নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরকার পায়েল

মানুষ যা অনুভব করে তাই জ্ঞান।

সরকার পায়েল › বিস্তারিত পোস্টঃ

ছায়া

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৫

জীবন নিয়ে তুমি অনেক ভাবো । ভাবো জীবন সম্পর্কে তুমি অনেক জানো । জীবনের প্রতি মুহূর্ত কাজে লাগানোই তোমার কাছে জীবন । জীবনের প্রতি মুহূর্ত তুমি কাজে লাগালে । যদি দেখো জীবনের অনেক চাওয়া পাওয়া রয়েূ গেছে । অনেক হিসেব মেলেনি ।



জীবনের শেষ বেলায় যদি জিজ্ঞেস করি, বলত জীবন কি ? জীবন মানে কি ? তুমি কি পারবে উত্তর দিতে ? নিশ্চিত পারবেনা । কারণ জীবনকে তুমি দেখেছ জেনেছ কেবল একদিক থেকে হয়ত সময়ের মাপে , হয়ত বিত্তের মাপে , হয়ত সুখের মাপে , হয়ত দুঃখের ।



সময় সে তো কাল্পনিক বিষয় মানুষের দেয়া প্রতিটি ক্ষুদ্র থেকে বৃহৎ ঘটনা বা ঘটনার কারনের নাম । বিত্ত সে তো চলন্ত তার পেছনে ছুটতে ছুটতেই জীবন শেষ, সুখ ! আসলে সুখ বলতেই কিছু নেই , দুঃখ কেবল আবেগী একটা বিষয় ।



আসলে তুমি জানতেই না জীবন তোমার পেছনে সে তোমাকেই অনুসরণ করছে ।হয়ত ছায়াই জীবন । কিন্তু তুমি জীবনকে খুঁজে গেলে কেবল সামনে এবং একটা পথে । পেছনে ফেরার সুযোগ নেই তা সত্য । কিন্তু এর চেয়েও বড় সত্য ,জীবন ঠিক তোমার মতই চোখে আকাঙ্খার প্রদীপ জ্বেলে তোমার দিকেই তাকিয়ে, তুমি তাকে কোন পথে নিয়ে যাও।



জীবন তোমাকে না তুমিই জীবনকে বয়ে বেড়াও । যেভাবে আত্মা বয়ে বেড়ায় শরীরকে । শরীর বয়ে যায় জীবনকে । তুমি শৃঙ্খলিত শরীর এবং জীবন দিয়ে । মজার বিষয় দুটোই ক্ষণিকের রূপ। তুমিও ক্ষণিকের বন্দী । শরীর , জীবন ঠিক ছায়ার মতই আলোয় জীবিত,মৃত অন্ধকারে । তুমি ক্ষণিকের আলোতে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৯

আবরার রুমী বলেছেন: খুব ভাল লিখেছেন।
"জীবন তোমাকে না তুমিই জীবনকে বয়ে বেড়াও ।"

২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩২

সরকার পায়েল বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.