নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুপারনোভা

আহেমদ ইউসুফ

I am a introverts person would like to hide myself.

আহেমদ ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪০

অপেক্ষা



অপেক্ষায় ছিলাম বুড়িগঙ্গার তীরে

লঞ্চ টার্মিনালে

মা, আমার প্রিয় জননী আসবেন বলে।



অধীর অপেক্ষা আমার সন্ধানী চোখে

যদিবা হঠাৎ আমার চোখকে ফাকি দিয়ে

মায়ের লঞ্চ এসে তীরে ভেরে।



তাইতো সতর্ক দৃষ্টি

ভাবলেশহীন ত্রস্ত ভঙ্গি।

কখন আসবে মা?



সময় কাটানোর অজুহাতে

চোখ রাখি খবরের কাগজে

তবু অমার চোখ খোজে নিবিষ্ট মনে

যদি হঠাৎ মায়ের লঞ্চ এসে তীরে ভেরে।



পল্টুনের শুরু থেকে শেষ মাথায় ভেরে

সারি সারি নৌযান

যাত্রীর আনাগোনা, হকারের চিৎকার

সব মিলিয়ে এক এলাহী কারবার।



সাঝ সকালেই দেখলাম এখানে

প্রান চাঞ্চল্য অফুরান।

কুলি মজুর খেকে শুরু করে সারেং মাষ্টার

ব্যস্ত ত্রস্ত ভঙ্গি সবার।



হঠাৎ চকিতে ঝলকানো রুপের ছটা

ক্ষনিকের ভালোলাগা অদ্ভূত শিহরন

পেছনে ফেলে উৎসুক আমি

যদি অগোচরে মায়ের লঞ্চ এসে থামে।



অবশেষে মুঠোফোন বেজে ওঠে

লঞ্চ ভিরেছে বাবা! এদিকে আয়

আমিও পৌছি ল্যান্ডিং স্টেশনে

হন্তদন্ত হয়ে মায়ের আহবানে।



আহমাদ ইউসুফ

ঢাকা, ০৫ জুলাই ২০১৩ ইং ২৩০৩ ঘঃ

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪২

আহেমদ ইউসুফ বলেছেন: আমার স্নেহময়ী মা গতকাল সকালে লঞ্চে করে ঢাকা এসেছেন। তাকে রিসিভ করার জন্য সদরঘাটে ছিলাম প্রায় ঘন্টাখানেক। তখনই কবিতার প্লানটা। কেমন হয়েছে মন্তব্য করলে ভালো লাগবে।

২| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.