নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জানালা

সামছুল আলম কচি

পড়তে আর লিখতে ভালবাসি

সামছুল আলম কচি › বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞান ও নাস্তিকতা

২৬ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪১

> স্পার্ম হোয়েলের ব্রেইনের ওজন ৮ কেজি।
> হাতির ব্রেইনের ওজন ৫ কেজি।
> উটের ব্রেইনের ওজন ৬৮০ গ্রাম।
> বিড়ালের ব্রেইনের ওজন ৩০ গ্রাম।
> ব্যাঙের ব্রেইনের ওজন ০.১ গ্রাম।
> মানুষের ব্রেইনের (মগজ) ওজন ১.৩ থেকে ১.৫ কেজি। আর বানর এর ব্রেইনের (মগজ) ওজন মাত্র ১৮০ গ্রাম !
হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ ।
মনে হচ্ছে, বানর থেকে মানুষে রূপান্তরিত বিশ্বাসীদের ব্রেইন(মগজ/ঘিলু) পরীক্ষা ও গবেষণার বিষয়টি বর্তমানে খুবই জরুরী হয়ে পড়েছে !!
এ সম্প্রদাভুক্তদের ঘিলু আসলেই কম কি-না !! কম না হয়ে থাকলে, মানুষে রূপান্তরের সময় ব্রেইনের ওজন বৃদ্ধি পেল কিভাবে ??
হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ (নাটকের ওয়ার্কশপে শিখেছি; আট টি ব্রেক দিয়ে যে হাসি, তার নাম অট্টহাসি) !!
আবারও হাসি!
আবারও!
আবার ¡¡!!

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বানর থেকে সব মানুষের জন্ম হয়নি তবে কিছু কিছু মানুষের জন্ম যে বানর থেকে হয়েছে সেটা বেশ বুঝতে পারছি। বলা তো যায় না, কার ঘরে কখন বানর ঢুকে গিয়েছিলো । সে খবর অন্যরা রাখবে কি করে । তাই তাদের দাবীর প্রতি আমার সমর্থন রইলো ।

২| ২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০২

সোনাগাজী বলেছেন:



যারা সরকারী চাকুরী করে, সেসব মানুষ "বানর" থেকে মানুষ হয়েছে।

৩| ২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৬

রানার ব্লগ বলেছেন: আপনার ব্রেইনের ওজন এখনো কচি আছে । যা বোঝেন না তা নিয়ে কথা না বলাটা বুদ্ধিমানের কাজ আর যদি বেশি প্যাড়া ওঠে যে বলতেই হবে তাহলে পড়াশুনা করে বলাটা মঙ্গলজনক !!

২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১৯

সামছুল আলম কচি বলেছেন: Its an analysis of some exclusive data about brain that hosted by many internet domain. Read much and don’t use any abusive language!! রাস্তার টোকাই শ্রেণীর ছেলেমেয়েদের মুখে প্যাড়া শব্দের ব্যবহার শুনেছি!! how do you use it??!!

৪| ২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: ধর্মীয় বিশ্বাস ও শিক্ষা মানুষের মনকে হাজার হাজার বছর পিছিয়ে রেখেছে। আপনি যদি অন্ধবিশ্বাসী না হন তাহলে অবশ্যই এটা মেনে নেবেন। তেমন কেউ আছেন এখানে?

৫| ২৬ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৫

রানার ব্লগ বলেছেন: যদি বাংলা না জানেন শিখুন !! উত্তর বাংলায় দিন । এটা বাংলা ব্লগ !!

প্যাড়া শব্দটা টোকাইয়ের ভাষা এটা কি করে জানেন। বাংলা শব্দে অনেক শব্দ আছে যা চলিত ভাষা হিসাবে ব্যাবহার করা হয় !! প্যাড়া একটা চলিত ভাষা । বিশেষ শ্রেনীর ভাষা বলে কিছুই নাই ।

আপনি মানুষের মধ্যে শ্রেনী বিন্যাস করছেন রেসিজমের চুরান্ত অবস্থা !!!

৬| ২৬ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: আসলে ধর্মীয় সিস্টেমগুলি খারাপ মানুষের কোন ক্ষতি করে না। তারা সিস্টেমের ফাঁকফোকড় দিয়ে বেচে যায়। ফেসে যায় সহজ সরল যুবক যুবতীরা।

৭| ২৬ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

নতুন বলেছেন: মনে হচ্ছে, বানর থেকে মানুষে রূপান্তরিত বিশ্বাসীদের ব্রেইন(মগজ/ঘিলু) পরীক্ষা ও গবেষণার বিষয়টি বর্তমানে খুবই জরুরী হয়ে পড়েছে !!
এ সম্প্রদাভুক্তদের ঘিলু আসলেই কম কি-না !! কম না হয়ে থাকলে, মানুষে রূপান্তরের সময় ব্রেইনের ওজন বৃদ্ধি পেল কিভাবে ??


কাউকে ছোট করাটা কস্টকর কিছু না। এটা খুবই সস্তা একটা কাজ।

আপনার লেখায় বোঝা যাইতেছে যে আপনি বিবর্তন বিষয়টার কিছুই সম্ভবত বুঝতে পারেন নাই।

বিশ্বের অনেক মুসলিম বিজ্ঞানীও এখন বিবর্তনবাদকে মানে, আসলে বিবর্তনের পক্ষে এতো প্রমান আছে যে অস্বীকার করেতে পারেনিা।

এখন প্রশ্ন থাকে একটা মানুষ শুধুই মানুষ নিয়ে। ধর্ম বলছে মানুষকে সৃস্টিকতা সৃস্টি করেছে, পৃথিবির বাইরের থেকে এখানে পাঠিয়েছে।

৮| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৪৩

মামুinসামু বলেছেন: বিবর্তনবাদ এর মধ্যে রেসিজম আছে

৯| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:১১

কামাল১৮ বলেছেন: বিবর্তন একটি তত্ত্ব।এবার খুঁজে বের করুন তত্ত্ব কি?

১০| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৩

কাঁউটাল বলেছেন: রাজিব নূরের এসাইলাম দরকার, জার্মানি গিয়া বোতল খাইতে মনে চায়। কিন্তু এত লো কোয়ালিটি সেক্যুলার ব্লগাররে এসাইলাম দিবে কে?

১১| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:০৬

শেরজা তপন বলেছেন: 'বাড়বকুণ্ড' কিংবা 'আই ওয়াশ' টাইপের লেখা-টেখা নিয়েই থাকা উচিৎ আপনার।
অযথা কেন এর মধ্যে ঢুকতে গেলেন ...

২৭ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৯

সামছুল আলম কচি বলেছেন: এ লেখাটুকু আমার গবেষণামূলক একটি লেখা "আমরা কেন মানুষ" এর ক্ষুদ্র একটি অংশ। নেট থেকে তথ্য নিয়ে, বইয়ে লেখা তথ্য দিয়ে প্রায় ১৫-২০ পৃষ্ঠার ড্রাফট হয়েছে। কিন্তু লেখা শুরুর ধারে কাছেও যেতে পারিনি। "বিজ্ঞান ও নাস্তিকতা" দিয়ে বোঝাতে চেয়েছিলাম, যারা বিজ্ঞানের ধারক-বাহক তারা কি করে "বিবর্তনবাদ" বিশ্বাস করে!! তাই মগজের ওজন, উদাহরণ হিসেবে এনেছি। বিজ্ঞান কি বলে তার একটু ব্যাখ্যা দিলাম। কিন্তু কেউ কেউ যেন আমার উপর হুড়মুড়িয়ে পড়লো !!! কেউ বল্লো, এটা বাংলা প্লাটফর্ম, আমি নাকি তা-ও জানিনা, বাংলা ভাষা শিখতে বল্লো!! বাপস্ এরাই আগামী দিনের সাহিত্যের কর্ণধার হবে??
আমিতো বলি, ৫০ হাজারের কম বই পড়ুয়া এবং ৫০ টি এলাকা সফর করেনি; এমন কেউ কখনও সাহিত্যিক হতে পারবেনা!!

১২| ২৭ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১০

শেরজা তপন বলেছেন: ধন্যবাদ ব্রো বেশ বড় করে মন্তব্যের উত্তর দেবার জন্য।
দেখুন বিবর্তনবাদ নিয়ে শুধু আপনার নয় আপনার মত আমার সহ বিশ্বের অনেক কেউকেটা জ্ঞানী গুণী মানুষেরও সন্দেহ রয়ে গেছে।
এমনকি জীব বিজ্ঞানীদের একটা অংশই বিবর্তনের সবগুলো ধারা পরিপূর্ণভাবে বিশ্বাস করে না। এর পক্ষে যেমন নিত্য মতামত তত্ত্ব ও প্রমান উপস্থাপিত হচ্ছে তেমনি বিরুদ্ধবাদী বা সন্দেহবাদীরাও বসে নেই তারাও প্রতিনিয়ত ওদের ভুল ধরছে।
বিবর্তনের মুল তিনটি ধারার মধ্যে প্রথম দুটো ধারা নিয়ে কারো তেমন আপ্ততি নেই। সেটা এরিস্টেটল থেকে শুরু করে মুসলিম বিজ্ঞানী আল জাহিজি পর্যন্ত তত্ত্ব প্রমান দিয়ে দেখিয়েছেন।
কিন্তু বিবর্তনের তিন নম্বর ধারা 'জটিল বিবর্তন' নিয়ে বেঁধেছে যত গোল!
তাই বিবর্তনের এই ধারাকে চ্যালেঞ্জ করতে হলে পয়েন্ট আউট করতে হবে। পুরো বিবর্তনবাদ নিয়ে ঠাট্টা- মজা করতে গেলে এইভাবে নাকাল হবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.