নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন দেখি ধুলোময়
আস্তরের পর আস্তরন গজায়।
আমি নিস্পলক দেখি দিনের পর দিন
ক্ষয়ে যাওয়া উচ্চাভিলাষ ধুসর স্বপ্নের বাড়ী।
দিনের পর দিন আমি গাথি ছত্র
মনোকষ্টের দিনলিপি
আবেগতাড়িত সব ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি
গাথা হল অবশেষে আজ ধুসর পান্ডুলিপি।
পরম যত্নে আগলে রাখি
বারবার দেখি ধুলোর আস্তর ভেদি
সঞ্চিত সব হৃদয়ের আকুতি
তিক্ত, বিস্বাদ আর মধুর সব অনুভূতি।
আমি তো আতœপ্রসাধ লভি
সুখের আবেশে অফুরন্ত উৎসাহে
ছত্রের পর ছত্র গাথি
যদিও হবে না মহাকাব্য জানি।
তবুও চেষ্টা প্রানপন উচছাস অফুরান
ধুলোময় আস্তরন ঝাড়ি
নিরন্তর প্রচেষ্টা, ক্রমশ নিজেকে ছাড়িয়ে যাওয়া
যদি বা হালে পানি পায় আমার ধূসর পান্ডুলিপি।
আশার প্রদীপ জ্বালি নিরন্তর
যদি বা কেউ একজন শুভাকাঙ্খি
কোন একদিন ধুলোর আস্তর ভেদি
ছুয়ে দেখে আমার ধুসর পান্ডুলিপি।
আমি ধন্য হব কৃতজ্ঞচিত্তে।
যদি কেউ ভালবেসে
কোন এক দৈব দুর্বিপাকে
চারনকবি বলে আমাকেই কাছে ডাকে।
আমার চিরন্তন মনোবাসনা
মানুষ আর প্রকৃতির বন্দনা।
কলমে ঝড়–ক স্তুতি, গান আর
সর্বশক্তিমান খোদার মহিমা।
©somewhere in net ltd.