নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেমন্তের সন্ধ্যায় চন্দ্রালোকিত জ্যোৎসা মেখে
বিমুগ্ধ চোখে উন্মনা হয়ে, পদ্মার বুকে।
ঠায় বসে আছি আমি। আমার মতো আরো অনেকে
গল্প গুজবে মুখরিত লঞ্চের ডেকে।
সুনসান স্নিগ্ধ প্রকৃতি আমার চারপাশে
বাইরে অপার বিস্ময় খেলা করে
জ্যোৎসা প্লাবিত নদীতটে, রুপোর স্রোত কেটে
সামনে এগিয়ে চলে ছোট ছোট নৌযান
একটানা শব্দের ঐক্যতানে।
আমি মুগ্ধ চোখে অবাক বিস্ময়ে দেখি
দিগন্ত বিস্তৃত খোলা প্রান্তরে জ্যোৎন্সার পরত ঝড়ে পড়ে।
পদ্মার বুকে বিষফোড়ার বেশে
জেগে ওঠা কাশফুল কিংবা ফসলের মাঠে
ক্ষনিকের যাত্রা তবু অমলিন
সবটুকু ভাললাগা নৌযান ঘিরে।
রেলিংয়ে ভর করে সৌন্দর্যের খোজে
আমি। আমার মতো দক্ষিন বঙ্গের সবে।
উৎসুক চোখে প্রকৃতির অপার বিস্ময়ে
ধ্যানমগ্ন আমি ফুরফুরে হিমেল বাতাসে।
হঠাৎ কলকলে শব্দ, বীনার ঝংকারে।
ক্ষনিক আনমনা করে আমায় এক তিলোত্তমার হাসিতে।
গল্প আর কথার ছন্দে মুখরিত যাত্রা
জ্যোন্সার পরত গায়ে মেখে,
আকন্ঠ মুগ্ধতায় বার বার ফিরে আসি
মাওয়া-কাওরাকান্দি পারাপারে।
সমাপ্ত
রচনাকাল ২০ অক্টো ২০১৩ ইং। ঢাকা।
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১১
আহেমদ ইউসুফ বলেছেন: গোধূলী লগনে জ্যোন্সা প্লাবিত পদ্মার অপার সৌন্দর্য্যে আমি রীতিমত মুগ্ধ। আমার মুগ্ধতার বহিঃপ্রকাশ "জ্যোন্সার পরত গায়ে মেখে" কবিতাটি। আশা করি পাঠকের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।
আমার ফেসবুক কবিতার পেজ "চারনকবি" তে স্বাগতম। পেজের লিংকটা শেয়ার করছি। https://www.facebook.com/Charonkobi007