নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু হয়। কাজেই নবীজি সম্পর্কে সঠিক তথ্য পাওয়ার প্রশ্নই আসে না। হাদিস গুলোকে ধ্রুব সত্য বলে ধরা ঠিক হবে না। তাই যারা হাদিস সংগ্রহ করেছেন, তারা নিজের মনের মাধুরী মিশিয়ে নবীকে মহান বানাতে চেস্টা করেছেন। অথচ নবীজি স্বমহিমায় উজ্জ্বল।
ইসলাম ধর্মে বিড়াল পালন নিয়ে কোনো বিধিনিষেধ নেই।
বরং বিড়ালের যত্ন নিতে বলা হয়েছে। সময় মতো খাবার দিতে বলা হয়েছে। হাদিসে স্পষ্ট বলা হয়েছে, বিড়ালকে কষ্ট দিলে গুনাহ হবে। এক মহিলা একটি বিড়ালকে আটকে রাখে। খাবার খেতে দেওয়া হয় নাই। দিনের পর দিন বিড়ালটি না খেয়ে মারা যায়। আল্লাহ ওই মহিলাকে সরাসরি জাহান্নামে পাঠিয়ে দেন। আল্লাহ বলেছ্য, যে কোনো পশুপাখি কে দয়া দেখাতে হবে।
নবীজি বলেছেন বিড়াল অপবি নয়।
একবার নবীজি ওজু করছিলেন। তখন এক বিড়াল আসে নবীজির কাছে। নবীজি ওজুর পানি থেকে বিড়ালকে পানি পান করতে দেন। ইসলামে বলা হয়েছে যে প্রানী ক্ষতি কর সেটাকে ধারালো ছুরি দি জবাই করা উত্তম। কুকুর এবং বিড়াল কেনাবেচা করতে নবীজি নিষেধ করেছেন। সারা বিশ্বে ৮ আগষ্ট বিড়াল দিবস পালন করা হয়। নবীজির প্রিয় সাহাবী আব্দুর রহমান জামার ভেতর বিড়াল নিয়ে ঘুরাঘুরি করতেন।
মক্কা মদীনার মসজিদে বিড়াল প্রবেশে নিষেধ নেই।
জায়নামাজেও বিড়াল বসলে প্রবলেম নেই। তবে আমি মনে করি, বাসা বাড়িতে বিড়াল লালন পালন করা ঠিক না। বিড়ালের আচড় বা কামড়ে জলাতঙ্ক ছড়ায়। আমার বন্ধুর ফার্মেসী আছে। সেখানে আমি মাঝে মাঝে বসি। প্রতিদিন অনেকে আসে শুধুমাত্র বিড়ালের আচড় আর কামড়ের ইনজেকশন নিতে। কাউকে বিড়াল আচড় দিয়েছে, রক্ত বের হয়ে গেছে। বিড়ালের আচড় বা কামড়ে ২৪ ঘন্টার মধ্যে প্রথম টিকা দিতে হয়। সর্বমোট পাচ টা ইনজেকশন।
০৪ ঠা নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৬
রাজীব নুর বলেছেন: সবার গায়েই ময়লা থাকে। তুলনামূলক বিড়ালের গায়ে কম ময়লা থাকে।
২| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ১০:২১
কামাল১৮ বলেছেন: নবী নিজেই এক কাল্পনিক চরিত্র।
০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৬
রাজীব নুর বলেছেন: গৌতম বুদ্ধ, যীশু, এরিস্টটল কাল্পনিক?
৩| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৭
কামাল১৮ বলেছেন: আমার বড় মেয়ের বাসায় চার পাঁচটা পার্শিয়ান বিড়াল আছে।ছোট টার বাসায় আছে দুইটা।এখনো কাউকে কানড়ায় নাই বা আঁচড় দেয় নাই।
০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৬
রাজীব নুর বলেছেন: সব কিছু মিলিয়ে বিড়াল পালন না করাই ভালো।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৫
নীল বিদ্রোহ বলেছেন: রাজীব নুর। আপনার লেখার সাথে একমত হতে পারলাম না।
# আপনি লিখেছেন, সব হাদিস বানোয়াট। এরপর আপনিই রাসূল ﷺ এর রেফারেন্স দিয়ে বললেন, বিড়াল অপবিত্র নয়। ‘বিড়াল অপবিত্র নয়’ এই কথাটাও বিভিন্ন বর্ণনাকারীর সূত্র ধরেই আমাদের পর্যন্ত এসেছে। সেক্ষেত্রে হাদীসকে বানোয়াট বলার কোন সুযোগ নাই।
# অাপনি লিখেছেন, রাসূল ﷺ এর দুই থেকে তিনশ বছর পর হাদীস লেখা শুরু হয়। বিষয়টা সঠিক নয়। রাসূল সা. এর জীবদ্দশায় অনেক সাহাবী হাদিস লিখে রাখতেন। এ বিষয়ে আবু হুরাইরা রা. বলেন, ‘আব্দুল্লাহ বিন উমর রা. এর ব্যতিত রাসূল সা. এর হাদীস সম্পর্কে আমার চেয়ে বেশি জ্ঞানী কেউ ছিল না। কেননা, তিনি হাতে লিখতেন এবং অন্তরে আত্মস্থ করতেন। আর আমি হাতে লিখতাম না। তিনি রাসূল সা. এর কাছে হাদীস লেখার অনুমতি চাইলে রাসূল সা. তাকে অনুমতি প্রদান করেন। যেটা বুখারী, তিরমিযী, নাসায়ী ও সুনানে আহমদে বর্ণিত আছে।
০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
আমি তর্কে যাবো না।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৫
নীল বিদ্রোহ বলেছেন: কামাল১৮ আপনার মন্তব্যের ব্যাপারে নিন্দা জানাচ্ছি। রাসূল ﷺ এর উপর আল্লাহ তায়ালা কুরআন অবতীর্ণ করেছেন দীর্ঘ তেইশ বছর ধরে। সেই কুরআন পড়ছেন, আবার রাসূল সা.- কে কাল্পনিক চরিত্র বলছেন। বিষয়টি দ্বিচারিতা হয়ে গেল।
৬| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিড়াল এতো পবিত্র ঠিক আছে।
কিন্তু কুত্তায় কি দোষ করলো?
কুত্তার উপর নবীজী এতো বিলা ক্যালা?
০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:০৮
রাজীব নুর বলেছেন: কুকুরের ডাক বিশ্রী।
৭| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৯
শূন্য সারমর্ম বলেছেন:
আরবের বিড়াল কি বাঙালীর মত ছিলো নাকি? আরবরাই খেতে পারতো না, বিড়াল খাবে কোথা থেকে।
০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:০৮
রাজীব নুর বলেছেন: চিন্তার কথা!!
৮| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৫
পুরানমানব বলেছেন: কামাল১৮ বলেছেন: নবী নিজেই এক কাল্পনিক চরিত্র ।
যেমন আপনার বাবা এক কাল্পনিক চরিত্র।
৯| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৮
পুরানমানব বলেছেন: রাজিব, আপনার আব্বা যে বানোয়াট তাহাও তো সঠিক।
০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:০৯
রাজীব নুর বলেছেন: এখানে আমার মৃত বাবাকে টেনে আনছেন কেন?
১০| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৭
চারাগাছ বলেছেন:
হাদীস গুলোর রাজীব নুর থেকে বর্ণিত হয়নি। যাদের মাধ্যমে বর্ণিত হয়েছে তারা সবাই প্রসিদ্ধ।
১১| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৯
কামাল১৮ বলেছেন: এরা কাল্পনিক না। এদের আর্কিওলজিক্যাল প্রমান আছে।নবীর যেটা নাই।আছে সুধু দাবি।দাবি কোন প্রমান না।
১২| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ রাত ৯:০৯
মামুন ইসলাম বলেছেন: বিড়ালের বিষয়টা জানা ছিল না।
১৩| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ রাত ৯:৩২
বীর_পুরুষ বলেছেন: কামাল ১৮ ভালো কমেন্ট করতে শিখুন। অন্যের ধর্মকে ছোট না করলে আপনাদের চলে না। এই ধরণের কমেন্ট থেকে ভবিষ্যতে
নিজেকে বিরত রাখুন না হলে ভালো হবেনা আল্লাহু আপনাদের হেদায়েত দান করুন আমীন।
১৪| ০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১:২০
চারাগাছ বলেছেন:
রাজীব নুর,
আপনার কারণে আপনার মৃত বাবা(আল্লাহ বেহেস্ত নসীব করুন) অসম্মানিত হচ্ছে।
ইহা ঠিক নয়।
১৫| ০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১:২৬
চারাগাছ বলেছেন: কামাল১৮ এর জন্য। আমিও ইদানীং জানার চেষ্টা করছি।
১৬| ০৫ ই নভেম্বর, ২০২৪ ভোর ৪:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই দেশে একটা কুকুরের পিছনে যে পরিমাণ টাকা খরচ হয় তা দিয়ে বাংলাদেশের একটা পরিবার মাছ ভাত খেয়ে মাস কাটাতে পারে অনায়াসে।
১৭| ০৫ ই নভেম্বর, ২০২৪ ভোর ৪:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি কি মরুভূমির ডাকাত এর কথা বলছেন?
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:২৯
ডার্ক ম্যান বলেছেন: বিড়াল জামায় লাগলে সে জামা পড়ে কি নামাজ পড়া যাবে?
বিড়ালের গায়ে তো ময়লা থাকে