নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নয়নে নয়ন দেখতে না পারে
নিষ্ফল চেষ্টা ব্যর্থ অভিমানে
পৃথিবী শুদ্ধ জানে
তুমি আমি কোন নয়নে
নয়নের কাছে নয়নের বাস
তবু কি নিদারুন ব্যর্থ প্রয়াস
দেখিতে পারিনা দীঘল কালো
ডাগর হরিনী চোখের বেশবাস।
সভ্যতার উৎকর্ষতা আর
কিঞ্চিৎ শিক্ষার প্রসার
ধরাকে সরা জ্ঞান
চিনতে চাইনা তুমি আমি কে বা কাহার।
সীমাহীন ক্ষুদ্রতা নাজুক দেহলতা
এই সার মানুষের আকার
তবু কি এক অদৃশ্য চেতনা
মানুষ ঠিক নিজেকেও চিনে না।
নয়নে নয়নে ভেদাভেদ আছে
এক নয়ন ভালোবাসে অন্য নয়নে
সে (অন্য নয়ন) তখন সুখ খোজে অন্য ভুবনে
নয়নের ভেদ তো মানুষ বোঝে নারে।
এইতো জগতের রীতি
নয়নে নয়নে হয় না প্রেম-প্রীতি।
ভালবাসা নেই কোথাও, সর্বত্র
ধূসর নীতিহীন পৃথিবী----আহমাদ ইউসুফ, ঢাকা ১৭৩৪ ঘঃ ২৫ আগষ্ট ২০১৩ ইং।
©somewhere in net ltd.