নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিন কে দিন, সভ্যতার অগ্রযাত্রায়
ক্রমশ কঠিন হয়েছে হৃদয়।
আজ আর স্পর্শ করে না, আবেগে আপ্লুত হয় না
হৃদয়ে সেতো শোনে না অসহায় মানুষের কান্না।
এটাই বাস্তবতা, ছুতেও পারে না
ঝরা ব্যাধি, পৃথিবীর দুঃসময়।
আবেগও ভোতা হয়ে যায়, ক্রমশ ব্যস্ততায়
দুনিয়ার নেশায় পার করি একান্ত সময়।
ভাবি না ভাববার অবকাশ কোথায়?
গলদঘর্ম সব মানুষেরা, রুটি রুজির ধান্ধায়।
একান্ত কিছু প্রিয়জন নিয়ে
নিশ্চিন্ত কাটাই আমরা ব্যস্ত সময়।
সমাজের উচ্ছিষ্ট কিছু মানবের সন্তান
আমাদের আশেপাশে ফুটপাথে যাদের বাস।
সভা-সেমিনারে গলাবাজি করি কর্তব্য ফলাই
প্রয়োজনের সময় সযত্নে নিজেকে লুকাই।
এই তো আমরা, আমরা বাঙ্গালীরা
রাজপথ উত্তাল করি ঠুনকো অজুহাতে।
মেজাজ তিরিক্ষি হয়, মানুষ্যত্ব বিকোয়
গৃহকর্মীর সামান্য অপরাধে।
আমাদের সন্তান থাকে আদর-সোহাগে।
ব্যতিব্যস্ত হই তাদের সামান্য অসুখে
কি আফসোস! স্পর্শ করেনা হৃদয়
বিবেক অন্ধ হয়, গৃহকর্মীর বেদনায়।
এতো সভ্য সমাজের দায়
সুবিধা বঞ্চিত মানুষের সেবা
খাদ্য বস্ত্র আর শিক্ষার সমন্বয়।
তবেই না মানব জাতি ইতিহাসে হবে অক্ষয়।
আহমাদ ইউসুফ
ঢাকা, ২২৫০ ঘঃ ২১ সেপ্টেম্বর ২০১৩ ইং।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২১
আহেমদ ইউসুফ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার কবিতা পড়ার জন্য। ফেসবুক্ওে আমার একটা কবিতার পেজ আছে। আপনার পদচারনা একান্ত কাম্য। লিংকটা সংযুক্ত করলাম। https://www.facebook.com/Charonkobi007
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার লিখেছেন কবি।
ভাললাগা রেখে গেলাম।
+++