নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুপারনোভা

আহেমদ ইউসুফ

I am a introverts person would like to hide myself.

আহেমদ ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

পৃথিবী এক নষ্ট পানশালা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬



**** সত্যি বলতে কি ইদানীং খুব বেশী প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছি। লেখালেখিতেও দেখছি প্রযুক্তির ছড়াছড়ি। এখন আর রাত জেগে ডায়রী কিংবা পান্ডুলিপি নিয়ে লিখতে মন বসে না। তারচেয়ে বরং অনলাইনে থেকে বসে বসে কবিতা লেখা বেশ সহজ। জানিনা কাব্য বিচারে কিংবা গূঢ় তাৎপর্যে কতটা পাঠকের হৃদয় স্পর্শ করবে। তবে আমার চেষ্টা ছিল স্বতঃস্ফুর্ত ও নিরন্তর। পাঠক ও শুভানুধ্যায়ী ধন্যবাদ সবাইকে।



পৃথিবী এক নষ্ট পানশালা

আহমাদ ইউসুফ



কি লগ্ন আজ কোন তিথি কে জানে

প্রকৃতির নিয়মে যখন ভাটার টানে

ছুটছি আমরা ক্রমশঃ মহাকালের পথে

পুত্র পরিজন সব ছেড়ে, শুন্য রিক্ত হাতে।



বেখবর সব, নিশ্চিন্ত মানবসত্তা

অনন্ত যাত্রার পথে, অপেক্ষায় দাড়িয়ে।

ভাবছি আমি অবাক বিস্ময়ে

শূন্য হাতে দাপুটে মোড়লকে দেখে।



এটাই নিয়তি যখন

কিইবা সমাধান? ভেবে,

ভুলো না খোদার মহিমা

কেউ জানে না কখন ভাটার টান হবে?



ক্ষনিকের অতিথি আমরা,

গাছ পাথর আর মানুষেরা।

পৃথিবী এক নষ্ট পানশালা

তাতেই বুদ হয়ে স্রষ্টাকে ভুলে যাওয়া।



এইতো প্রকৃতির নিয়ম

যেন এক মরনখেলা

কি যে মায়া! কুহকের বেড়াজাল

মোহাবিষ্ট সব নির্বোধ মানুষের দল।



ক্ষনিকের পৃথিবীর রঙ্গমঞ্চে

অভিনেতা আমরা সব জীবন নাটকে।

ব্যস্ততা শুধু দেহের কারুকাজে

কত যত্ন, আদর আপ্যায়নে।



বেমালুম ভুলে গেছি ব্যস্ততার অজুহাতে।

দুয়ারে দাড়ায়ে যমদূত যবে

আসি আসি করে ভাটায় টান মারে

তবু বেহুশ মানবকুল নেশার ঘোরে।



আহমাদ ইউসুফ

ঢাকা, ২১৫৫ ঘঃ, ০৩ সেপ্টেম্বর, ২০১৩ ইং।



মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

আহেমদ ইউসুফ বলেছেন: সত্যি বলতে কি ইদানীং খুব বেশী প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছি। লেখালেখিতেও দেখছি প্রযুক্তির ছড়াছড়ি। এখন আর রাত জেগে ডায়রী কিংবা পান্ডুলিপি নিয়ে লিখতে মন বসে না। তারচেয়ে বরং অনলাইনে থেকে বসে বসে কবিতা লেখা বেশ সহজ। জানিনা কাব্য বিচারে কিংবা গূঢ় তাৎপর্যে কতটা পাঠকের হৃদয় স্পর্শ করবে। তবে আমার চেষ্টা ছিল স্বতঃস্ফুর্ত ও নিরন্তর। পাঠক ও শুভানুধ্যায়ী ধন্যবাদ সবাইকে।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৮

ডি মুন বলেছেন: হুমম....

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ কবিতা +++++

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬

শ্যামল জাহির বলেছেন: এ মায়া প্রপঞ্চময়!
সকল অভিনয়ের সাঙ্গ হবে।
প্রস্থান হবে অভিনেতার।
শেষ চিত্র- ষ্টেজ ফাকাঁ!

> পাথেয়....
*******************
প্লাস!

৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

আহেমদ ইউসুফ বলেছেন: ধন্যবাদ আপনাকে। চমৎকার অনুধাবন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.