিসাবে উপস্থাপন করতে চান। নিজের প্রশংসা অন্যের মুখে শুনতে তারা খুব ভালোবাসেন। একজন নারী সমগ্র জীবনে মা, বোন ও মেয়ের চরিত্রে অভিনয় করেন। এটাই সত্য ও স্বাভাবিক। জায়া জননী ও পত্নী হিসাবে নারীদের জন্য প্রাপ্য মর্যাদা সবসময় সব সমাজেই কমবেশী সংরক্ষিত আছে। আমরা পুরুষরাও নারীকে মা, বোন ও মেয়ে হিসাবে তার প্রাপ্য মর্যাদা দিতে কার্পন্য করি না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নারী তার স¦াভাবিক মর্যাদা হারিয়ে ফেলেন একান্তই তার নিজের লোভ লালসা ও দুরদর্শিতার কারনে। নারী যেখানে নিজেই চায় ভোগের সামগ্রী হতে সেখানে পুরুষের কি করার থাকতে পারে। মডেলিং ও ফ্যাশন জগতের সুন্দরী নারীরা নিজেকে লোভনীয় ও যৌনাবেদনময়ী হিসাবে উপস্থাপন করেন। এক্ষেত্রে নারীর মেধা কোন বিবেচ্য বিষয় নয়। উচ্চাভিলাষী মনোভাব ও তীব্র অর্থনৈতিক আকাঙ্খা নারীদেরকে তাদের স্বরূপ ভুলিয়ে দেয়। সিনেমা, নাটক ও বিজ্ঞাপনচিত্রে নারীদের পন্যের সাথে তুলনা করা হয়। যদি এটা ন্ইা হবে তাহলে সিনেমা, নাটক কিংবা বিজ্ঞাপনচিত্রে কৃষ্ণ বর্নের পুরুষ অভিনেতা থাকলেও কৃষ্ণ বর্নের কোন অভিনেত্রী কাস্ট করা হয় না কেন? এটা একটা গূঢ় রহস্য আমার কাছে। আর নারীদের শিক্ষাগত ও মানসিক যোগ্যতাই যদি শেষ কথা হতো তাহলে এত এত বিউটি পার্লারের কেন প্রয়োজন হয়? মোটকথা আমি বলতে চাই সম্মান ও মর্যাদা অর্জন করে নিতে হয়। সম্মানী ব্যক্তিই সম্মানিত হন। একজন কোমর দোলানো নর্তকী কিংবা বিকিনি পড়া নায়িকাকে দেখে একজন পুরুষের মনে সম্মান বোধ জাগ্রত হওয়াটা অসম্ভব একটা ব্যাপার। আর ঘন ঘন বয়ফ্রেন্ড পাল্টানো যাদের নিত্যনৈমত্তিক কাজ সেসব মেয়েদের প্রতি কিভাবে আপনি উচ্চ ধারনা পোষন করবেন? আপনি কি আমার কথায় দ্বিমত পোষন করবেন?
আহমাদ ইউসুফ
ঢাকা ২৮ মে ২০১২ ইং
২| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৪
বেকার সব ০০৭ বলেছেন: ভাই শিরোনামের সাথে ( ১৭+ বা ১৮+ ) লাগান পোস্ট হিট ১০০%
৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৪
বেকার সব ০০৭ বলেছেন: ভাই শিরোনামের সাথে ( ১৭+ বা ১৮+ ) লাগান পোস্ট হিট ১০০%
৪| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৪
মোমেরমানুষ৭১ বলেছেন: ছবিটা সৈরাম হইছে....... লেখাটা পড়ব না ছবিটাই দেখব?
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩০
আহেমদ ইউসুফ বলেছেন: সত্য কথার ভাত নাই। তবু সত্য কথা বলতে বদ্ধপরিকর আমি। অসংঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস নিয়ে চারনকবির যাত্রা। আপনাদের দোয়া একান্ত কাম্য। লিংকটা শেয়ার করছি।
https://www.facebook.com/Charonkobi007