নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুপারনোভা

আহেমদ ইউসুফ

I am a introverts person would like to hide myself.

আহেমদ ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

জয়িতাকে নিয়ে লেখা শেষ কবিতা

৩০ শে মে, ২০১৩ রাত ৮:২১

জানিনা তুমি আর ফিরে আসবে কি না

গোধূলী বেলায় কিংবা কোন এক সাঁঝের মায়ায়।

তুমি আর আসবে না এক ঝুড়ি গল্পের পসরা সাজিয়ে

কিংবা রঙ্গিন স্বপ্নের বেসাতি মেলে।

কেননা তুমি অন্যমনা, মনের বাইরে ভীন জগতে তোমার বাস।

পাষান তব তোমার হিয়া, ভালোবাসা-অশ্রু সেতো দূর

আমি তো জানি তুমি খাঁচার পাখি হতে চাও না।

ভাল কথা! কেইবা চায় বন্ধীত্ব,

পঙ্গুত্ব আর বিভীষিকা জীবন।

আমিও চাইনা এক গ্লাস পানির মতো বন্দী জীবন।

বহতা নদী তোমার চাওয়া।

মিথ্যে বলব না আমিও তাই।

তবুও কোন এক শুভলগ্নে কিংবা নিদারুন দুঃসময়ে (তোমার মতে)

মোহময় আবেশে, কি এক সীমাহীন আবেগে।

প্রানান্ত প্রচেষ্টা আমার, এক অদৃশ্য গরল পানে।

জানতে পারি নি আর জানতেও চাইনা

এ বদখত তিক্ত অম্লকে কি বলে?

তবে শুনেছি যুগে যুগে শিরি-ফরহাদ

কিংবা লাইলী-মজনুদের কালে

তারাও নাকি কি এক মন্ত্রপূত আরক পানে,

পরস্পর সম্মোহিত হয়েছিল মাদকরুপ নেশার ঘোরে।

অধূনাকালেও উত্তরসূরীদের দেখে দেখে

অবশেষে জানলাম আজ, এই প্রান্তে এসে

একেই নাকি ভালোবাসা বলে

জয়িতা তুমি কি জানতে?

পৃথিবী শুদ্ধ জানে, চন্দ্রিমার গাছ-পাথরও জানে

হাতে হাত ধরা, চোখে চোখ রাখা,

আর সীমাহীন মুগ্ধতা নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা।



নিন্দুকেরা বলে এটাই নাকি ভালোবাসা?

আশ্বর্য স্মৃতিসৌধের ব্রীজেরও সেই এক কথা।

শহীদ জিয়ার সৌধও বলে তাই!

আমি বিশ্বাস করতে চাইনি, ভালোবাসা নাকি এটাই।

পরম নির্ভরতা, আর এক অদ্ভুত সরলতা।

তোমার আজম্ন। আর আমি তো আবেগ-আপ্লুত

মোহাবিষ্ট, তোমার সম্মোহনে

ভাবছি এটা কি?

বড় বিচ্ছিরি এক ব্যাপার।

কে একজন চুপেচুপে ফিসফিসে কন্ঠে

বলল ভালোবাসা। এটাই নাকি ভালোবাসা

বিশ্বাস কর, তোমার কথামতো

প্রথমে বুঝতেই চাইনি, বিশ্বাস তো দুরের কথা।

ছেলেমানুষী বলে উড়িয়ে দিয়েছি।

কিন্তু আর কত? অবশেষে একদিন

মুখ থুবরে পড়লাম হোচট খেয়ে

তোমার হৃদয় সিংহাসনের দ্বারে।

এবারও কনফিউশন (তোমার মতে)

তুমি বললে- তুমি চাওনা বাধনে জড়াতে

তাহলে এসবের মানে কি?

তুমি মূক বধির বেশে নিষ্পাপ বালিকা হয়ে গেলে।

আর জল্লাদরুপে অঙ্গুলী নির্দেশে

গলাটিপে নিষ্ঠুরভাবে হত্যা করলে,

সে অদৃশ্য অম্লান স্বর্গীয় অনুভূতিকে।

তখনো জানতে পারিনি কি হারালাম?

অবশেষে চেতন হল একদিন।

জানলাম আরো অনেকের কাছে

বিশ্বাস ততোদিনে চির ধরেছে।

বাস্তবতায় ফিরে এসে বুঝলাম অবশেষে

একেই ভালোবাসা বলে।



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৩ রাত ৮:২৮

আহেমদ ইউসুফ বলেছেন: জয়িতা এক লাস্যময়ী তরুনী। প্রচন্ড আত্নবিশ্বাসী আর বাস্তববাদী এক মেয়ে। যার কাছে তথাকথিত প্রেম আর সংসার নিছকই বাধনে জড়ানো আর পিছুটান। সুতরাং বিজ্ঞ পাঠক বুঝতেই পারছেন আমার হৃদয়ের সকল আর্তনাদ যে নিষ্ফল ও ব্যর্থতায় পর্যবষিত হয়েছে সে কথা বলাই বাহুল্য।

২| ৩০ শে মে, ২০১৩ রাত ৮:৪৩

কাজী দিদার বলেছেন: ভাবছি এটা কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.