নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরকার পায়েল

মানুষ যা অনুভব করে তাই জ্ঞান।

সরকার পায়েল › বিস্তারিত পোস্টঃ

পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার ভারত-কানাডার - খালিস্তান দক্ষিণ এশিয়া রাজনীতির নয়া মেরুকরণ

১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৩০

কানাডাপ্রবাসী শিখ নেতা ও দেশটির নাগরিক হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডকে ঘিরে দ্বন্দ্বের জেরে রাষ্ট্রদূত এবং কূটনীতিকদের বহিষ্কারের প্রতিযোগিতা শুরু হয়েছে কানাডা এবং ভারতের মধ্যে। সোম ও মঙ্গলবার কানাডা তার ভারতীয় দূতাবাস থেকে ৬ জন ভারত তার কানাডীয় দূতাবাস থেকে ৬ জন কূটনীতিককে বহিষ্কার করেছে।

বহিষ্কৃতদের সবাই দুই দেশের শীর্ষ কূটনীতিক। দুই দেশের রাষ্ট্রদূত বা হাইকমিশনারও রয়েছেন এ তালিকায়। টানা এক বছরেরও বেশি সময় ধরে টানাপোড়েন এবং তারপর কিছুদিন স্থিতাবস্থা চলার পর অনেকটা আকস্মিকভাবেই এ পদক্ষেপ নিলো ২ দেশের সরকার l

এর আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করে ভারতীয় র শিখ নেতা পান্নু হত্যার চেষ্টা করেছে l

কানাডার সাথে কূটনৈতিক সমস্যা অর্থ যুক্তরাষ্ট্রের সাথেও সমস্যা l এখন যার চূড়ান্ত রূপ নিলো l এতদিন আড়ালে থাকলেও এখন বিষয়টি সামনে চলে এলো হয়ত যুক্তরাষ্ট্র থেকেও কূটনীতিক বহিষ্কার হতে পারে l

খালিস্তান শিখদের স্বাধীনতার দাবী এটি এখন দক্ষিণ এশিয়া রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে l এতদিন ভারতের উপর ভর করেই আমেরিকা এখানে মাতবরী করেছে কিন্তু অদূর ভবিষ্যতে তা হয়ত আর সম্ভব না l আমেরিকান ব্লকের সাথে টানাপোড়েন অর্থ চীন রাশিয়া ব্লকের ঘনিষ্ঠ হওয়া l যদিও ইতিমধ্যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জ্বালানি অবরোধের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ভারত তেল গ্যাস কিনেছে রাশিয়া থেকে এটি আমেরিকা ভালো ভাবে নেয়নি l যদিও ভারত তাতে কেয়ার করেনি l

অন্যদিকে বাংলাদেশের সম্প্রতি আমেরিকা বিরোধী শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত l যা আমেরিকান ব্লকের প্রতি সরাসরি চ্যালেঞ্জ l খালিস্তান নিয়ে উদ্ভুত পরিস্থিতি যদি ভারত চীন এক হয়ে যায় তাহলে আমেরিকার দক্ষিণ এশিয়ায় টিকে থাকায় মুশকিল হয়ে পরবে কারন দক্ষিণ এশিয়াতে আমেরিকার আর তেমন কোন বন্ধু এখন অবশিষ্ট নেই l ফলে আমেরিকা সমর্থত যে কোন দল বা সরকারের জন্য সামনে দুর্দিন বোঝাই যায় l

আরও পরিষ্কার হবে এ মাসের ২২-২৪ ব্রিকস সম্মেলনের ঘোষণা থেকে l এই সম্মেলনা ডলার চ্যালেঞ্জ করে নতুন মুদ্রা আনতে যাচ্ছে ব্রিকস সেই সাথে সুইফট এর বিকল্প লেনদেন ব্যবস্থা যার মাধ্যমে ব্রিকস ভুক্ত অঞ্চল ডলার ছাড়াই ভিন্ন মুদ্রা ও বিনিময় ব্যবস্থার মাধ্যমে লেনদেন করতে পারবে l শেখ হাসিনা সরকারের পতনের অন্যতম কারনগুলোর মধ্যে একটি ছিল ভারত এবং চীনের সাথে আঞ্চলিক মুদ্রায় লেনদেন শুরু করা l অর্থাৎ বাংলাদেশ ডলার পাশ কাটিয়ে অন্য মুদ্রায় ব্যবসা শুরু করেছিল ছোট্ট একটি দেশ এত বড় দুঃসাহস আমেরিকার সহ্য করা কঠিন l যাই হোক ব্রিকসভুক্ত অঞ্চলগুলোর একটি চিত্র নিম্নরূপ :
সম্মিলিতভাবে, BRICS সদস্যরা বিশ্বের ভূমি পৃষ্ঠের প্রায় 30% এবং বিশ্ব জনসংখ্যার 45% অন্তর্ভুক্ত করে। দক্ষিণ আফ্রিকা আফ্রিকার বৃহত্তম অর্থনীতি যেখানে ব্রাজিল, ভারত এবং চীন জনসংখ্যা , এলাকা , এবং মোট দেশজ উৎপাদন (জিডিপি) এবং ক্রয় ক্ষমতার সমতা দ্বারা বিশ্বের দশটি বৃহত্তম দেশের মধ্যে রয়েছে । পাঁচটি প্রাথমিক সদস্য রাষ্ট্রই G20- এর সদস্য , যার সম্মিলিত জিডিপি US$28 ট্রিলিয়ন ( মোট বিশ্ব উৎপাদনের প্রায় 27% ), মোট GDP (PPP) প্রায় US$57 ট্রিলিয়ন (বৈশ্বিক GDP PPP-এর 33%) , এবং সম্মিলিত বৈদেশিক রিজার্ভের আনুমানিক US$4.5 ট্রিলিয়ন (2018 সালের হিসাবে)। - সূত্র উইকিপিডিয়া

ধীরে ধীরে ডলার ব্যবহার সীমিত এবং ডলার নির্ভরতা শুন্যের কোঠায় আনাই যার উদ্দেশ্য l

সবকিছু মিলিয়ে ন্যাটো ব্লক / আমেরিকান ব্লক যাই বলি না কেন এদের অর্থনৈতিক এবং রাজনৈতিক চ্যালেঞ্জ দিনে দিনে বাড়ছে সেই সাথে ইউক্রেন যুদ্ধ, ইসরাইল হিজবুল্লাহ ইরান যুদ্ধ, সম্ভাব্য কোরিয়া যুদ্ধ, তাইওয়ান যুদ্ধ ন্যাটোকে প্রায় দিশেহারা করে ফেলবে l সন্দেহ নাই পশ্চিমা ব্লকের সামনে কঠিন দুর্দিন যা থেকে বের হওয়ার পথ এখনও বের করা সম্ভব হয়নি l

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০২৪ ভোর ৫:১৫

আহরণ বলেছেন: এটি আসলে ট্রুডোর স্টানবাজি। ট্রুডোর নড়বড়ে মাইনোরিটি সরকার আসন্ন নির্বাচনে নতুন ইমিগ্রেন্টদের ভোট বাজীমাত করার জন্য এই চালাকিটা করেছে। এই ইস্যু ট্রুডোর লিবারেল পার্টির জন্য হিতে বিপরীত হয়েছে। ভাইয়া?

১৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ৮:৫৫

সরকার পায়েল বলেছেন: ট্রাডো বেকায়দায় হয়ত সামনে সরকার গঠন করতে পারবে না l তবে ভারত পশ্চিম ব্লকের সম্পর্ক যে নিম্নগামী তা নিশ্চিত l

২| ১৬ ই অক্টোবর, ২০২৪ ভোর ৫:৩৭

এনামেল হউক বলেছেন: ভারতের চামচা হাজির। As usual, মিথ্যার ভাণ্ডার নিয়ে আসছে। রোসো, এবার ভারতের ভাঁড়দের কানাডা থেকে বিতারণ শুরু হলো বলে।

১৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ৮:৫৩

সরকার পায়েল বলেছেন: ভারত বিতারণ করুক আর কোলে নিক তাতে আমার কিছু যায় আসে না l আমি দক্ষিণ এশিয়া রাজনীতি ফোকাস করছি l এই বিষয়ে বোঝার মত জ্ঞান আপনার নেই l কিন্তু ভাই আমি কবে আপনার পেছনে ভারতের কাঁচা লঙ্কা ডলে দিয়েছিলাম মনে করতে পারছি না ❓❓ভারতের চামচা হলে তো আপনার পেছনে ভারতের মুরগির বড় বড় ডিম এবং কাঁচা লঙ্কা ভরেছিলাম দিন তারিখ বলে আমার স্মৃতি শক্তি ঠিক করবে সাহায্য করবেন l

৩| ১৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৩৭

আহরণ বলেছেন: লেখক বলেছেন : তবে ভারত পশ্চিম ব্লকের সম্পর্ক যে নিম্নগামী তা নিশ্চিত l

রাশিয়া, চীন এবং ভারতের সাথে পশ্চিমের সম্পর্ক সব সময় শীতল। মূল কারণ গ্লোবাল অধিপত্য এবং অর্থনীতি।

১৬ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৯

সরকার পায়েল বলেছেন: ভারত খুব ধুরন্দর জাতি সব দিক ঠিক রেখেই চলত l এখনও কিন্তু সে ইউক্রেন ইসরাইলে অস্ত্র ব্যবসা করছে l

৪| ১৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪২

কথামৃত বলেছেন: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সে দেশের রাজধানী অটোয়ায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন, তার সরকার কানাডা থেকে ছয়জন ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে।

হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের তদন্তে সহযোগিতা না করার জন্য ভারত সরকারকে দায়ি করেছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। একইসাথে ভারতের উদ্দেশে কড়া সুরে বার্তা দিয়েছেন তিনি
দক্ষিণ এশিয়ায় স্বার্থসিদ্ধিতে লরেন্স বিশ্নোইয়ের দুষ্কৃতিকারী দলকে কাজে লাগায় ভারত। এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনেছে কানাডা পুলিশ। অভিযোগ, কুখ্যাত অপরাধীদের কাজে লাগিয়েই কানাডায় দক্ষিণ এশিয়া এবং খালিস্তানপন্থীদের গতিবিধির উপর নজর রাখে ভারত।

পুলিশ কমিশনার মাইক ডুহেন এবং তার সহসচিব ব্রিজিট গভিন সোমবার দাবি করেছেন, বিশেষ করে বিশ্নোই গ্যাংয়ের সাথে যোগসূত্র রয়েছে ভারতীয় এজেন্টদের। অভিযোগ, কানাডাবাসী দক্ষিণ এশীয়দের বিষয়ে তথ্য সংগ্রহ করতে তারা নানা অপরাধমূলক কাজে জড়িতদের সাহায্য নেন। এমনকি কখনো কখনো চাঁদাবাজি থেকে খুন- সবই করানো হয় তাদের মদতেই। যদিও ভারতের দাবি, বারবার অনুরোধ সত্ত্বেও শুরু থেকেই ভারতকে এই অভিযোগ-সংক্রান্ত কোনো প্রমাণ দেয়নি কানাডা সরকার। ভারতকে নিয়ে কানাডার নানা অভিযোগের মাঝে ফের নতুন করে অভিযোগ ওঠায় টালমাটাল দু’দেশের কূটনৈতিক সম্পর্ক।

রোববার কানাডা সরকারের তদন্তকারী সংস্থা জানিয়েছিল, নিজ্জর-হত্যায় ভারতীয় হাই কমিশনার সঞ্জয়কুমার বর্মার ‘ভূমিকা’ রয়েছে। এর পর সোমবার সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানায়, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারের এই পদক্ষেপ ‘উদ্দেশ্যপ্রণোদিত এবং অযৌক্তিক’। এর পর সন্ধ্যায় বিজ্ঞপ্তি প্রকাশ করে সঞ্জয়কে দেশে ফেরানোর কথা জানানো হয়। ভারতে নিযুক্ত কানাডার ছয় কূটনীতিকে বহিষ্কারও করা হয়। বহিষ্কৃত হন ভারতে কানাডার কার্যনির্বাহী হাই কমিশনারও। কানাডা হাই কমিশনের ওই ছয় কূটনীতিককে ১৯ ডিসেম্বর বেলা ১১টা ৫৯ মিনিটের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, খালিস্তানি নেতা নিজ্জরকে ২০২০ সালে ‘সন্ত্রাসবাদী’ বলে ঘোষণা করেছিল ভারত। তিন বছর পর ২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারের একটি গুরুদ্বারের সামনে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ। নিজ্জরের রহস্যমৃত্যুর পিছনে ভারতের ‘হাত’ রয়েছে বলে অভিযোগ করেছিলেন ট্রুডো। ভারতের প্রধানমন্ত্রী মোদি কানাডাকে পাল্টা দোষারোপ করেন, ভারত ভাগ করতে চাওয়া মৌলবাদী শক্তি খালিস্তানপন্থীদের আশ্রয় দেয়ার জন্য।

১৬ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩২

সরকার পায়েল বলেছেন: ধন্যবাদ তথ্য দেয়ার জন্য l তবে ভারত এইসব দুষ্কৃতিকারী ব্যবহার করে আবার তা প্রকাশ হয়ে পরে আসলেই র এর কার্যক্রম যে পরিপক্কতা কম তা প্রমান করে l

৫| ১৬ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওটাতো বাংলাদেশ না যে ভারত যা ইচ্ছা তাই করবে।

৬| ১৬ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৩

আজব লিংকন বলেছেন: কানাডা মানে ভারতের অর্ধেক পাঞ্জাব।
ভারতের কৃষক আন্দোলনেও খালিস্তানিদের ভূমিকা ভালো ছিল। শুনেছি নিজেদেরকে স্বাধীন করার জন্য খালিস্তানিরা বহুদিন যাবত সংগ্রাম চালিয়ে যাচ্ছে। জানিনা সেটা তাদের পক্ষে আদৌ সম্ভব কিনা।

৭| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:১৬

আহরণ বলেছেন: লেখক বলেছেন: ভারত খুব ধুরন্দর জাতি সব দিক ঠিক রেখেই চলত l এখনও কিন্তু সে ইউক্রেন ইসরাইলে অস্ত্র ব্যবসা করছে l

ভাইয়া, ভারত কিন্তু বাংলাদেশের মত কাঙাল মুসলিম দেশ না। ইউক্রেন এবং ইসরাইলে অস্ত্র ব্যবসা করার শক্তি, সামর্থ্য এবং যোগ্যতা অর্জন করতে হয়।

১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৩০

সরকার পায়েল বলেছেন: ভাই আমার পোষ্ট প্রতিবন্ধীদের জন্য না |

৮| ২৯ শে অক্টোবর, ২০২৪ ভোর ৬:৪২

এনামেল হউক বলেছেন: @লেখক, আহরণ এর কথা বলেছি। আপনার লেখায় কি ভারত চামচামি আছে, যে বলার কথা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.