নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার জন্য এ প্রার্থনা বাবা
শ্রদ্ধার্ঘ্য নিবেদন।
শুধু তোমার স্মরনে বাবা
আমার শ্রদ্ধায়েষূ বাবা।
আজি বহুদুর হতে তোমায় মনে পড়ে
অম্লান তুমি! তোমার কীর্তি
আজও চিরভাস্বর আমার মানসপটে।
কায়মোনা বাক্যে মাগফেরাত কামনায়
বাবা আজও তোমায় মনে করি।
অধীর আগ্রহে, কি গভীর কৌতুহলে
বার বার জিজ্ঞাসি
কেমন আছ বাবা? শরীর ভালো কিনা?
তুমি বল। ভালই আছি। কেমন আছিস তোরা?
আজ বড় মনে পড়ে, বাবা
সেইসব দিন, স্মৃতিবিজড়িত সময়।
তোমার হাত ধরে স্কুলে-মসজিদে
নিয়ে যেতে আমায়।
কি গভীর কৌতুহল আমার
প্রশ্নবানে জর্জরিত তুমি
তবুও অম্লান বদনে, প্রানপনে
ব্যতিব্যস্ত আমার প্রশ্নের জবাব দানে।
মনে কি পড়ে বাবা?
চৈত্রের কাঠফাটা রোদে কিংবা
শীতের কনকনে হিমেল পরশে
তোমার ছায়াসঙ্গী হয়ে।
কত দুর ঘুরেছি গঞ্জ থেকে শহরে।
বাবা তোমায় মনে পড়ে আজও
মাঝরাতে ঘুম ভেঙ্গে গেলে
হাপিত্যেস করি, তুমি ভালো আছ কিনা এই ভেবে।
বাবা তোমায় খুব মনে পড়ে।
গোধূলী লগনে যখন ঘোর সন্ধ্যা নামে
এখনই হয়তো ফিরবে তুমি ঘর্মক্লান্ত শরীরে
নতুন এক গল্পের ডালি সাজিয়ে।
বাবা। ও বাবা তোমায় খুব মনে পড়ে।
সুবহে সাদিকের কালে
মুয়াজ্জিনের সুরেলা কন্ঠ যখন বাতাসে ভাসে।
খোকা ওঠ বলে আমাকে মসজিদে ডেকে নিতে
আজ কেউ ডাকে না বাবা
কেউ আর পরম আদরে মাথায় হাত রাখে না।
বাবা তোমার মত কেউ আর হয় না।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৮
আহেমদ ইউসুফ বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভকামনা।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৭
আহেমদ ইউসুফ বলেছেন: বাবা তোমার মত কেউ আর হয় না।
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৬
শূন্য পথিক বলেছেন: তোমার জন্য এ প্রার্থনা বাবা
শ্রদ্ধার্ঘ্য নিবেদন।