নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরকার পায়েল

মানুষ যা অনুভব করে তাই জ্ঞান।

সরকার পায়েল › বিস্তারিত পোস্টঃ

বিশ্বে চরম দারিদ্র্যে বাস করা প্রায় অর্ধেক মানুষই ভারতের

১৭ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮


বিশ্বের ১১০ কোটি মানুষ দারিদ্রে দিন কাটাচ্ছে। তাদের প্রায় অর্ধেকই যুদ্ধ-সংঘাত লেগে থাকা দেশের বাসিন্দা। জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।


ইউএনডিপির বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বিশ্বের ১১২টি দেশের ৬৩০ কোটি মানুষের ওপর যৌথ গবেষণা চালিয়ে এই তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৪৫ কোটি ৫০ লাখ মানুষ ‘দ্বন্দ্ব সংঘাতের মধ্যে’ বসবাস করছেন। আর চরম দারিদ্র্যে বসবাস করছে ৫৮ কোটি ৪০ লাখ মানুষ। এর মধ্যে অধিকাংশ শিশু, যা বিশ্বের মোট শিশুর ২৭ দশমিক ৯ শতাংশ।

এছাড়া এই গবেষণায় উঠে এসেছে বিশ্বের চরম দারিদ্র্যে বাস করা প্রায় অর্ধেক মানুষই ভারতে। দেশটির ১৪০ কোটি মানুষের মধ্যে ২৩ কোটি ৪০ লাখই চরম দারিদ্র্যে দিন কাটায়।


ভারতের পরে রয়েছে পাকিস্তান, ইথিওপিয়া, নাইজেরিয়া ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। দারিদ্রে দিন কাটানো ১১০ কোটি মানুষের প্রায় অর্ধেক এই পাঁচ দেশের।

যেসব দেশে যুদ্ধ-সংঘাত লেগে আছে সেসব দেশে শিশু মৃত্যুর হার ৮ শতাংশ। যেখানে শান্তিপূর্ণ দেশগুলোতে শিশু মৃত্যুর হার ১ দশমিক ১ শতাংশ।

যৌথভাবে এই গবেষণা চালিয়েছে ইউএনডিপি ও ওপিএইচআই। গবেষণায় দরিদ্রতার নির্ণায়ক হিসেবে অপর্যাপ্ত বাসস্থান, স্যানিটেশন, বিদ্যুৎ, ভোজ্যতেল, পুষ্টি এবং স্কুলে যাওয়ার বিষয়টিকে বিবেচনায় নেওয়া হয়েছে l

বাংলাদেশের নাম অবশ্য এখনও এই তালিকায় আসেনি l কোন দেশকে ছোট করার উদ্দেশ্য না বরং কিছু অপরিপক্ক বুদ্ধির ব্যক্তি যারা ভারত নিয়ে হা পিত্তেস করে কথায় কথায় বাংলাদেশের সাথে তুলনা করে তাদের জ্ঞান বৃদ্ধির জন্য দেয়া l

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

সোনাগাজী বলেছেন:



১১০ কোটীর অর্ধেক নিলে , যেই সংখ্যা পাওয়া যায়, উহা কি সাড়ে ২৩ কোটী?

১৭ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭

সরকার পায়েল বলেছেন: গাজী সাহেব অঙ্ক শিখেন অঙ্ক বুঝেন এখনও পাটি গণিত শিখতে হবে l

২| ১৭ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

সোনাগাজী বলেছেন:



অপরিপক্কাদের জ্ঞান দিতে চাচ্ছেন? ভালো, ১ম শ্রেণীর জন্য দেয়া ধারাপত শেষ করেন আগামী ১০ বছরে, তখন আপনার সুযোগ আসবে।

১৭ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

সরকার পায়েল বলেছেন: পাটি গণিতের কি পাশ মার্ক পেয়েছেন ❓ তৈলাক্ত বাঁশ নিয়ে উঠেন নামেন দেখেন তো কত সময়ে কত টুকু উঠতে পারেন তারপর জানান l সাধারণ কথার প্যাঁচ বুঝেন না মিয়া বর্ণমালা চিনলেই মন্তব্য করা শুরু করেন ⁉️

৩| ১৭ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

ঊণকৌটী বলেছেন: ভারতের লোক সংখ্যা 144 কোটি 66 লাখ, চিনের 143 90 লাখ তাহলে দেখা যাচ্ছে, ভারত পৃথিবীর সবচেয়ে বেশি লোকের বাস | 144 এর 50% হয় 72 কোটি, আর মাত্র যে বিশ কোটি, তার একটা বড় ভাগ হচ্ছে, দক্ষিণ পূর্ব এশিয়ার শরণার্থীরা,যাদের কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে খুঁজে খুঁজে বের করে দেশ ছাড়া করবেন |

১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০০

সরকার পায়েল বলেছেন: বাহ্ অনেক বড় ভুল ধরেছেন এখন যান গাজী সাহেবের সাথে অঙ্ক কোচিং করেন l

৪| ১৭ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮

আমি সাজিদ বলেছেন: দেশের বাইরে থাকলে, নানা জাতের সাথে মিশলে বুঝতেন, দক্ষ পেশাজীবি তৈরীতে ভারত কিছু ক্ষেত্রে পাকিস্তান আমাদের চেয়ে কতোটা এগিয়ে

আমি কিন্তু ভারত বা পাকিস্তানের হয়ে কথা বলে আমাকে ও আমাদের, নিজের দেশের মানুষকে ছোট করছি না। বুঝাতে চাচ্ছি, আমাদের অনেক অনেক উন্নতির জায়গা আছে।

১৭ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬

সরকার পায়েল বলেছেন: মানব সম্পদ তৈরিতে ভারত এগিয়ে সেটা অস্বীকার করার উপায় নাই l কিন্তু দারিদ্রতা একটা চরম সত্য ভারত পাকিস্তানের জন্য l

৫| ১৭ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

ঊণকৌটী বলেছেন: আর এই সাড়ে 23 কোটির এর মধ্যে যারা নথিভুক্ত, তারা রেশনে সরকারি 2 টাকা কেজি চাল ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সারা বছরই পায় |

৬| ১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০২

সরকার পায়েল বলেছেন: বলদ কি বাংলাদেশেই বেশি না অন্য দেশগুলোতেও একই অবস্থা ⁉️⁉️ এই বিষয়ে কেউ জরিপ করে না কেন ❓❓

৭| ১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১৩

সোনাগাজী বলেছেন:


আপনার ব্লগিং কখনো ভালো ছিলো না, নীচে আপনার রেকর্ড:

পোস্ট করেছি: ১০৬টি
মন্তব্য করেছি: ৩২০টি
মন্তব্য পেয়েছি: ৫৮৮টি
ব্লগ লিখেছি: ১২ বছর ৫ মাস

১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২৩

সরকার পায়েল বলেছেন: আমি প্রথম শ্রেণীর অঙ্ক শিখাই আর আপনি আমার আমলনানা মুখস্ত করে ফেলছেন ‼️ আপনারে আমার আমলনামার নামতা শিখতে বলি নাই l অঙ্ক শিখেন তৈলাক্ত বাঁশের আগায় উঠতে পারছেন ❓❓

৮| ১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১৭

কামাল১৮ বলেছেন: ভারত কয়েক শতাব্দী পরাধীন ছিলো বিভিন্ন জাতি দ্বারা।নিজেরাও ছিলো বহু গোত্রে বিভক্ত।তারা শুশিত হয়েছে অন্য জাতি দ্বারা এবং নিজ গোত্র দ্বারা।মুসলমানদের আগমনের পুর্বে তারা সাবলম্বী ছিলো।মুগলদের সময় মোটামুটি ভালই ছিলো।মোগলদের কেন্দ্র ছিলো ভারতেই।তারা ভারতের সম্পদ তুরস্ক বাগদাদ বা ইরানে পাচার করে নাই।এখনো ভারতের সমস্য গোত্রপ্রথা।

১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৬

সরকার পায়েল বলেছেন: কিছু বিষয়ে সহমত l অনেকে বলে ভারত তার দেশের জন্য এক আসলে কথা সত্য না l বিভিন্ন অঞ্চলের বিদ্রোহ অন্তরদ্বন্দ্ব তাই প্রমান করে l ভারতের কোন সরকারই তাদের জনগনের জীবন মান উন্নয়নে খুব বেশি আগ্রহী বলে আমার মনে হয় না এরা রাজনীতি করে গদি সামলাতেই বেশি আগ্রহী l
তবে মোঘল বা মুসলিম শাসকদের বিষয়ে আমার মত ভিন্ন প্রথম কথা আমরা মুসলিম শাসক বলে জান দেই কিন্তু এরা মুসলিম ধর্ম নিয়ে কিছুই করেনি ধর্ম প্রচারে এদের বিন্দুমাত্র ইচ্ছা বা আগ্রহ ছিল না l তাদের মূল উদ্দেশ্য ছিল ভারত শাসন করা সেজন্য হিন্দু নারী বিয়েও করেছে l সুতরাং মুসলিম শাসক যা ব্রিটিশ শাসক একই কথা আমি আলাদা তেমন কিছু দেখি না l এবার আসি সম্পদ পাচারের বিষয়ে ব্রিটিশ শাসন ছিল ব্রিটিশ সরকার কেন্দ্রিক অর্থাৎ সরকারিভাবেই এরা বিভিন্ন দেশ ভূ খন্ড দখল লুট করতো অর্থাৎ অন্য ভূমি বা দেশে লুটপাট চুরি ছিল ব্রিটিশ সরকারের একটি অন্যতম আয়ের উৎস l তাই যা লুট করত তা ব্রিটেন পাঠাতে হত l কিন্তু মুসলিম শাসক যারা লোটা বাটি নিয়ে এসে দেশ দখল করে কারো কাছে দায়বদ্ধতা ছিল না আবার সম্পদ অন্য কোথাও নিয়ে যাবার মত নিরাপদ স্থানও ছিল না বরং নিজের রাজত্ব তাদের কাছে নিরাপদ ছিল ফলে তারা সম্পদ ভারত থেকে বের করেনি l

অর্থাৎ বর্তমান ভারতের রাজনৈতিক দল, মুসলিম শাসক বা ব্রিটিশ সব একই শুধু জাতের ভিন্নতা l ভারতের গরিব শ্রেণীর ইতিহাস গত তিনশো বছর ধরে দেখেন যদি গ্রাফ আঁকেন দেখবেন এক সরলরেখায় চলছে এক ইঞ্চি ভিন্নতা আসবে বলে মনে হয় না l

৯| ১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২৮

সোনাগাজী বলেছেন:



প্রশ্নফাঁস করে পড়ালেখা করেছেন; কিন্তু বিশ্ব নিয়ে লিখতে চান! এখানেই সমস্যা।

১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৭

সরকার পায়েল বলেছেন: আমি যখন পাশ করছি তখন আপনার ভ্রূণের চিহ্নও ছিল না l যান অঙ্ক করেন l

১০| ১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:১১

ঊণকৌটী বলেছেন: অন্ধের হাতি দর্শন, এতদিন শুনেছি, আজ মানেটা বুঝলাম |

১১| ১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:১৫

ঊণকৌটী বলেছেন: গালাগালি তারাই করতে অভ্যস্ত, যারা প্রতিনিয়ত শুনে বা বলে, অথবা বংশগত এইটা প্রমাণিত সত্য | " বাংলায় একটি প্রবাদ, ভাষাই বংশের পরিচয় "

১২| ১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:২০

ঊণকৌটী বলেছেন: গালাগালি তারাই করতে অভ্যস্ত, যারা প্রতিনিয়ত শুনে বা বলে, অথবা বংশগত এইটা প্রমাণিত সত্য | " বাংলায় একটি প্রবাদ, ভাষাই বংশের পরিচয় "

১৩| ১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:২৩

ঊণকৌটী বলেছেন: আরেকটা প্রবাদ: " চালুনি কয় সূচরে ,তোর কত বড় ছেঁদা "|

১৪| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:০৮

ঊণকৌটী বলেছেন: Click This Link. নিন আপ্নার নানার বাড়ির, মামা আর মাসির গল্প শুনেন, আর বাস্তবের মাটিতে শুয়ে ঘুমানোর চেষ্টা করবেন |" রূপকথা বিশ্বাস করবেন না, এবং গুজব প্রচার করবেন না | সবচেয়ে বড় কথা বস্তি ছেড়ে ভদ্র এলাকায় চলে আসেন | NAMASKAR

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৩৯

সরকার পায়েল বলেছেন: ও আচ্ছা আপনি ভারতীয় নাগরিক ‼️ নমস্কার দাদা গুজবটা ছড়িয়েছে কে দেখেছেন তো ‼️UNDP চেনেন নাকি বেটা কে ⁉️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.