নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুকন্যা যখন বধূ হল
আহমাদ ইউসুফ
যখন সময় আকাশ ছোয়ার
স্বপ্নটাকে পুরন করার
প্রজাপতির পাখায় উড়ে
জগতটাকে দেখে নেয়ার।
তখন দেখি সুকন্যারে
দিঘীর জলে কলসি ভরে
নগ্নপদে সিক্ত জলে
সাঝের বেলা ডেরায় ফেরে।
চঞ্চলা চপলা সে কিশোরী
নন্দীপাড়ার এক নন্দিনী
ভাগ্যের ফেরে আজ
আটপেৌরে শাড়িতে বন্দীনি।
আমি তো দেখেছি
কোন এক সাঁঝ কিংবা গোধূলী লগনে
অবাক নয়নে মুগ্ধ মানসে
বাধভাঙ্গা হাসিতে মুক্তো ঝরে পড়ে।
দেখেছি এই সেই সুকন্যারে
দীঘল কালো কেশদামে।
পূর্নিমার চাঁদ যেন ঝলসে পড়ে
জ্যোন্সা প্লাবিত প্রান্তরে।
উচ্ছলা তন্বী শ্যামা
দুরন্ত সে পল্লী বালা।
সদলবলে পাড়াময়
বনে-বাদারে চষে বেড়ায়।
অবাক হয়েছি, মোহাবিষ্ট রুপোচ্ছটায়
তবু সহজাত সংস্কার
লাজুক লতার অদৃশ্য দেয়াল
এসবই হল কাল।
দৃশ্যপট পাল্টে গেল
সুকন্যা বধূ হল
আমারও পথ সুগম হল
ভাগ্যিস কবিতার খাতা সংগে ছিল।
আহমাদ ইউসুফ
ঢাকা, ০২ জুলাই ২০১৩ ইং।
২| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫০
আহেমদ ইউসুফ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:৪৬
টুম্পা মনি বলেছেন: ভালো।