নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরকার পায়েল

মানুষ যা অনুভব করে তাই জ্ঞান।

সরকার পায়েল › বিস্তারিত পোস্টঃ

বর্বরতা - যেখানে শয়তান যুগে যুগে পরাজিত

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৫

মানুষ সৃষ্টির পর হুকুম এল সব সৃষ্টির প্রতি মানুষকে সেজদা কর। তখন সৃষ্টি ছিল দুটি প্রজাতি ফেরেশতা আর শয়তান । হুকুম মেনে ফেরেশতা সেজদা করল মানুষকে। মানুষকে সেজদা করার হুকুম মানলোনা শয়তান। সে আগুনের তৈরি মানুষের চেয়ে সে নিজেকে অনেক উঁচু মানের ভাবে।



শয়তান বিতাড়িত হল , হল অভিশপ্ত , ক্ষমতা দেয়া হল মানুষকে বিভ্রান্ত করার। মানুষ বেহেস্তে গেল , শয়তানের প্ররোচনায় নিষিদ্ধ গন্ধম খেল। মানুষকে বেহেস্ত থেকে ছুড়ে ফেলা হল পৃথিবীতে।শুরু হল পথ চলা , শয়তান আর মানুষের।শয়তানের লক্ষই ছিল মানুষকে বিভ্রান্ত করে বর্বরতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া । শয়তানের অনেকগুলো কৌশলের একটি বর্বরতা । মানুষের প্রতি মানুষের ঘৃণা , দ্বেষ ,যুদ্ধ ,মানবতা বিরোধী সকল কর্মকাণ্ডের মাধ্যমে বর্বরোচিত কাজ বা মানুষের মানবতার সকল অধিকার হরন করা।



অনেকের মতে আগে মানুষ ভালো ছিল মানুষে মানুষে সক্ষতা ছিল । মানুষ মানুষের প্রতি মমতা ছিল । আমি বলব ভুল ।পূর্বে মানুষ অসেচতন ছিল , শিক্ষার অভাব ছিল , মানবতার কোন মুল্যই ছিলনা, মানবাধিকার শব্দটিই ছিল অজ্ঞাত আজ যা মানুষের অধিকার । কিছু উদাহরণ দেই । পূর্বে দাস প্রথা ছিল , সহ মরন ছিল (হিন্দু বিধবাদের ক্ষেত্রে) , মানুষে মানুষে বা মানুষে পশুতে লড়াই করে হত্যা করত তা ছিল একটি খেলা, মেয়ে শিশু হত্যা আরও নানা বর্বরতা আজ তার কোনটিই নেই । কারণ মানুষ বুঝতে পেরেছে এগুলো বর্বরতা এগুলো মানবাধিকারের লঙ্ঘন ।



আজ মানুষ মানবতা ও মানুষের অধিকারের ব্যাপারে কতটা সচেতন! কোথাও কোন অন্যায় হলে রাষ্ট্রের ,পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে এর বিরুদ্ধে মানুষ জেগে ওঠে । পুরো পৃথিবী আজ মানবতার পক্ষে।মানবতার ডাক আজ এমন পর্যায়ে যে বিচার ব্যবস্থা থেকে মৃত্যু দণ্ড ওঠানোর দাবিতে সবাই সোচ্চার ।পৃথিবীর অনেক উন্নত দেশে যা কার্যকর । মানবাধিকার আজ মানুষের অধিকার থেকে অন্যতম প্রধান মৌলিক অধিকারে প্রতিষ্ঠিত।



কিন্তু শয়তানের লক্ষ ছিল এর বিপরীত। তাই যখনই মানুষ তার মানবতার পক্ষে মানবাধিকারের পক্ষে এগিয়ে যায় তখনই শয়তান হয় পরাজিত । যুগে যুগে মানিবাধিকার, মানবতা পরিশীলিত হয়ে আজ তা মানুষের অধিকার। যতই মানুষ তার মানবাধিকার প্রতিষ্ঠা করে ততই বর্বরতা হয় পরিত্যাক্ত। কোন বর্বরতাই আজ মানুষ সহ্য করেনা মেনে নেয়না। মানবতার ডাক নিয়ে প্রতি পদে মানুষ যখন শয়তানের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যায় ততই শয়তানের প্রতি সে হুকুম আরও জোরালো হয় " মানুষকে সেজদা কর,শয়তান ! "

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৮

পাঠক১৯৭১ বলেছেন:



আপনি লিখেছেন,
"মানুষ সৃষ্টির পর হুকুম এল সব সৃষ্টির প্রতি মানুষকে সেজদা কর। তখন সৃষ্টি ছিল দুটি প্রজাতি ফেরেশতা আর শয়তান ।"

আপনি কোনটা, মানুষ না শয়তান?

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৯

পাঠক১৯৭১ বলেছেন: টাইপো:



আপনি লিখেছেন,
"মানুষ সৃষ্টির পর হুকুম এল সব সৃষ্টির প্রতি মানুষকে সেজদা কর। তখন সৃষ্টি ছিল দুটি প্রজাতি ফেরেশতা আর শয়তান ।"

আপনি কোনটা, মানুষ, ফেরেশতা না শয়তান?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৩

সরকার পায়েল বলেছেন: প্রশ্নটি কেবল আমাকে করলেন না সাথে নিজেকেও ????????

আমি দুর্বল চিত্তের লোক না নিজের বিষয়ে শতভাগ নিশ্চিত। আপনার প্রজাতির কেউ না হলে আমি এখানে পোস্ট দিতাম কি ????

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৯

পুংটা বলেছেন: ভাই... এইবার একটু্ ঘুমানোর চেষ্টা করেন। :|

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৬

সরকার পায়েল বলেছেন: আপনার ঘুম নষ্ট করায় দুঃখিত । জানি এ ধরনের পোস্ট হজম বেশ দুঃসাধ্য ।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৭

মিমায়িত জীবন বলেছেন: চমতকার গল্প।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৭

সরকার পায়েল বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.